একটা কষ্ট খুব পোড়ায়
খুব সুন্দর করে কোনোদিন
চিঠি লেখা হয়নি তোমাকে
অনন্য সুন্দর মার্জিত উপমায়
দারুণ মিষ্টি সম্বোধনে
অনুপম বুননে আর সুগন্ধি কাগজে
এমন কিছু শব্দমালা
যা হাজার কষ্টের রাত ভোর করে
হয়ে ওঠে দীপ্ত হাসির সূর্য
যার জমিন স্পর্শ করে আছে
তোমার প্রিয়তম রঙ
খুব সুন্দর করে কোনোদিন
চিঠি লেখা হয়নি তোমাকে
হয়তো একটা পৃষ্ঠা পৃথিবীটা
বদলে দিতে পারতো
লেখা হয়নি
খুব সুন্দর করে কোনোদিন
চিঠি লেখা হয়নি তোমাকে
১৪টি মন্তব্য
মশাই
অনুভূতির সুন্দর প্রকাশ, ভাল লাগলো অনেক, উপস্থাপনা বেশ সুন্দর ও সাবলীল ভাবেই করেছেন। শুভ কামনা।
কাজী সোহেল
কৃতজ্ঞতা রইলো @ মশাই…
পুষ্পবতী
ভালো লাগলো।
কাজী সোহেল
ধন্যবাদ @ পুষ্পবতী
জিসান শা ইকরাম
ইচ্ছেটা বাস্তবায়ন করুন
লিখে ফেলুন একটি চিঠি ।
সুন্দর —
কাজী সোহেল
দিন চলে যায়… ইচ্ছেরা ফিরে আসে… বিব্রত অবেলায়…জিসান শা ইকরাম আপনাকে ধন্যবাদ
খসড়া
চিঠি লিখুন কবিতায়।
কাজী সোহেল
তাই করছি… বিকল্পহীন @ খসড়া
ওয়ালিনা চৌধুরী অভি
এমন চিঠি পেলে সে আপনাকে রেখে স্বর্গেও যেতে রাজি হবেনা । (y)
কাজী সোহেল
সত্যি যদি এমন পঙক্তিপ্রেমীকার সন্ধান পেতাম যে স্বর্গ না হোক অন্তত মর্তের বাকি সব উপেক্ষা করতে পারে, তবে জীবনই স্বর্গ হতো @ ওয়ালিনা চৌধুরী অভি
ব্লগার সজীব
লিখুন ভাই । প্রযত্নে সোনেলা ব্লগ , নীল খামে লেখা চিঠি । আমরাও একটু পড়ি 🙂 (y)
কাজী সোহেল
🙂 লিখবো… সোনেলাকেই লিখবো @ ব্লগার সজীব
শুন্য শুন্যালয়
এই কবিতা পড়লে চিঠির জন্য কস্ট পাবেনা মনে হয় 🙂
কাজী সোহেল
আপনাকে অনেক অনেক ধন্যবাদ… কথাটা শুনে ভালো লেগেছে… @ শুন্য শুন্যালয়