নির্জনতার মেঘ

আগুন রঙের শিমুল ৩১ আগস্ট ২০১৮, শুক্রবার, ০৪:৪৫:৫৩অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

বনগোলাপের ঝাড়ে এসে বসেছিল –
তোমার মতো আবছায়া এক গাঙশালিখ,
তার রোমশ ডানার সাথে মিশে কিছু
বনজ আঘ্রাণ চলে গেছে লোকালয়ের কাছাকাছি।
অথচ তুমি আমি সে, সকলেই –
এই সিমেন্টের জংগলে ; প্রতিদিন বাঁচি।

এইবার বাড়ি ফেরার নদীটায় ভীষণ স্রোত –
ভালোবাসার মতো দিগ্বিদিক ঢেউ,
এইবার পথের পাশে নামেনি মায়ারা ;
জেনেছে বিফল আয়োজন,
ভালোবাসার অঞ্জন মাখা চোখ নিয়ে
এইবার আসবেনা কেউ।

এইবার শহরের আকাশ ঢেকে দেবে – তোমার
ভেতরকার একাকীত্বের মতো সর্বগ্রাসী গাঙশালিখের দল,
তাদের ডানার ভাঁজে পুরনো স্মৃতির মতো বনজ ঘ্রাণ
বুকের ভেতর পলিমাটির নরম সুবাস।

শহুরে পাখি, তোমার মায়ার জলেই নিত্য ডোবা – ভাসা।
এইবার তোমার কাজল লেপ্টে যাওয়া চোখে –
খুব গোপনে নামবো আমি, হয়ে তোমার একান্ত বরষা ।

৮৫৮জন ৮৫৮জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ