মহাজন ব্যাস্ত ছিলেন, আমি উদ্ভাস্তু
সাম্পানের মাস্তুলে অবাক দাঁড়কাক
বলাকার পালকে আশটে ভালোলাগা,
গলুই তে বসে নিবারণ বলে চলছিল-
“তুই কইলে মরণ গিলুম
সিনায় সিনায় পিরিত সখি
না মরলে পিরিত ঝুটা”
ছন্দহীন গান নাকি এ তার জীবন অনির্বাণ ?
আমি নিবারণ হতে চাই
একটা দিনের জন্যে তোমরা আমাকে নিবারণ হতে দাও।
১২টি মন্তব্য
ব্লগার সজীব
হয়ে যান নিবারন 🙂 (y)
আবু জাঈদ
সে চেষ্টাতেই আছি 🙂
ছাইরাছ হেলাল
এমন আর্তি বিফলে যেতে পারে না ।
আবু জাঈদ
না গেলেই হয় 🙂
লীলাবতী
আচ্ছা অনুমতি দিলাম -{@
আবু জাঈদ
ধন্যবাদ
খসড়া
নিবারন রদ্দুর হতে চেয়েছিল।
আবু জাঈদ
বাহ কথাটা দারুণ তো, কবিতাটা এখন এডিট করে আমি এই লাইন টি ঢুকিয়ে দিব 🙂 অনেক ধন্যবাদ
জিসান শা ইকরাম
ভালো কবিতা
সুন্দর ইচ্ছে 🙂
আবু জাঈদ
ধন্যবাদ 🙂
নীলকন্ঠ জয়
অনুমতি দিলাম। তবে আমাকেও সাথে নিবেন কিন্তু। আমিও নিবারণ হতে চাই।
শুভেচ্ছা কবিকে। -{@
আবু জাঈদ
নিব 🙂