নিবারণ হতে চাই

পাগলা জাঈদ ১২ অক্টোবর ২০১৩, শনিবার, ০৯:১৬:৩৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

মহাজন ব্যাস্ত ছিলেন, আমি উদ্ভাস্তু
সাম্পানের মাস্তুলে অবাক দাঁড়কাক
বলাকার পালকে আশটে ভালোলাগা,
গলুই তে বসে নিবারণ বলে চলছিল-
“তুই কইলে মরণ গিলুম
সিনায় সিনায় পিরিত সখি
না মরলে পিরিত ঝুটা”
ছন্দহীন গান নাকি এ তার জীবন অনির্বাণ ?

আমি নিবারণ হতে চাই
একটা দিনের জন্যে তোমরা আমাকে নিবারণ হতে দাও।

৪৬৯জন ৪৬৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ