যত দিন যাচ্ছে ততই
নতুন নতুন অনেক কিছু দেখছি
অনেক কিছু শিখছি
কোনটার অভিজ্ঞতা একটু ভালো
কোনটার অভিজ্ঞতা অতিরিক্ত খারাপ।
ভাল মন্দ দুটি মিলেই পরিবেশ
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে
সবকিছুতেই ভালর পরিবর্তে
সকলের অজান্তেই
মন্দটাই তৈরি হয়ে যাচ্ছে
নিজেদের ভিন্ন রুপধরমি এক বিক্ষুতে স্বভাব।
১৫টি মন্তব্য
আদিব আদ্নান
আপনার পর্যবেক্ষনের সাথে সহমত প্রকাশ করছি ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ
খসড়া
আপনার ছড়া পড়ে আমরা ও নতুন নতুন অনেক শিখছি। হ্যাপি ব্লগিং।
আমার স্বপ্ন ও মনের কথা
(y)
লীলাবতী
সঠিক বলেছেন ভাইয়া ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ
আমি আপু বলছিলাম।
নিশিথের নিশাচর
সঠিক কথা সব কিছু নতুন শিখছি।
আমার স্বপ্ন ও মনের কথা
হ্যাঁ অনেক কিছুই।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
হ্যা আজকাল সবকিছুতেই অসুন্দর এসে যাচ্ছে
ভালো পর্যবেক্ষণ ।
শুভকামনা ।
আমার স্বপ্ন ও মনের কথা
আপনাকেও ধন্যবাদ………।।
আমার স্বপ্ন ও মনের কথা
আপনার জন্য ও শুভকামনা রইলো।
বনলতা সেন
হ্যা আমরা বিভ্রান্তিময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ।
প্রথম লিখলেন ।
আমার স্বপ্ন ও মনের কথা
এই বিভ্রান্তিময় সময়ের কি কোন প্রতিকার নাই?
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে , এখানে লেখার জন্য ।
আমারা আসলেই অস্থির সময় পার করছি ।
নিয়মিত লিখুন ।
আমার স্বপ্ন ও মনের কথা
আপনাকেও অভিনন্দন। এই অস্থির সময়ের কারনে আজ নিজেকেও অনেক অস্থির মনে হয়।