তোকে ভালোবাসি বলতে যতটা সাহস দরকার ততটা
সঞ্চয়ে ছিলো না কখনোই! ছিলোনা বলেই
অতটা নিজেকে লুকিয়েছিলাম তোর কাছে। ছিলোনা
বলেই অতটা নিজেকে লুকিয়েছিলাম নিজের কাছেই!
কতবার ভেবেছি চেয়েছি কতবার দেখা হলেই জানিয়ে
দেবো এবার, জানিয়ে দেবো রেখেছি কতটা গভীরে,
জানিয়ে দেবো রেখেছি কতটা যতনে,
জানিয়ে দেবো অতটা সাহস কিংবা বিশ্বাসের সঞ্চয়
ছিলোনা বলেই গোপনে গোপনে রেখেছি সযতনে বুকে!
ভেবেছিলাম দেখা হলেই জানিয়ে দেবো, দেবো জড়তা ভেঙে
বলে, দেবো ভালোবেসে জানিয়ে, অথচ খুব করে বৃষ্টি
এলে গতকাল, এলে আকাশ ভেঙে, হাঁটাপথে একা, ভীষণ
একা ভিজে জুবুথুবু তোকে, ছাতায় আড়াল রেখে এগিয়ে
দিতে জানালি, কথাচ্ছলে জানালি মধ্য এপ্রিলে বিয়ে করছিস,
ইনভাইটেশন কার্ড পেয়ে যাব ক’টা দিন পরেই! খুব
বেশি একটা খারাপ লাগেনি কথাটা শুনতে, না, সত্যিই
লাগেনি, শুধু খানিকটা কষ্ট লেগেছিলো কংগ্রাচুলেশনস বলতে!
২০টি মন্তব্য
মা মাটি দেশ
বেশ আবেগী (y) সবার জীবনে সবকিছু হয়না।
মর্তুজা হাসান সৈকত
আবেগ নিয়েই যে আমার বেসাতি ভাই। শুভ কামনা…
খসড়া
ভাল লাগল।
মর্তুজা হাসান সৈকত
জেনে ভালো লাগলো আমারও। ভালো থাকবেন।
আদিব আদ্নান
হ্যাঁ , চোখের জলে হেসে ফেলা যেমন।
সুন্দর অভিব্যক্তি ।
মর্তুজা হাসান সৈকত
হুম ভাইয়া। এটা কিন্তু খুব কষ্টেরও বটে। 🙂
বৈশাখী ঝড়
আবেগী কবিতা। ভাল লাগল
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ। ভালো থাকুন…
শুন্য শুন্যালয়
লেখার আবেগ ছুয়ে গেলো ভাইয়া …
মর্তুজা হাসান সৈকত
জেনে আমারও ভালো লাগলো ভাইয়া। শুভকামনা রইল…
তন্দ্রা
এভাবেই কি হারেয়ে যাবে,
এভাবেই কি পরাজিত হবে,
এভাবেই কি শঙ্কা থেকে যাবে,
আর কত আবেকে বিদায় দেবে,
কত কাদবে মুখ লুকিয়ে,
এভাবেই ভালবাসা বুঝি পরাজয়
মেনে নেবে?
এত আবেগ কোথায় পান!!!!!
মর্তুজা হাসান সৈকত
সেতো জানিনে ভাই তবে কবিতার পেছনে আমার পরিশ্রম থাকে অনেক। ভালো থাকুন।
জিসান শা ইকরাম
অনেক সময় মনের কথা গুলো বলে ফেলতে হয় আগেই
নাহলে দেরী হয়ে যায় , আর বলা হয়না ।
ভালো লেগেছে আবেগি কবিতা ।
শুভ কামনা ।
মর্তুজা হাসান সৈকত
হুম ভাইয়া। এক্ষেত্রে দেরি না করাটাই বেটার। শুভকামনা জানবেন।
লীলাবতী
আমার কিন্তু খুব ভালো লেগেছে কবিতা ।
মর্তুজা হাসান সৈকত
শুভকামনা জানবেন আপি।
ছাইরাছ হেলাল
দেবতারা যেখানে নাকানি-চোবানি খেয়েছেন সে বিষয়টি বোধ করি বেশ কঠিন ।
ইস্ , ইস্সিরে কুইনাইন খেয়ে ফেলার মত ।
লেখায়+++++++
মর্তুজা হাসান সৈকত
কতভাবে কতরঙে যে ফিরে ফিরে আসে ভালোবাসা সে আর কতটুকু ভেতরে আমাদের। ধন্যবাদ ভাইয়া, পাঠ প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা রইল।
স্বপ্ন নীলা
হুম ভাল লাগলো,,,,,,,,,ভালবাসা নিয়ে লেখা কবিতা,,,,,,,,,ভালবাসাটা আসলে লুকাতে গেলেই কষ্ট পেতে হয়,,,,,,,,,,শুভকামনা
মর্তুজা হাসান সৈকত
হুম তাই আপি। সম্ভবত আমার কবিতা প্রথম পড়লেন আপনি। পড়ে অভিমত জানানোয় কৃতজ্ঞতা রইল।