সুযোগ দিলে নাজিফাহ
আমিও গড়ে তুলবো
যৌথ মূলধনী সংসার ।
যদি দাও হাজার খানেক
বছরের জন্য লীজ তোমার
হৃৎপিণ্ডের সবুজ জমিন ।
সংসার জমিন উর্বরতায় ভরে যাবে
কথা দিলাম , ভালোবাসা নামক
জৈব সারের প্রচুর উৎপাদন আমার
অস্থিরতা , অসফলতায় ।
সুযোগ দাও , দেখো , কতোটা
বিনীত বিদ্রোহী আমি । আজন্ম নিকোটিন
পিপাসায় কাতর হয়ে আছি ।
এসব কথা ছাড়ো –
যৌথ মূলধনী সংসারে রাজী হয়ে যাও
চুলের লাল ফিতা ছেড়ে দাও , কিছু অক্সিজেন
নিই । শ্বাস বন্ধ হয়ে আছে ।
লক্ষ কোটি প্রজাপতি দিয়ে
শাড়ির আঁচল বেঁধে দিবো । কথা দিলাম ।
টালবাহানা ছাড়ো , হাজারখানেক বছরেরে জন্য
লীজ চাই হৃৎপিণ্ড নামক সবুজ জমিন ।
ভয়ঙ্কর এসিড এটি , আমি তার মালিকানা চাই ।
সুদে আসলে আমি মহাবিশ্বের বাইরে
আবাসন প্রকল্প চালু করবো ।
এইচএসসির টেস্ট পরীক্ষা দিচ্ছি । একাউন্টিং পরীক্ষা । দেখলাম ৬০ এর মতো কমন এসেছে । যা কমন তারও কিছু কিছু পারছিনা ।
অনেক কষ্টে ৪০ এর মতো আনসার করলাম । পাস করার জন্য যথেষ্ট । স্যাররা খাতা জমা নিচ্ছেনা আমার । বসে বসে বোর হচ্ছি ।
তখন প্রশ্নের উপর এই কবিতা(!) লেখা হয় । আনাড়ি হাতের লেখা । যতটুকু মনে পড়ে এটাই নাজিফাহকে নিয়ে আমার প্রথম লেখা ।
–
আমাকে ফেসবুকে খুঁজে পাবেনপ্রিন্স মাহমুদ নামে
এই লিঙ্কে – https://www.facebook.com/pmahm ।
৯টি মন্তব্য
তন্দ্রা
লীজ যোথ মূলধ্বনি সংসার করে ছারিয়ে যান হোল্ডিং বিনিয়োগে আরও পুজিবাদী হন।
সব কিছুই লিজ নেন, সব আপনার হবে ভুমিখরের ব্যাবসা তো।
ভালই লাগল।
মর্তুজা হাসান সৈকত
ভালো লিখেছেন। আবেগঘন।
মা মাটি দেশ
ভাই শিখালেন প্রেমেও লীজ নেয়া যায় — (y)
শুন্য শুন্যালয়
বাহ বাচ্চা কালেই এতো সুন্দর কবিতা …নাজিফাহ জানলো না…
সুন্দর হয়েছে কবিতা (y)
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
(y)
খসড়া
😀 আবেদন মঞ্জুর করা হল।:)
জিসান শা ইকরাম
উপমা গুলো বেশ সুন্দর
ভালো লেগেছে খুব ।
লীলাবতী
নাজিফাহ হৃৎপিণ্ডের সবুজ জমিন লীজ দিয়ে দিন (y) (y) -{@
স্বপ্ন নীলা
পরীক্ষার হলে কবিতা চর্চা !! ওরে বাবা !! কি সাংঘাতিক,,,,,,,,,,,,,তবে কবিতা ভাল লেগেছে