নতুন এসেছি এই ব্লগে

ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ ৪ ডিসেম্বর ২০১৩, বুধবার, ১০:৫৮:৫৪পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

 

বেশকিছু দিন ধরে চেষ্টা করছিলাম এই ব্লগে রেজিঃ করে ব্লগিং শুরু করবো। কিন্তু কি আজব! রেজিঃ করতে পারছিলাম না। তবে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেজিঃ করতে পেরেছি সফলভাবে। ধন্যবাদ জিসান ভাইকে। 🙂

দেখি এইবার বলেন তো, এইটা কার নিক?

যিনি বলতে পারবেন (জিসান ভাই ছাড়া) তার জন্য পুরষ্কার আছে। 😀

 

তবে আপাতত চলে যাওয়ার আগে ২ লাইনের (!) একটি কবিতা লেখার অপচেষ্টা করে যাই।

“যদি তুমি বলো একরাশ বেদনা এসে তোমাকে নিঃশেষ করে দিয়ে যাবে

তারপর ও সেই বেদনা ক্ষণ আমি দূরে ঠেলে দিবো!”

 

ভাল থাকবেন সবাই।

 

 

৫৩০জন ৫৩০জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ