নদী-জল

সাবিনা ইয়াসমিন ২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৩৫:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৫০ মন্তব্য

জলে গড়া এক নদী
ধারণ করে বহন করে ,
বয়ে চলে অবিরত…

অখন্ড সমুদ্রের আমন্ত্রণে
নিয়ে উত্তাল স্রোতস্বিনী সাজ,
বন্ধনের সব মায়া ত্যাগে
বইবে কূল-ভাঙার দায়।

বাঁধা দিবে ? বেধে রাখবে ?
প্রাচীরে বাঁধা নদী ?
সেতো প্রাণহীন স্বচ্ছ জলাধার !!

নদীর বুকে গেঁথে দেয়া হিমালয় ?
আকূল-উষ্ণতায় গলে যাবে নির্বিশেষ।
নদীতে ছবি রেখো না
ইচ্ছে রঙের ফানুশ গগনে চড়ে ,
পৌঁছোয় না মহাকাশে…

এক সমুদ্র লোনা প্রেমে
বিধাতা গড়েছেন বিশালতার কারুকার্য ,
এক নদীর সমর্পণে ঈশ্বর হয়েছেন জল,

নদী হয়েছে জলের ভাস্কর্য …

৩৪৪৭জন ২৯৪৬জন
0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ