তোকে ভালোবাসি বলতে যতটা সাহস দরকার ততটা
সঞ্চয়ে ছিলো না কখনোই! ছিলোনা বলেই
অতটা নিজেকে লুকিয়েছিলাম তোর কাছে। ছিলোনা
বলেই অতটা নিজেকে লুকিয়েছিলাম নিজের কাছেই!

কতবার ভেবেছি চেয়েছি কতবার দেখা হলেই জানিয়ে
দেবো এবার, জানিয়ে দেবো রেখেছি কতটা গভীরে,
জানিয়ে দেবো রেখেছি কতটা যতনে,
জানিয়ে দেবো অতটা সাহস কিংবা বিশ্বাসের সঞ্চয়
ছিলোনা বলেই গোপনে গোপনে রেখেছি সযতনে বুকে!

ভেবেছিলাম দেখা হলেই জানিয়ে দেবো, দেবো জড়তা ভেঙে
বলে, দেবো ভালোবেসে জানিয়ে, অথচ খুব করে বৃষ্টি
এলে গতকাল, এলে আকাশ ভেঙে, হাঁটাপথে একা, ভীষণ
একা ভিজে জুবুথুবু তোকে, ছাতায় আড়াল রেখে এগিয়ে
দিতে জানালি, কথাচ্ছলে জানালি মধ্য এপ্রিলে বিয়ে করছিস,
ইনভাইটেশন কার্ড পেয়ে যাব ক’টা দিন পরেই! খুব
বেশি একটা খারাপ লাগেনি কথাটা শুনতে, না, সত্যিই
লাগেনি, শুধু খানিকটা কষ্ট লেগেছিলো কংগ্রাচুলেশনস বলতে!

৫৮৫জন ৫৮২জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ