কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না…..
তাকে এমন ভাবে বিদায় দাও, যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে….. আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তবে তাকেও ফুরফুর করে গ্রহন করো না…. সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে…..
হুট করে চলে আসা কেউ ফুরুৎ করে ঊড়ে চলে যায়….. একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করে নিতে হয়, তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয়….. এতে করে তুমি যেমন ভবনটা নির্মান করতে পারবে কিনা সেটা বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও তুমি ধরতে পারবে।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ সুন্দর বলেছেন তো। ধন্যবাদ আপনাকে। সম্পর্ক গড়ার ফর্মূলা টা ভালো লেগেছে। শুভ কামনা রইলো
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দিদি ভাই।
কথাগুলো বাস্তব হঠাৎ করে জীবনে আসা মানুষ গুলো হঠাৎ করেই চলে যায়।
হয়ত হারিয়ে কষ্ট হয় তবু কিছু করার থাকে না, একটু সতর্ক হলে কষ্ট পেতে হয় না।
ভালো থাকবেন দিদি ভাই।
শুভ কামনা রইল।
সুপায়ন বড়ুয়া
“একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করে নিতে হয়, তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয়…”
একদম খাঁটি কথা।
সকল পরীক্ষায় উত্তীন্ন হতে হয়
নাহলে হৃদয়ে স্থান নয়।
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল দাদা।
একদম তাই “সকল পরীক্ষায় উত্তীন্ন হতে হয়, না হলে হৃদয়ে স্থান নয়” আমরা বার বার সম্পর্ক নির্বাচনে কিছু ভুল করি পরিনাম কান্না।
একটা সতর্ক থাকলে সম্পর্ক অটুট থাকে।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল দাদা।
ছাইরাছ হেলাল
আলিফ ভাই, কুড়ে ঘর বানাতে হলে কী কী করতে হবে!!
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। ভাইয়া আপনি এতো মজার কথা কিভাবে খুঁজে পান?
ছাইরাছ হেলাল
আমি তো শুধু শিক্ষানবিস মাত্র!
সুরাইয়া নার্গিস
হা হা হা হা.. কুঁড়ে ঘর বানাতেও অবশ্যই মাটি,স্থান নির্বাচন করা আসল বিষয়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ উদাহরণ তো
ভালো লিখেছেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
আপনার সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল আপু।
ফয়জুল মহী
মননশীল অভিব্যক্তি । পড়ে অভিভূত হলাম
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
আপনার সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল ভাইয়া।
আরজু মুক্তা
খাঁটি কথা।
নিজেকে মহামূল্যবান মনে করতে হবে
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
আপনার সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল আপু।
তৌহিদ
যে যাবার সে যাবেই, যে ভালোবেসে থাকবে তাকেই আঁকড়ে ধরতে হয়। চমৎকার লিখেছেন আপু। শুভকামনা সবসময়।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
ভালো বলছেন ভাইয়া, কাউকে তো বিশ্বাস করতেই হবে তাই একটু যাচাই করে নেওয়া উচিত।
আপনার সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল ভাইয়া।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু।
শামীম চৌধুরী
আপু
একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করে নিতে হয়, কথার সাথে একমত। তবে সেটা পরীক্ষার করার জন্য বিশেষ যন্ত্রাদি আছে। মানুষকে কিভাবে পরীক্ষা করা যায়? কথাগুলি উপদেশমূলক। ভালো লাগলো।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইজান।
আপনাদের মতো গুনিজনের মন্তব্য দেখে আপ্লুত হলাম, দোয়া রাখবেন।
ভালো থাকবেন।
শুভ কামনা রইল।
হালিম নজরুল
মধময় হলে কুড়েঘরও ভাল। সবার তেমন একটা কুড়েঘর হোক।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
আমিও কুড়ে ঘরেই সুখি রাজপ্রাসাদ চাই না, তবে কুড়ে ঘরে যদি সুখ থাকে। আপনার সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল ভাইয়া
ইঞ্জা
অকাট্য সত্য বলেছেন আপু, ধন্যবাদ লেখাটির জন্য।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইজান।
কথাগুলো বাস্তব হঠাৎ করে জীবনে আসা মানুষ গুলো হঠাৎ করেই চলে যায়।
হয়ত হারিয়ে কষ্ট হয় তবু কিছু করার থাকে না, একটু সতর্ক হলে কষ্ট পেতে হয় না।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল ভাইয়া।
ইঞ্জা
অতি সত্য বলেছেন আপু।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।