নতুন সম্পর্ক

সুরাইয়া নার্গিস ৭ মে ২০২০, বৃহস্পতিবার, ০৬:০৮:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না…..

তাকে এমন ভাবে বিদায় দাও, যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে….. আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তবে তাকেও ফুরফুর করে গ্রহন করো না…. সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে…..

 

হুট করে চলে আসা কেউ ফুরুৎ করে ঊড়ে চলে যায়….. একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করে নিতে হয়, তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয়….. এতে করে তুমি যেমন ভবনটা নির্মান করতে পারবে কিনা সেটা বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও তুমি ধরতে পারবে।

৫৭১জন ৪৬১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ