কোন নামে ডাকব তোমায়
কোন সম্পর্কের বাঁধনে, বাঁধা এ মন
এক যুগ ধরে বয়ে চলা সময়
যতটা ছিল বিশ্বাসের ছোঁয়ায়
ততটা ছিল দোলা চলে মায়ায়।
সত্যটা কখনো পারনি বলতে
মিথ্যার খোলসে লুকিয়ে রেখেছ নিজেকে।
দিন আসে দিন যায়
রাত শেষে প্রভাতের আলোয়
জীবন নতুনের কথা কয়
রাত্রির নিগুর অন্ধকারে
কয়েক ফোঁটা অশ্রু নক্ষত্র দেখে নেয়।
যে সূতোয় হয় না, নতুন ফোড়
মিছে মোহ মায়ায় কেন ভাব?
হবে নতুন ভোর।
নামহীন সম্পর্কের বাঁধন ছিঁড়ে
পেখম খুলে দাও প্রজাপতির ডানা মেলে।
২টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
জীবন যেমন ক্ষনিকের তেমনি জীবনের সাথে জড়ানো সবকিছুই ক্ষনস্থায়ী।
সুন্দর কথা মালা।
হালিমা আক্তার
সুন্দর বলেছ। অথচ এই ক্ষণিকের জীবনের জন্য আমাদের কতো চাওয়া পাওয়া। কতো মায়ায় জড়ানো স্মৃতি। ধন্যবাদ ও শুভকামনা রইলো।