বেশকিছু দিন ধরে চেষ্টা করছিলাম এই ব্লগে রেজিঃ করে ব্লগিং শুরু করবো। কিন্তু কি আজব! রেজিঃ করতে পারছিলাম না। তবে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেজিঃ করতে পেরেছি সফলভাবে। ধন্যবাদ জিসান ভাইকে। 🙂
দেখি এইবার বলেন তো, এইটা কার নিক?
যিনি বলতে পারবেন (জিসান ভাই ছাড়া) তার জন্য পুরষ্কার আছে। 😀
তবে আপাতত চলে যাওয়ার আগে ২ লাইনের (!) একটি কবিতা লেখার অপচেষ্টা করে যাই।
“যদি তুমি বলো একরাশ বেদনা এসে তোমাকে নিঃশেষ করে দিয়ে যাবে
তারপর ও সেই বেদনা ক্ষণ আমি দূরে ঠেলে দিবো!”
ভাল থাকবেন সবাই।
২০টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
আশা করছি সাথেই থাকবেন
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
অবশ্যই 🙂
ছাইরাছ হেলাল
ধাঁ ধাঁ এর উত্তর দিতে অপরাগ ।
তবে নূতন যখন আপনি বলেছেন তখন আপনি এখানে স্বাগত ।
লাইন দু’টি কিন্তু চমৎকার , তা অবলীলায় স্বীকার করছি ।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
কেমন আছেন হেলাল ভাই?
ধন্যবাদ আপনাকে
তন্দ্রা
চলেই যখন এলেন,
থেকেই যান আপনার কিছু লেখা পড়ার সুযোগ দিন।
স্বাগতম।
এক্কেবারে সঠিক উত্তর আপনার নিক।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
এই নিকটা বাংলার হিরো অনন্ত জলিলের :p
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
হা হা হা হা
ঢাকার পোলা, ঢাকার পোলা আমি ভেরি ভেরি Smart 😀
ছাইরাছ হেলাল
Mahbubur Rashid !
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
;? ;?
কিভাবে বুঝলেন?
আপনার জন্য -{@ -{@ -{@
ছাইরাছ হেলাল
বুড়োদের বাড়তি কিছু সুবিধে থাকেই ।
আপনাকে এখানে পেয়ে সত্যি ভাল লাগল ।
পৃথিবীটা আসলেই ছোট , হাত বাড়ালেই ছুয়ে ফেলা যায় অনেক কিছু ।
তা নিকটির এমন ছিরি হল কেন ? নিজের নামটি ই তো অনেক সুন্দর ।
নিয়মিত উঁকি-ঝুঁকি দিলে কথার ছলে আলাপ হবে মনের আনন্দে ।
স্বপ্ন নীলা
ব্লগে স্বাগতম,,,,,,,,,,,,কবিতার লাইনগুলো সত্যিই চমৎকার
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ আপনাকে
ভাল থাকবেন
নীলকন্ঠ জয়
সোনেলায় স্বাগতম। -{@ -{@
আপনি মাহবুবুর রশিদ।।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ
-{@ -{@
তন্দ্রা
উত্তরের পুরুস্কার বা শাস্তির কোন ব্যাবস্থা নাই, ভাই।
শুন্য শুন্যালয়
স্বাগতম সোনেলা দুনিয়ায়. -{@
আপনি মাহবুবুর রশিদ , এইবার পুরস্কার দিন.
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
ধন্যবাদ আপনাকে
-{@ -{@ এই ২ টা ফুল আপনার জন্য
জিসান শা ইকরাম
আমি কিন্তু কই নাই কাউরে ।
সোনেলায় ফুলেল শুভেচ্ছা
খসড়া
স্বাগতম।