নির্ভুলতায় ভুল

মিজভী বাপ্পা ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার, ০৮:০৬:০৪অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

সর্বদা থাকতে তো চাই আমি নির্ভুল,
এরপরেও হয়ে যায় সব কিছুই ভুল।
কেউ আমায় বুঝে ভুল, কেউ কথায় ধরে ভুল,
আবার কারো কাছে তো আমি নিজেই আস্ত একটা ভুল!!!

তবুও আমি থাকতে চাই নির্ভুল!!!
কিন্তু এরপরেও হয়ে যায় সব কিছুই ভুল।

যদি পারতাম অতীতের ভাবনায় ফিরে যেতে,
করে আসতাম সব ভুল গুলোকে নির্ভুল,
পারি না অতীতে ফিরে যেতে, তাই নির্ভুল পথ চলাই আমার ভুল |||

৮৩৫জন ৮৩৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ