যত খুশি মালাউন মারো
দাও সম্প্রীতির বাণী
এসব কইয়া লাভটা কি
চোরে কি আর শুনেরে ভাই
ধর্মের কাহিনী .. ?
ধর্ম দিয়া চোখে দাও ধুলা
কথায় কথায় ধর্মের মুলা
জেনে নেরে সবই একই
ভগবান ঈশ্বর আল্লাহ ..
মানুষ হইতে ধার্মিক হইতে হয়না
ধার্মিক হইতে মানুষ হওন লাগে
তারপরে ইচ্ছামত ফানুস উড়া
মানুষটা তো হও আগে …
একসময় ভেবে চিনতে , দরদ দিয়ে লিখতাম , এখন অস্থির একটা সময়
পার করছি , আমি যেমন তেমন দেশও , সোনেলাতে ঢুঁকে নতুন লেখায় ক্লিক করে
লিখতে বসা …
১০টি মন্তব্য
আফ্রি আয়েশা
স্থিরতা চাই , আর কত 🙁
জিসান শা ইকরাম
হিংশ্রতা আর চাই না —
নীলকন্ঠ জয়
🙁 ভুক্তভুগি বলেই মন্তব্য করার কিছু পেলাম না।
খসড়া
শির নেই তাই নাম নেই।
ব্লগার সজীব
(y) (y)
মা মাটি দেশ
-{@ -{@ (y) (y) মুখে জয় কালি পড়ুক ওদৈর
মোঃ মজিবর রহমান
হায় মনুসত্য তুমি কোথায় তোমার বাড়ি কই জাগবে না আর,
হে মানুষ তোমার লজ্জা উদয়ই হবে,
আর কত বস্ত্র হরন হলে তোমার বিবেক জাগ্রত হেবে,
আর কত রক্তক্ষরন হলে তোমার কান্না পাবে,
আর কত রক্তক্ষরন হলে তোমার শুভবুদ্বির উদয় হবে?
শুন্য শুন্যালয়
খুব অস্থির ।। কিছুই ভালো লাগেনা।।
প্রিন্স মাহমুদ
আমার এখন কিছুই ভালো লাগেনা । খুব কষ্টে আছি
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ, সংখ্যালঘুদের এখন “নীরবতাই মুক্তা “এ বানী মেনে চলা ভালো। আপনার কষ্ট থাকা এ অবেলায় -{@ শুভেচ্ছা।