মেঘ পরী অই উড়ে যায় দেখো,
হাতে নিয়ে তুলোর মতো পাজা করা মেঘ,
ঠোঁটের কোণে একটু হাসি ।
যেনো হারিয়ে দেয়া খেলার রেস,
পিছে ফেলে সবাইকে।
হেরে যাওয়ার কস্টে ছলছল চোখে দেখি ,
মেঘ পরীর মেঘে ভেসে যাওয়া ,
স্বর্গের পানে তাঁর ইচ্ছের পাখনা মেলা ।।
তাঁকে তেমন চিনিনা , সোনেলায় লেখা তাঁর পোষ্ট গুলোর মাঝে তাঁকে যতটুকু চেনা । তিনি আমাদেরই একজন ছিলেন । নাম নিয়েছিলেন স্বর্গের মেঘ পরী । আমাদের সবাইকে পিছনে ফেলে স্বর্গে চলে গেলেন তিনি ।
উৎসর্গ : স্বর্গের মেঘ পরী ।
৩৩টি মন্তব্য
মা মাটি দেশ
আল্লাহ তাকে বেহস্ত নসিব করুন। আমাদের সোনেলার একটি তর তাজাঁ প্রান এভাবে অকালে ঝড়ে যাওয়া মানা যায় না।
শুন্য শুন্যালয়
বিধাতার খেয়াল খুশি মেনে নিতেই হয়। আল্লাহ্ তাকে বেহেস্ত নসিব করুন, আমিন ।
ছাইরাছ হেলাল
স্বর্গের পানেই যেন তাঁর ইচ্ছের পাখনা মেলে এই কামনাই করি ।
শুন্য শুন্যালয়
হ্যাঁ এই কামনাই করি ভাইয়া ।
জিসান শা ইকরাম
তাঁর লেখা শেষ কবিতায় কি এমন কোন ইংগিত ছিলো ?
খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অচেনা পরীর জন্য আপনার আবেগকে
সহ ব্লগারদের জন্য এই ভালোবাসা , মানুষকে চিনিয়ে দেয় ।
পরীর জন্য অজস্র দোয়া – ভালো থাকে যেন সে সেখানে ।
শুন্য শুন্যালয়
ওর কোন একজন প্রিয় মানুষ ওকে নিয়ে লিখেছিলো একটি কবিতা, পোস্ট করে দিয়েছিল এখানে। কবিতাটি পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।
মেঘ পরী আমার চলে গেল শ্রাবনের
বৃষ্টির ফোঁটায় , মেঘ পরী আমার
চলে গেল
শীতের ঘন কুয়াশায় ।
আসবে কি ফিরে ?
কোন হেমন্তের
গৌধুলী লগ্নে নীরবে নিভৃতে , ,
মৌনতা ভেঙে চুপিসারে আমার
বাহুডোরে ।
বি:দ্র আমার একজন কাছের মানুষের লেখা
মশাই
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আত্মার মাগফিরাত কামনা করছি।
মশাই
কি আর করার আছে বলেন? আমাদের দেশেতো এখন মানুষের চেয়ে গাড়ির সংখ্যাই বেশী, আর বেশীর ভাগ ড্রাইভারগুলো হচ্ছে জানোয়ার, এই জানোয়ারগুলোর চোখ এতোই প্রখর যে রাস্তা দিয়ে হেটে যাওয়া যুবতীর দিকে তাকিয়ে থেকেও দ্রুতগতিতে গাড়ি চালাতে পারে। নেশা করলেতো সে হয়ে যায় রাস্তার রাজা। লক্ষ্য করা যায় ড্রাইভার যখন পেশা হিসেবে নেয় তখনি তাদের অনেকে মনে করে উপরে উল্লেখিত চরিত্রগুলো ছাড়া তারা উলঙ্গ। আর এতে করেই জীবন দিতে হয় স্বর্গের মেঘ পরীদের।
শুন্য শুন্যালয়
এবং রাস্তায় নামলে আরেক গাড়ির সাথে প্রতিযোগিতা করা যেনো বাধ্যতামূলক, এবং অবশ্যই এইসব ঘটনার একটার ও কোন বিচার হবেনা। মুখে যা-ই বলি, মাঝে মাঝে এমন দেশে জন্ম নেয়ার জন্য লজ্জাই লাগে 🙁
মোঃ মজিবর রহমান
স্বর্গের মেঘ পরি
স্বর্গেই হক তার বাস
আমাদের স্রীতিতে থাক অম্লান হয়ে।
করুক বাস হৃদয়ে সব ব্লগার এর মনে।
শুন্য শুন্যালয়
খুব ছোট্ট একটা মেয়ে এভাবে চলে যাওয়া, খুবই কস্টকর। সবাই স্মরণ করবো তাকে আমরা।
রিমঝিম বর্ষা
জেনেছি তার সম্পর্কে। দোয়া রইলো অজানা বালিকাটির জন্যে।
শুন্য শুন্যালয়
দোয়া করবো তার জন্য আমরা সবাই।
স্বপ্ন
আমাদের সহ ব্লগার চলে গিয়েছেন না ফেরার দেশে ? তেমন একটা পড়াও হয়নি মেঘ পরীর ব্লগ । তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।
শুন্য শুন্যালয়
সবার লেখাই পড়ি, খুব কল্পনা প্রবন আবেগী মেয়ে তার লেখায় সেরকমই মনে হয়েছে ।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।
নীলাঞ্জনা নীলা
ব্লগে নিয়মিত নই আমি । সোনেলার ব্লগার চলে গেলেন একজন , ভাবতেই খারাপ লাগছে ।
শুন্য শুন্যালয়
মেয়েটি র সাথে তার মা ও মারা গেছেন, তার পরিবারকে আল্লাহ্ এই কস্ট সহ্য করার তৌফিক দিন, আমিন ।
ছাইরাছ হেলাল
স্টিকি পোস্ট ফেলে কোথায় গেলেন ?
শুন্য শুন্যালয়
দুদিন আসতে পারিনি ভাইয়া… 🙁
ওয়ালিনা চৌধুরী অভি
ফেইসবুকে জেনেছি এই দুর্ঘটনার কথা। এতটু মেয়ের এভাবে চলে যাওয়াটা খুবই কষ্টের।
তাকে নিয়ে আপনার অনুভুতি ভালো লেগেছে। অচেনা হলেও সে আমাদের আপন ছিল। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।
শুন্য শুন্যালয়
হ্যাঁ আল্লাহ্ যেন তাকে শান্তিতে রাখুন, এটুকুই তো এখন শুধু চাইতে পারি…
শুন্য শুন্যালয়
আমরা সবাই মিলে ওর জন্য অনেক প্রার্থনা করি, পরী যেন বেহেশত বাসি হয়। আমরা সবাই তাকে মিস করবো । ব্লগ সঞ্চালকের কাছে আমার অনুরোধ প্রতি বছর এই দিনে অন্তত তাকে যেনো আমরা স্মরন করি ।
হিপনোটক্সিক ইরেকটাস
শুরু শেষের জন্যই হয়। কিন্তু কিছু শেষ অপ্রত্যাশিত, কিছু শেষ রেখে যায় কিছু প্রশ্ন, কিছু আক্ষেপ। কিছু শেষ উগরে দেয় না বলা ভালোবাসাগুলোকে। ভালো থাকিয়েন মেঘ পরী, স্বর্গেই হোক আপনার অন্তিম ঠিকানা।
শুন্য শুন্যালয়
এটুকুই এখন প্রার্থনা ।
সাদিক মোহাম্মদ
ইচ্ছের পাখনা খুঁজে পাক ঠিকানা… -{@
শুন্য শুন্যালয়
প্রার্থনা করি তার জন্যে…
ব্লগার সজীব
মেঘ পরীকে আর দেখা যাবেনা এখানে , আমাদেরই একজন ছিলেন তিনি । খারাপ লাগছে খুব আপু । পরীর দেশে মেঘ পরী ভালো থাকুক ।
শুন্য শুন্যালয়
অচেনা মেয়েটির জন্য সত্যিই অনেক কস্ট হচ্ছে। আল্লাহ্ যেনো তাকে ভালো রাখে এই কামনাই করি।
বনলতা সেন
আল্লাহ্ তাকে ভালো রাখুন ।
এই সামান্য প্রার্থনা ছাড়া আর কিছুই বলার নেই ।
শুন্য শুন্যালয়
আল্লাহ্র প্রতি অভিযোগ কি সে শুনবে? কিছুই যে ভালো লাগেনা। মিস্টি মেয়েটা ভালো থাকুক। 🙁
আদিব আদ্নান
তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি ।
শুন্য শুন্যালয়
সবাই মিলে তার জন্য একটু প্রার্থনা করি।
খেয়ালী মেয়ে
মেঘপরী যেখানে আছে ভালো থাকুক সবসময়…