১.
নাজিফাহ্র সপ্নের ভেতর জ্বলেনা মোমবাতি
জ্বলে না জোনাকির চুমুভেজা আলো
আকাশের মতো গভীর অন্ধকার বাস্তবতা
নাজিফাহ্র বাসনাগুলো কবর দিয়েছে চাতকের মুখে ।
এই অবস্থা নাজিফাহ্ মেনে নিল কেন ?
অন্ধকার যখন জড়িয়ে নিল তখন
কেন সে জাপটা জাপটি করে কেন
শুয়ে থাকেনা কোন পুরুষের শিমুলতুলার বিছানায় ?
কেন নাজিফাহ্র হলোনা একাকার বুক
ঘর্মাক্ত শরীরে কেন সপ্নের ক্রুশের দাগ নেই ?
নাজিফাহ্ এসো আগের মতো ডুয়েট গাই
সাতরঙে সাজাই গোলাপের বাসর
দূর নক্ষত্রের অভিমুখে এরচেয়ে চলো
জন্ম দেই নতুন একটি মানব সন্তান ।
২.
নাজিফাহ্
তোমাকে দিলাম
আমার ১০১টা দীর্ঘশ্বাস
নাজিফাহ্
ব্রা’র ফিতের মত লুকিয়ে রেখ
আমার এই বিশ্বাস ।
আবার যখন দেখা হবে
সপ্নীল আধারে
চুমু একে পুজো দেবো
ঠোঠের মন্দিরে ।
৩.
সীমাবদ্ধ একাকীত্বে আমি অশ্রু হব
সম্মোহনের আলো ছায়ায়
তোমার না থাকা জুড়ে প্রলাপ সাজিয়ে
হৃদয়ের দ্বীপ জ্বেলে কেদে কেদে
যাবো দুরন্ত কামনা বাসনায় ।
ভালোবাসাগুলো যতনে রাখবো এশট্রেতে
কিছু ছাই মেখে , কিছু বারুদের গন্ধ মেখে ;
অবারিত সুখের দরোজা নিরন্তর চেয়ে
চেয়ে থাকবে আমার পদধুলির আশায় ।
আমি সাজিয়ে নেবো তারার শাড়িতে অথবা
জোছনার জামদানিতে স্বপ্নিল আচলের পাড়ে
তোমার ধর্ষিত আর্তনাদ অথবা যৌন চিৎকার
সা রে গা মা – র সাতটি স্কেলের প্রগাড়তায় ।
৪.
বিরহ মুছে যাক এই স্রোতস্বিনী সকালে
অনাদায়ী পাওনা পড়ে থাক গ্যাঁড়াকলে
ভালোবাসা ক্ষয়ে যাক নিবিড় বিশ্বাসে
স্থিরতায় তেলাপোকা থাকুক আশ্বাসে
৫.
নাজিফাহ্ একবার ডাকাতের মতো তোমার প্রাক্তন প্রেমিক
বুকের সেফটিপিন খুলে তোমাকে নির্দয় ভাবে
ভালবেসেছিল ; সে খবর আমি জানি ।
নাজিফাহ্ একবার ডার্করেস্টুরেন্ট এর নীল আলোয়
তুমি প্রাক্তন প্রেমিককে ঠোঁটের ওম দিয়েছিলে ।
তোমার দু’শ পঁচিশ টাকার লিপস্টিক এর সবটুকু
রঙ মেখে দিয়েছিলে তার গলায়-ঠোঠে-জিভে ।
এরপরেও কি তুমি বলবে –
তুমি পাহাড়ের মতো সবুজ ?
সমুদ্রের মতো অবিনাশী ?
ঝর্নার মতো স্বচ্ছ ?
আয়নার মতো জলটলমল ?
বেশকিছু কবিতা দিয়ে দিলাম । সোনেলায় দীর্ঘদিন অনিয়মিত ছিলাম । আশা করছি এবার নিয়মিত হব ।শুভেচ্ছা সবাইকে ।
প্রিন্স মাহমুদ
৮টি মন্তব্য
খসড়া
একগুচ্ছ কবিতা। ভাল লাগলো।
প্রিন্স মাহমুদ
;?
জিসান শা ইকরাম
নাজিফাহ্ নামটিতে একটি আলাদা মাদকতা আছে —
নাজিফাহ্কে নিয়ে লেখা কবিতাগুলো অনেক ভালো হয় -{@
প্রিন্স মাহমুদ
-{@
শুন্য শুন্যালয়
প্রিন্সকে নাজিফাহ ছাড়া যেনো মানায় না 🙂
অনেক ভালো লেগেছে কবিতাগুলো, সবচেয়ে বেশি প্রথম টা ।। -{@
নিয়মিত হবেন বলেছেন কিন্তু, মনে থাকে যেনো ।।
প্রিন্স মাহমুদ
আপনারে কি কইতাম ^:^
(3 (3 (3
নিষ্ক্রিয় নিষ্ক্রমণ
নাফিজাহ্ কে নিয়ে আরো লিখবেন কেমন?
খুব ভালো লাগে……..
প্রিন্স মাহমুদ
-:-
তোরে কইলাম না ভালো লেখকদের লেখা পর ।
আমার লেখা পড়ে সময় নষ্ট করিস না ।