সর্বদা থাকতে তো চাই আমি নির্ভুল,
এরপরেও হয়ে যায় সব কিছুই ভুল।
কেউ আমায় বুঝে ভুল, কেউ কথায় ধরে ভুল,
আবার কারো কাছে তো আমি নিজেই আস্ত একটা ভুল!!!
তবুও আমি থাকতে চাই নির্ভুল!!!
কিন্তু এরপরেও হয়ে যায় সব কিছুই ভুল।
যদি পারতাম অতীতের ভাবনায় ফিরে যেতে,
করে আসতাম সব ভুল গুলোকে নির্ভুল,
পারি না অতীতে ফিরে যেতে, তাই নির্ভুল পথ চলাই আমার ভুল |||
৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কিন্তু এরপরেও হয়ে যায় সব কিছুই ভুল। -{@ (y)
মিজভী বাপ্পা
জ্বী আসলেই হয়ে যায় আমার সব কিছুই ভুল 🙁
ভোরের শিশির
নির্ভুলেই আছে ভুল… 🙂
শুভেচ্ছা এবং সোনেলায় সবার পোস্টে ও আপনাকে আপনার পোস্টে নিয়মিত চাই। ধন্যবাদ। -{@
মিজভী বাপ্পা
ধন্যবাদ। সময়ের অভাবে আসা হয় না। আসলে অবশ্যই করব।
মোঃ মজিবর রহমান
ভুল নির্ভুল
সংশোধন করা সবসময় হয়ে উঠে না।
ভাল বলেছেন।
মিজভী বাপ্পা
ধন্যবাদ 🙂
নীলাঞ্জনা নীলা
ভুল সবই ভুল
তাইতো এমন গন্ডগোল।
তবে ভুলের ভেতরই ফোঁটে কিন্তু ফুল।
মিজভী বাপ্পা
ভালো লিখেছেন আপু। ধন্যবাদ 🙂