নাজিফাহ -ভাবছিকালো বুদ্ধিজীবী হয়ে যাবো
নাজিফাহ – ভালোবাসা না পাই ,ঘৃণাতো পাবো
ভালোবাসার শূন্যস্থান ঘৃণা যদি পূরণ করে দিতে
পারে খারাপ কি ? দুটোই রদ্দিমালএপিঠওপিঠ হতে
নানান রঙের মলাটে , সাদাকালো দলীয় বিবৃতিতে
যত নির্ভুল অনুযোগ , যত অভিমান ছিল হলুদ প্রভাতে
বিদগ্ধ অনুশোচনায় – তাতে ঘুম পলাতক প্রায় রাতে
অজানা কতো ব্যথায়-সুক্ষ অনুভুতি হয়-আর ব্যথিত হৃদয়
কষ্ট-কষ্ট-বড় কষ্ট করে চিৎকার দেয় দেশদ্রোহী অপঘাতে ।
নাজিফাহ নামে আমি কিছু কবিতা লিখেছি । নামটি আমার খুব পছন্দের ।
এই নামের কাউকে আমি চিনিনা , চিনতে পারলে ভাল লাগত ।
২২টি মন্তব্য
নীলকন্ঠ জয়
ওহ ! আমি ভেবেছিলাম এটা বুঝি রোগ। কবিতা শেষে খন্ডন করে দিয়ে ভালোই করেছেন প্রিন্স ভাই।
জীবণে যেই আসুক না কেন নাজিফাহ রূপে কল্পনা করে নিবেন। ‘ন’ আদ্যক্ষরের নামের প্রতি দূর্বলতা নাকি একটু বেশীই থাকে।
অন্য কবিতার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা।
প্রিন্স মাহমুদ
আচ্ছা , ভাল থাকিবেন
জিসান শা ইকরাম
দারুণ সুন্দর একটি নাম
এবং কবিতা —-
নাফিজাহ চলুক , চলতেই থাকুক -{@
ব্লগার সজীব
জিসান ভাই , নামে ভুল করেছেন , নাজিফাহ হবে 😛
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহা
প্রিন্স মাহমুদ
এই সিরিজ কখনো বন্ধ হবেনা ।
ছাইরাছ হেলাল
বাতাসি নাজিফাহ জপ চালু থাকুক ।
ধরা পড়বেই ।
প্রিন্স মাহমুদ
হুম ।
ব্লগার সজীব
নাজিফাহ আহা কত সুন্দর নাম , নামেই তো প্রেম এসে যায় । বেশী বেশী লিখুন । বলা যায়না আমিও প্রেমে পরে যেতে পারি 😛
প্রিন্স মাহমুদ
এই নামের প্রেমে পড়েছি শুধু আমি , আর কেউ পড়বেন না ।
লীলাবতী
ইশ , নামটা কেনো নাজিফাহ রাখলাম না 🙁
প্রিন্স মাহমুদ
আচ্ছা , আপনার নাম নাজিফাহ , ঠিক আছে ?
লীলাবতী নামটিও সুন্দর , এই নামেও আমি লিখেছি হাহহাহাহাহহাহাহ
জি.মাওলা
ভাবাসা বা ঘৃণা যাই পাই
ভাল আমি তোমাকে বেসেই যাব।
ভাবাসা বা ঘৃণা এমনই একশক্তি
যা পৃথিবেকে যেমন করতে পারে
শান্তিময়
কিংবা
অশান্তির এক জায়গা।
…………………………………………। ভাল লাগল
প্রিন্স মাহমুদ
হু , ভাল থাকবেন
গুরুমিয়া
আইচ্ছা কনতো দেহি, নাজিফাহ তে কি হসন্ত আছে :p ??????????????
প্রিন্স মাহমুদ
না , নেই ।
আদিব আদ্নান
নাজিফাহ নামটি আমাদেরও ভালো লেগে গেল ।
দেখবেন টানাটানি পড়ে না যায় ।
প্রিন্স মাহমুদ
হু ভাল বলেছেন ।
আফ্রি আয়েশা
নাজিফাহ হইতে মুঞ্চায় 😛 । সুন্দর কবিতা 🙂
প্রিন্স মাহমুদ
ঈঈঈঈঈঈঈএহ!!!!!!!!! কয় কি ? আচ্ছা , ভাল থাকিবেন
বনলতা সেন
নাজিফাহ নামা চালু রাখুন ,
বেশ সুন্দর হয়েছে ।
প্রিন্স মাহমুদ
থাঙ্কু , ভাল থাকবেন ।