নামহীন ৪

প্রিন্স মাহমুদ ১০ জানুয়ারি ২০১৪, শুক্রবার, ০৫:৫৭:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১০ মন্তব্য

যত খুশি মালাউন মারো

দাও সম্প্রীতির বাণী

এসব কইয়া লাভটা কি

চোরে কি আর শুনেরে ভাই

ধর্মের কাহিনী .. ?

 

ধর্ম দিয়া চোখে দাও ধুলা

কথায় কথায় ধর্মের মুলা

জেনে নেরে সবই একই

ভগবান ঈশ্বর আল্লাহ ..

 

মানুষ হইতে ধার্মিক হইতে হয়না

ধার্মিক হইতে মানুষ হওন লাগে

তারপরে ইচ্ছামত ফানুস উড়া

মানুষটা তো হও আগে …

 

একসময় ভেবে চিনতে , দরদ দিয়ে লিখতাম , এখন অস্থির একটা সময়

পার করছি , আমি যেমন তেমন দেশও , সোনেলাতে ঢুঁকে নতুন লেখায় ক্লিক করে

লিখতে বসা …

৫৩৪জন ৫৩৪জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ