ক্রমাগত বুঁদ হচ্ছি নিরুপায় বন্দিত্বের কাছে,
ঔদাস্যের নিঃশব্দ নিঃসঙ্গ ছায়া অনুসরণে,
গিলে খাচ্ছি চুপ থাকার তরিকা।
স্মৃতির কিনারায় বহুমুখী ক্ষত নিয়ে
ভাবা-ভাবি আর হয়-ই না।
শোক এক নিরেট স্থাপত্য,
যার বেদি মূলে আছে অঢেল তাজা-ফুল।

ক্ষুধিত দৃষ্টি নিয়ে তবুও দেখতে ভাল লাগে
প্রচণ্ড সবুজের আমগাছ, ঝুলে থাকা ভরপুর কচি আম,
জিভে জল আসা মুখ নিয়ে।

সতেজ ফুলের গন্ধে চোখ ফেললেই
ডাক শুনতে পাই,
প্রজাপতির রঙ ডানায় নিবিড় আশ্রয়ের,
সারা রাতের অপেক্ষায় একটি শিশির ভোরের।

ছবি নেটের।

৬৩৭জন ৪৯০জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ