জলে গড়া এক নদী
ধারণ করে বহন করে ,
বয়ে চলে অবিরত…
অখন্ড সমুদ্রের আমন্ত্রণে
নিয়ে উত্তাল স্রোতস্বিনী সাজ,
বন্ধনের সব মায়া ত্যাগে
বইবে কূল-ভাঙার দায়।
বাঁধা দিবে ? বেধে রাখবে ?
প্রাচীরে বাঁধা নদী ?
সেতো প্রাণহীন স্বচ্ছ জলাধার !!
নদীর বুকে গেঁথে দেয়া হিমালয় ?
আকূল-উষ্ণতায় গলে যাবে নির্বিশেষ।
নদীতে ছবি রেখো না
ইচ্ছে রঙের ফানুশ গগনে চড়ে ,
পৌঁছোয় না মহাকাশে…
এক সমুদ্র লোনা প্রেমে
বিধাতা গড়েছেন বিশালতার কারুকার্য ,
এক নদীর সমর্পণে ঈশ্বর হয়েছেন জল,
নদী হয়েছে জলের ভাস্কর্য …
৫০টি মন্তব্য
শাহরিন
আপনি অনেক গভীর কিছু হয়তো বোঝাতে চেয়েছেন যা আমি বুঝি নাই। এটা লেখার অবশ্যই সমস্যা না আমি কবিতা কম বুঝি। নদী আমার খুবই পছন্দের।
মনির হোসেন মমি
আপু আমিও আপনার দলে।কবিতার সারমর্ম হুনতে চাই।তবে আবৃত্তি করে পড়ার মত একটি কবিতা।
সাবিনা ইয়াসমিন
সারমর্ম আমাকেই দিতে হবে!!
ছাইরাছ হেলাল
আমিও আপনার মতই ভাবছি, খালি মাথার উপ্রে দিয়া যায়।
সাবিনা ইয়াসমিন
মাথার ভিতর দিয়েই যাবে, বারবার পড়ুন। পড়ায় অলসতা ভালো লক্ষণ না মহারাজ । 😒
ছাইরাছ হেলাল
অখণ্ড সমুদ্র-আমন্ত্রণে ভেসে যাব
ঐ দিগন্ত ছুঁয়ে ছুঁয়ে
চোরাবালি এড়িয়ে,
বিধাতার জল-ভাস্কর্য রয়ে যাবে
প্রেমের প্রেমে অমলিন,
প্রাণের আকুল উষ্ণতায়!
সাবিনা ইয়াসমিন
এটা ভালো হয়েছে। আর যাইহোক ফাঁকিবাজি মন্তব্য মনে হচ্ছেনা।
সাবিনা ইয়াসমিন
অনেক সহজ জিনিস সহজ করে বোঝালে লিখবো কিভাবে ? ঘুরিয়ে ফিরিয়ে সহজ ব্যাপারটি লেখার চেষ্টা করলাম। 😜
শুভ কামনা, ভালোবাসা ❤❤
সাবিনা ইয়াসমিন
ভালো, সহজ জিনিসকে কঠিন করার মাঝেই শিল্প থাকে। যেমন জিলাপী। যত শিল্প সব প্যাঁচেই আটকে যায়। 😂
সাবিনা ইয়াসমিন
@ শাহরিন ,,,এটা কবিতা হলে একটু আধটু ঠিক বুঝতেন। এটা আসলে উড়াধুরা লেখা তাই এটা না বুঝলেও সমস্যা নেই। প্রথম কমেন্ট দিয়ে আমার পোস্টের সৌন্দর্য ধরে রাখার জন্যে অনেক অনেক ভালোবাসা।
আপনার নতুন লেখাটি কবে দিচ্ছেন ?
শাহরিন
সহজ জিনিস কঠিন করার চেষ্টা চলছে 🙂
রাফি আরাফাত
জটিলতা বেশ গভীর ভাবে আকড়ে ধরছে উপরের লিখায়। হয়তো বুজেছি, হয়তো বুজতে পারিনি,কিন্তু ভালো লেগেছে।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
ভালো লাগায় ধন্য হলাম। নতুন লেখায় আপনাকে পাচ্ছিনা রাফি। কই থাকেন?
সঞ্জয় মালাকার
বাধা দিুবে? বেধে রাখবে ?
প্রাচীরে বাধা নদী ?
সেতো প্রানহীন স্বচ্ছ জলাধার !!
চমৎকার রচনাচয়ন দিদি ,
সব গুলো লাইন গভীর ভাবে আঁকড়ে ধরে ।
পড়ে খুব ভালো লাগলো দিদি। শুভ কামনা। 🌹🌹
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকুন সব সময়। শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
নদীতে ছবি রেখোনা
ইচ্ছে রঙের ফানুস গগনে চড়ে,
পোঁছোয় না মহাকাশে…..
জাস্ট অসাধারণ লিখলেন আপু।
প্রদীপ চক্রবর্তী
Prodeep chakraborty
সাবিনা ইয়াসমিন
তুমি প্রদীপ, বুঝতে পেরেছি। 😀😀
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাইজান। সব সময় এমন ভাবে অনুপ্রেরণা দিবেন, এটাই প্রত্যাশা থাকলো। শুভ কামনা অবিরত 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
গভীরতায় প্রবেশ!
নদী বহন করেছে হৃদয়ের গভীরতা।
বিধাতার মন্থনে সমুদ্র ধারণ করেছে প্রেম।
..
গভীর অনুভূতি।
ভালো লাগলো দিদি।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো। ভালো থেকো সব সময়, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
নদীও জীবনের মতো বহতাময়!!
সাবিনা ইয়াসমিন
হু, জীবন-নদী বহমান। শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
নদী বয়ে চলুক অবিরত উত্তাল স্রোতস্বিনী সাজ নিয়ে,
বাধা দিয়ে বা বেধে রাখলে তা আর নদী থাকবে না, হয়ে যাবে জলাধার।
“এক নদীর সমর্পনে ঈশ্বর হয়েছেন জল,
নদী হয়েছে জলের ভাস্কর্য ” – এই দুই লাইন লেখাটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বরফের ভাস্কর্যর কথা শুনেছি, জলের ভাস্কর্য এই প্রথম শুনলাম।
লেখাটি অনেক ভাল লেগেছে,
প্রিয়তে নিলাম।
সাবিনা ইয়াসমিন
জলের ভাস্কর্য বলতে এখানে নদীকেই বোঝানো হয়েছে। জল আছে বলেই নদী পূর্নতা পেয়েছে। জলেরই ভাস্কর্য নদী। জল দিয়ে গড়া, জলের ছন্দে চলা, জলের তাল-লয়ে নিত্ত-নূতন মূর্ছনায় বয়ে যাওয়া…
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সারাক্ষন, শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
কবিতাটি পড়ে ভাল লাগলো। আরো ভাল ভাল কবিতা চাই।
সাবিনা ইয়াসমিন
একান্ত অনুভূতিতে লেখা অ-কবিতা কে কবিতার সম্মানে ভূষিত করলেন!! ধন্যবাদ রইলো। ভালো ভালো কবিতাতো লিখতে পারবোনা, আগামীতে অ-কবিতা লিখতে গেলেও ভয় লাগবে। যদি ভালো না হয়!! 😱
ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
কবিতা এখন মাথায় ঢুকছেনা আপু। পরে আসবো ইনশাআল্লাহ।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা ভাই, সময়-সুযোগ মতো আসুন। শুভ কামনা 🌹🌹
শিরিন হক
আপু আপনার ভাবনারা যে অতল সমুদ্রের মত গভীরে তা কবিতা ভাষায় ফুটিয়ে তুলেছেন। যতই পড়ি ততই গভীর থেকে গভীরে চলে যাই। দারুন প্রকাশ
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ শিরিন। ভালো থাকুন। শুভ কামনা, ভালোবাসা 🌹🌹
মাসুদ চয়ন
নদী আর জীবন একে অপরকে বুঝতে চায়।দূরত্বটা কিছুতেই শুন্যতে গিয়ে মেলেনা।
সাবিনা ইয়াসমিন
নদী আর জীবন প্রায় কাছাকাছি। কিন্তু দুটোর গন্তব্যই ভিন্ন। জীবনের সমাপ্তি মৃত্যুতে। আর নদীর কোনো সমাপ্তি নেই। বহমান নদীর গন্তব্য সমুদ্রে, যেখানে সে নতুন করে আবারো জন্ম নেয় অন্য নদীরুপে।
আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মাসুদ চয়ন
ধন্যবাদ আপু
রেহানা বীথি
নদী আমার একলা নদী, কতকিছু সয়ে তবু বয়ে যায় আপন বেগে। দারণ লাগলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ বিথী আপু। শুভ কামনা সব সময় ❤❤
নাজমুল হুদা
আঁকছি- একটি অভাবী মুখের অঙ্গচিত্র;
এ চোখেও কাজলের অভাব
এ কানেও ঝুমকোর অভাব
এ নাকেও নোলকের অভাব
এ গালেও টোলের অভাব
এ ঠোঁটেও লালের অভাব
পুরো মুখশ্রীতে আজ
মুখোমুখি সংঘর্ষের নিদারুণ অভাব।
অভাবেই কাটছে
সূর্যোদয় থেকে সূর্যাস্ত,সূর্যাস্ত থেকে সূর্যোদয়।
বলছি- লাজুক কাব্যের খোলস ভেঙ্গে
শুনছো কি?
এ নগরে অভাব অভাব হাহাকার
শুধু তুমি দীর্ঘমেয়াদী স্পষ্টভাষী
নাগরিকা, তোমার রসালো মনোতন্ত্রের অভাব।
নাজমুল হুদা
সরি আপু, পোস্ট করতে গিয়ে কমেন্ট হয়ে গেলো
আন্তরিক দুঃখিত
সাবিনা ইয়াসমিন
হু, বুঝেছি। ভালোই হয়েছে তোমার কবিতার প্রথম পাঠক আমি হয়ে গেলাম। ☺☺
নাজমুল হুদা
হা হাহা, প্রথম পাঠক বলতে সোনেলার প্রথম পাঠিকা আপনি । কবিদের পাঠিকা কিন্তু আরো থাকতেও পারে । সেটা নিশ্চিত করা বলা সম্ভব হচ্ছে না।
সাবিনা ইয়াসমিন
আমার বিচরন সোনেলাতেই। তাই এখানের পাঠিকা আমিই হয়েছি। ☺
তৌহিদ
নদীকে কি বেঁধে রাখা যায়, স্রোতের স্বচ্ছ ধারাকে আটকিয়ে রাখা সেতো মানুষের কর্ম নয়। ইশ্বর যে ধারাকে করেছে বহমান আমি কি করে আটকাই সেসব ধারাকে?
ভালো লেগেছে কবিতাটি আপু।
সাবিনা ইয়াসমিন
সেটাই ভাই, যাকে বহমান করে তৈরি করা হয়েছে তাকে কেন আটকে দেয়া !!
দেরিতে এলেন, তবে মন্তব্য পড়ে মন খুশি হয়ে গেলো। খুব ভালো কথা বলেছেন। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ইদানিং ব্যস্ততা বেড়ে গিয়েছে আপু।
আসিফ ইকবাল
সাবিনা, বাধা দিলে বা বেঁধে রাখলে নদী আর নদী থাকেনা, হয়ে যায় যে কোন জলাশয়। গভীর উপলব্ধি।
সাবিনা ইয়াসমিন
নদী গভীর হয়, নদীকে অনুভবে নিয়ে এলে এর গভীরতাও উপলব্ধ হয়ে যায়।
ধন্যবাদ আসিফ। ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
“এখানে নদী-ও নারীর মতো কথা কয়”- বিখ্যাত গানটির একটি চরণ মনে পড়ে গেলো।
তুমিও ভালো থেকো 🙂
গোলাপ দেয়া শেখালে না 🙁
সাবিনা ইয়াসমিন
গোলাপ দেয়া শিখে কি করবেন? কত গোলাপ দিলাম, এগুলো থেকে কয়েকটা ফেরত দিলেইতো হয় 😊
সিকদার সাদ রহমান
অসাধারন! প্রতিটি অনুভূতি অসাধারন। ক্ষেত্রে বিশেষ কিছুটা কেমন জানি লেগেছে, তার পরেও অনুভূতি দারুন ছিলো!
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ সাদ 🌹🌹