না লেখা চিঠি

কাজী সোহেল ১২ জুলাই ২০১৪, শনিবার, ০৩:২৫:২৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

একটা কষ্ট খুব পোড়ায়
খুব সুন্দর করে কোনোদিন
চিঠি লেখা হয়নি তোমাকে

অনন্য সুন্দর মার্জিত উপমায়
দারুণ মিষ্টি সম্বোধনে
অনুপম বুননে আর সুগন্ধি কাগজে
এমন কিছু শব্দমালা
যা হাজার কষ্টের রাত ভোর করে
হয়ে ওঠে দীপ্ত হাসির সূর্য
যার জমিন স্পর্শ করে আছে
তোমার প্রিয়তম রঙ

খুব সুন্দর করে কোনোদিন
চিঠি লেখা হয়নি তোমাকে
হয়তো একটা পৃষ্ঠা পৃথিবীটা
বদলে দিতে পারতো
লেখা হয়নি
খুব সুন্দর করে কোনোদিন

চিঠি লেখা হয়নি তোমাকে

৮৩৯জন ৮৩৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ