এক লোক রাস্তায় হাঁটছে । গ্রাম্য রাস্তা । রাস্তার দু ধারে গাছ । পাতা মোড়া পথ । গ্রামে খোলা আকাশের নিচে হাগাহাগির চর্চা আছে ( এখন কমে আসছে এই অভ্যাস ) । তো একটা পাতার উপর লোকটির পা দেবে গেলো । সাথে সাথেই লোকটি তাজ্জব বনে গেলো । কে যেন হাগু করে পাতা দিয়ে ঢেকে রেখেছে । কেউ যাতে দেখতে না পারে সে নিরাপত্তা পাতা দিয়ে অটুট রাখা হয়েছে । পথিকের হাসি , রাগ , দুঃখ সবই এক সাথে প্রশমিত হওয়া শুরু করল । না পারে কাঁদতে , না পারে হাসতে । মানব জীবন বড়ই বিস্ময়কর । লোকটি যাচ্ছিল বোনের বাড়ি । সদ্য বিয়ে দেয়া বোনকে দেখতে । তাঁর পদযাত্রায় বাঁধা পরল । একমাত্র কারন গু । ( হরতাল , গাড়ি সমস্যার কারনে পদযাত্রা ব্যাহত হয় , গু নিয়ে সাধারণত হয়না )
ইতিমধ্যেই পথচারীদের নজরে এলেন ভদ্রলোক । এক পথচারী জিজ্ঞেস করল আগবাড়িয়ে .
পথচারী – খাড়াই আছেন ক্যান ? আপনার পায়ে কি ? সুজি নাকি ?
লোকটি – মশকরা করেন ? আপনে হাগেন না ? গু চিনেন না ?
পথচারী – ভাই , গু পায়ে নিয়া কি করেন ? গু থাকবো পায়খানায় , পায়ে ক্যান ?
লোকটি – এক অসভ্য লোক রাস্তায় হাইগা রাখসে , হাটার সময় পায়ে লেগে গেছে ।
প্রশ্নবান শুরু হইল । আরও কিছু মানুষ এসে রঙ্গশালায় যোগ দিল
এদের প্রশ্ন গুলো ছিল এরকম
– কোন বেয়াক্কেলে এই কাম করছে ? হাগবি ভালা কথা , দেইখা শুইনা হাগবি না ? ( উচ্চ সরে জমায়েত হওয়া মানুষরা হাসতে লাগল )
– ভাই , আপনি কি গু নিয়েই বোনের বাড়ি যাবেন ?
– ভাই , আপনার লাইগা বড্ড খারাপ লাগতেছে ( হা হা হা হা)
– ভাই এখন আপনি কি করবেন ? খারান , একটা ছবি তুইলা লই , পোলায় সউদি থেইকা মুবাইল পাঠাইছে , ওগো দেখামু ( গ্রাম এখন মোবাইল আক্রান্ত )
– ও মিয়া ভাই , গুয়ে গন্ধ বেশী , বাসি গু ( জমায়েত – অয় অয় অয় )
– চার পাচ দিনের বাসি গু হইতে পারে , ইয়াক ! থুঃ ( আরও নানান মত )
এতো সব জেনে পথচারী অপমানে ক্ষোভে যতই ফুলেন মানুষ ততই হাসে । লোকটি কীভাবে উদ্ধার পেলো সেটা না বলাই ভালো ।
এবার আসি নির্বাচনে , রাজনীতিতে ।
গ্রাম্য এক চেয়ারম্যান একটা ব্রিজ উদবোদন হবে । সেখানে বক্তৃতা দিচ্ছেন । ( চেয়ারম্যান অবশ্যই ইসলাম পন্থী , আল্লাহ খোদার নাম নেন সবসময় , খালি উপজেলা চেয়ারম্যান , টি , এন , ও পদের মানুষের বাসায় যাওয়ার সময় ট্যাক্সি ভোরে মালামাল , ভদ্র বাসায় বায়তুল মাল নিয়ে যান , একজন চেয়ারম্যান এর বেতন কত ? জানলে অবাক হতে হয় )
তাঁর বক্তৃতা , আমি ক্ষমতায় এসে আপনাদের জন্য এই ব্রিজ করেছি । খোদাকে লাখ লাখ শোকর । ( এক জন সাধারন গ্রাম্য চেয়ারম্যানের হাত কতটুকু লম্বা হতে পারে সাধারনের বিবেচনা )
কিছুক্ষণ পরেই মেম্বার অফ পার্লামেন্ট সদস্য আসলেন , তিনি প্রধান অতিথি । জ্ঞানগর্ভ আলোচনা শুরু করলেন ।
এর ফাকে দেখলাম , উনার আলোচনা শুরুর পর চেয়ারম্যান সাব ঘনঘন হাই তুলছেন ।
সরকারি আমলা যারা আছেন ( অবশ্যই কিছু সৎ মানুষ আছেন , ভালো মন্দ পাশাপাশি চলবে , এটাই পৃথিবীর নিয়ম ) তারা ক্ষমতায় গেলে ৫বছর জনগণকে হাসানোর দায়িত্ব নেন । এইজন্য তাদের অভিনন্দন ।
অতীতের সরকারের ভাঁড়ামি , নিকট বর্তমানের ক্ষমতাভোগীরা পুরন করে দেন ।
গোপাল ভাঁড় অবশ্যই দরকার । কিন্তু চার্লি চ্যাপলিন দরকার এবার । কথা বলে বিরক্ত করবেনা , কিন্তু হাসাবে ।
এই জ্ঞানগর্ভ (!!!!) আলোচনার শেষে একমাত্র দাবি , রাজনিতিক দলগুলোর কাছে , আপনারা শুধু মাত্র আমাদের আনন্দ রাখার দায়িত্ব নেন । সাথে ক্ষমতায় যাওয়ার আগে একগুচ্ছ রুপকথার গল্প ছাপানো বন্ধ করেন । জী , নির্বাচনী ইশতেহারের কথা বলছি ।
এরচে ভালো কোন জোকস এর বই দিন । আহসান হাবিবের উন্মাদ ও দিতে পারেন ।
রুপকথার গল্প আর নয় , নির্বাচনী ইশতেহার হোক এইরকম
– দেশ হাসাও , মানুষ হাসাও
– দিনবদলের এই যুগে ,আমরা হাসাবো ক্ষমতায় গেলে
এইরকম শিরোনামে কি জোকস এর বই দেয়া যায়না ?
( এটা হল , যেমন খুশি , তেমন লেখো টাইপ লেখা , কারো অনুভুতিতে আঘাত দেয়ার জন্য নাহ , মনে রাখবেন , রেগে গেলেন তো হেরে গেলেন )
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
কঠিন বাস্তব ।
লেখা দারুন ভালো হইছে ।
প্রিন্স মাহমুদ
অনেক আগের লেখা , এটি আমার প্রথম পয়দা করা প্রথম সম্পাদিকীও ! হাহাহাহাহ । ভাল থাকবেন
বনলতা সেন
একটুও রেগে যাইনি বরং হাসি-মস্করার সাথে কঠিন বাস্তবতা তুলে ধরেছেন ।
প্রিন্স মাহমুদ
আহ! শান্তি পাইলাম । ভাল থাকিবেন
লীলাবতী
নাইস পোস্ট । ভালো ব্লগারের সব গুন আছে আপনার ।
প্রিন্স মাহমুদ
এটাকে গুন বলে নাকি জানিনা , তবে বেগুণ হলে আপনার সাথে একমত হাহাহাহাহ । ভাল থাকিবেন
তওসীফ সাদাত
অবশ্যই রেগে যাওয়ার মত পোস্ট না, হাস্যরস দিতে দিতে খুব ভাল কিছু কথা তুলে ধরেছেন।
প্রিন্স মাহমুদ
আমার কুসাহিত্ত্য!! জুড়ে ঐ জিনিসের বড় অবদান সাদাত
আদিব আদ্নান
এমন মজার লেখা এখানে কম আসে ।
আপনি নিয়মিত শুরু করুন ।
ভালই হয়েছে ।
প্রিন্স মাহমুদ
নিয়মিত লেখার মত জ্ঞান অ রস আমার নাই , আমি পাগল , পাগলে নিয়মিত কিছু করতে পারেনা ভাই । ভাল থাকিবেন
খসড়া
রসিকতা আর কত করবো? আমরা কি জাতি হিসাবে ভাড়ে পরিনত হচ্ছি না।?আর বিনোদন চাই না বাস্তব সমত্য সমাধান চাই, জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে চাই।
প্রিন্স মাহমুদ
আমরা অবশ্যই ভাঁড় হয়ে গেছি । সমাধানে না ছুটে আমরা ভেজালে ছুটি ।