সুধীবৃন্ধ,
আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা এক ক্রান্তিকাল অতিক্রম করতেছে। এই ক্রান্তিকালকে অতিক্রম করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিতে, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে, দেশে গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে, দেশকে রাজাকার ও চাটুকার মুক্ত রাখতে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করে সোনার বাংলা গড়তে দেশে একটা শক্তিশালী বিরোধী দল সময়ের দাবী বলেই আমি মনে করি। তাই বঙ্গবন্ধুর বাংলার দেশপ্রেমী, স্বাধীনতায় বিশ্বাসী সকলের নিকট আকুল আবেদন সময় শেষ হওয়ার পূর্বেই সোনার বাংলা গড়তে একটি দল গঠন করে এখনই ২০১৯ সালের নির্বাচনে অংশ গ্রহনের জন্য প্রস্তুতি নিন।
স্বাধীনতায় বিশ্বাসী দেশপ্রেমী কেউ চাইবে না ৫ই জানুয়ারীর ন্যায় বিএনপি নির্ভর আরেকটা নির্বাচন হউক এবং নির্বাচন উত্তর কেউ নির্বাচনের প্রতি অঙ্গুলি উঠাক। বিএনপি জামাত দেশদ্রোহীদেরকে নিচিহ্ন করে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরের জন্য গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী স্বজনদের নিয়ে এখনই একটা দল গঠন করে ২০১৯ সালের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য আওয়ামীলীগ বিরোধী দল হবে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ত, মুক্তিযুদ্ধ ও দেশ বিরোধী বা বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী নয়।
কে আছেন নতুন প্রজন্মকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেয়ার??????
দাদু ভাই
১৬/০৮/২০১৫।
৩৫টি মন্তব্য
ব্লগার সজীব
শক্তিশালী একটি বিরোধী দল আসলেই প্রয়োজন এই মুহুর্তে।যে দলে স্বাধীনতা বিরোধী শক্তি থাকবেনা।তবে দুঃখের বিষয় এই এমন কোন দল এই মুহুর্তে নেই,যা সত্যিকার অর্থে বিরোধীদল হতে পারে।
দাদু ভাই
বর্তমান প্রজন্মকে এগিয়ে আসতে হবে এ শূণ্যতাকে পূরণ করতে। আর এটা করতে পারলেই জামাত বিএনপি থেকে দেশ মুক্তি পাবে।
আজিম
‘দেশে গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে’- এসব অব্যাহত রাখা; মানে এসব আছেই দেশে। তবে আর কেন নতুন দল দরকার?
দাদু ভাই
নির্বাচন করতে এবং সরকারের ভুলত্রুটি দেখার জন্য একটা দল প্রয়োজন।
আজিম
তাহলে নির্বাচনে অংশ নেয়ার দরকার কী?
নাকি এটা ক্ষমতার হালুয়ারুটির ভাগ নেয়ার কুটকৌশল কোন!
দাদু ভাই
ক্ষমতায় যেই থাকুক তার গঠন মূলক সমালোচনা এবং শক্তভাবে প্রতিবাদ করার জন্য একটা শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন আছে। তাই হালুয়া রুটির কোন সুযোগ থাকবে না।
আজিম
শক্তভাবে সামাজিকভাবে প্রতিবাদ করুন, করতেই থাকুন। এভাবেই ধীরে ধীরে একটা শক্তি সৃষ্টি হয়ে যাবে। সেই শক্তির শুধুমাত্র প্রদর্শনীতেই তো সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। রাজনৈতিক দল করে ক্ষমতায় যেতে হবে কেন?
নীতেশ বড়ুয়া
দাদু ভাই, সময় আর অভিজ্ঞতার দাবীতে আপনারা ঢের প্রজ্ঞাবান আমার চাইতে।
তবে ২০১৯ কেন, ২০৫০ এও নতুন কোন দল নির্বাচনে আসবে না। এ দেশে যতদিন ধর্মবাদী জামাত পন্থী বিনএপি ঘরানার মুক্তিযুদ্ধবিরোধী মনোভাবাপন্ন অস্তিত্ব আছে ততোদিন নতুন করে রাজনৈতিক প্রজন্ম গড়ে ইয়ঠবে না কারণ মুক্তিযুদ্ধপন্থি রাজনৈতিক দল মানেই বর্তমানে আওয়ামীলীগ এবং আপাত ভবিষ্যতেও তাই।
নেতা তৈরী করা যায় না, জন্ম নেয়-
এ দেশের ভবিষ্যতে দেশেপন্থী রাজনৈতিক গড়ে তোলার জন্যে এই আওয়ামীলীগ সরকারকেই ভূমিকা নিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা হতে শিক্ষা ব্যবস্থা সহ সকল কিছুতেই এই বীজ রোপণ করতে হবে তা না হলে আমরা ভ্রান্ত প্রজন্ম পেয়েই যাবো একের পর এক।
বর্তমান প্রজন্মের কথা বলছেন? বর্তমান প্রজন্ম সামাজিক যোগাযো মাধ্যমের জনপ্রিয়তার মোহে পড়েছে, জনপ্রিয়তার লোভে বিবেক বিসর্জন দিয়ে ভন্ডামিকে জায়গা দিয়েছে ইতোমধ্যেই। এই প্রজন্ম এখন অনলাইনের মোহে ভ্রান্ত। কার নিবেন বলেন দাদু ভাই? সবাই এখন এই মোহে মোহাবিষ্ট হয়ে বিবেক হারিয়েছে, হারাচ্ছে।
আমাদের অপেক্ষা করতে হবে।
দাদু ভাই
যদি এখন থেকেই চেষ্টা না কর তা হলে আগামী ১০০ পরেও একই জায়গায় রয়ে যাইবা। তাই তোমাদেরকেই দায়িত্ব নিয়ে সংঘটিত হতে হবে।
নীতেশ বড়ুয়া
দাদু ভাই, ই চেষ্টা করতে গিয়ে এখন ফেসবুক ছাড়তে হলো ক্ষভে, ঘৃণায় আর লজ্জায়…
দাদু ভাই
সেটা তোমার অভিমান। আস কাঁধে কাঁধ মিলিয়ে সামনে অগ্রসর হই।
নীতেশ বড়ুয়া
দাদু ভাই, এই ফেসবুকের কোথাও না থেকেও প্রজন্ম গড়ার লক্ষে আছি… কিছু বাচ্চা নিয়ে আছি… 😀
শুন্য শুন্যালয়
আওয়ামীলীগ কেই বা কি করে এখন দেশবিরোধীমুক্ত মনে হয় দাদু ভাই? যদি সত্যিকারভাবে বঙ্গবন্ধুর আদর্শে সবাই দেশ গড়তো, তবে সবাই নিজের কথা না ভেবে আগে দেশের কথা ভাবতো।
নতুন একটি নয়, এখন দুটো দল চাই।
দাদু ভাই
প্রথম বাক্য আলোচনার দাবী রাখে। আর দ্বিতীয় বাক্যের বেলায় বলব একাধীক দল হলেও কোন অসুবিধা নেই তবে হতে হবে সদেশ প্রেমী। আমাদের মধ্যে দেশ প্রেমের খুবই অভাব।
ইমন
দাদু ভাই
ফ্লপ আইডিয়া। আমি আউয়ামিলীগ, বিএনপি সহ যেসব প্রগতিশীল দল আছে সেসব পুনরর্ঠনের কাজে আগ্রহী। যা আছে তাই মেরামত করে কাজ করাটা ভালো না!
দাদু ভাই
আপনার ভাবনাকে সাধুবাদ জানাই। কারণ আমার সাথে আপনার মতের মিল হতেই হবে এমনতো কথা নেই। তবে আলোচনার মাধ্যমে একটা সুরাহা হতে পারে সে বিশ্বাস আমার আছে। ধন্যবাদ পড়ে মূল্যবান মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।
লীলাবতী
ভালো প্রস্তাব।দাদু ভাইকে এখানে দেখে ভালো লাগলো।
দাদু ভাই
সময় পাইনা লীলাবতী তাই আসিনা। আর আসিনা বলে জিসান ভাই নাখোশ :p
লীলাবতী
নাখোশ তো হবেনই।আপনার মত সিনিয়র ভাই থাকলে আমরাও ছায়া পাই আরেটি বিবেচনা করবেন আশাকরি 🙂 বট বৃক্ষ দরকার আছে -{@
নীতেশ বড়ুয়া
দাদু ভাইরে সিনিয়র বানায়া দিলেন??? উনি তো একই বয়সী বন্ধু!!! @ ভত্তাবতী লীলাপু
;?
দাদু ভাই
:D)
নীতেশ বড়ুয়া
😀 \|/ :D) 😀
লীলাবতী
আমার থেকে অনেক বড় হবেন উনি 🙂 নামই তো দাদু ভাই 😀
নীতেশ বড়ুয়া
উনি মাত্রই ১৬+ দাদু ভাই :D)
দাদু ভাই
সিনিয়র হইলাম কেমনে? মাত্রতো একুশে পা রাখলাম 😛
নীতেশ বড়ুয়া
বলেছিলাম না 😉 দাদু ভাই হচ্ছেন সবার সমবয়েসী \|/
কৃন্তনিকা
রাজনীতি বুঝি না, তবে বুঝি দেশপ্রেমিক রাজনীতিবিদ দরকার, যার এখন অনেক অভাব…
কি করলে ভালো হবে বা না হবে- তা বোঝার দূরদর্শিতা আমার নেই। তবে চাই দেশ কীটমুক্ত হোক, কীটে কীটে ভরে গেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা… 🙁
দাদু ভাই
এজন্যই যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
নীলাঞ্জনা নীলা
আমি ইমনের সাথে একমত। দল পুনর্গঠন হওয়া দরকার। নতূন যে দলই আসুক না কেন, সেই আবার একই।
ওই যে কথায় আছে “লঙ্কায় যে যায়, সে-ই হয় রাবণ।” বরং যে রাবণ আছে তাদেরকে সরিয়ে ওই লঙ্কা থেকেই কোনো বিভীষণকে নিয়ে আসা। এটা আমার মত।
আর দাদুভাইকে স্বাগতম অনেক কাল পর ব্লগে আসার জন্য। -{@
দাদু ভাই
দল পূনর্গঠন কে করবে আর কে করবে না সেটা তাদের নিজস্ব বিষয়। আমি বলছি চরিচত্রবান দেশপ্রেমীকদের একটি রাজনৈতিক সংগঠন এই মূহুর্তে খুবই জরুরী।
সীমান্ত উন্মাদ
দাদু ভাই উন্মাদ হাজির আছি, কিন্তু আপনি নেতৃত্ব না দিলে আমি নাই, দাদু ভাই। রেজিট্রেশন ফি না হয় যোগার করা গেল কিন্তু দেশ ব্যাপি প্রচারনা চালাবার কর্পোরেট স্পন্সর কে দিব? আশাকরি কি বলতে চাইছি হিউমারটা বুঝে গেছেন। কোন এক বোদ্ধা বলেছিলেন আগে তোমার যা আছে তা সংস্কার করো, তারপর নতুন ভেবো। মাহমুদুর রহমান মান্নার মত দল হইলে কিন্তু খেলুম না। দল বানাইতে যারা বলেনঃ বাংলাদেশের সর্বচ্চ বিদ্যাপিঠে দুইচারটা লাশ না হয় পড়বে তাতে কি করা যাবে!!। তবে আপনার প্রস্তাবনায় শতভাগ সহমত না হলেও এইটুকুই বলতে পারি যে মেরুদন্ডহীন জাপা (এরশাদের) চাইতে কিছু একটা শক্তিশালী দল দরকার। আর জামায়াতপন্থী বিএনপির কথা আর কি কমু দাদু, ঘষেটি বেগমের রাজনীতি বোঝা যে বড় দায় হয়ে গেছে? যেন দুধের শিশু কথা বলা চেষ্টা করছে আর বড়রা ওলেবাবা ওলেবাবা বলছে।
আমি রাজনীতিবিদ না, তবুও এইটুকু বুঝি যে নতুন দল নয় আপনার আমার মত সাধারন মানুষের সোচ্চার হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। তবেই আসবে বঙ্গবন্ধুর আদর্শের দেশ।
শুভকামনা নিরন্তর আপনার জন্য।
দাদু ভাই
//রেজিট্রেশন ফি না হয় যোগার করা গেল কিন্তু দেশ ব্যাপি প্রচারনা চালাবার কর্পোরেট স্পন্সর কে দিব? আশাকরি কি বলতে চাইছি হিউমারটা বুঝে গেছেন।\\
হ্যাঁ না বুঝার কিছুই নেই। আজকের দিনে যোগাযোগের জন্য কষ্ট করে দুর্গম পথ পাড়ি দিতে হয় না। হয় না একটি চিঠি লিখে মাসাধিক কাল অপেক্ষা করতে উত্তরের জন্য। মুঠোফোন আর পিসি সহজেই যোগাযোগ করে দেয়। বাকী জনসংযোগ, এটাও হয়ে যাবে যদি আপনারা পাড়ায় মহল্লায় ছোট ছোট সংগঠন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেন তাহলে সহরাওয়ার্দি সাহেবের মত কেউ না কেউ এগিয়ে আসবেনই।
//আমি রাজনীতিবিদ না, তবুও এইটুকু বুঝি যে নতুন দল নয় আপনার আমার মত সাধারন মানুষের সোচ্চার হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। তবেই আসবে বঙ্গবন্ধুর আদর্শের দেশ।\\
একা একা সোচ্চার হয়ে টিকে থাকা যাবে না তাই সংগঠিত হওয়া প্রয়োজন। একা প্রতিবাদ করতে গেলে কেউ ফিরেও তাকাবে না। আর কোন সমস্যা হলে সমাধানও একা করা যাবে না। তাই সংগঠনের প্রয়োজন।
মেহেরী তাজ
রাজনীতি ভালো বুঝি না। তবে দেশের ভালোর জন্য যার যার স্থান থেকে ভালো কিছু করা চাই। সেটা হোক কোন নতুন দল গঠন কিংবা পুরাতন গুলোকে পূনর গঠন।
আবু খায়ের আনিছ
আমার ব্যাক্তিগত ভাবনায় আমি একটুকু বলতে পারি এই বিএনপি বা আওয়ামী লীগ এর বাইরে একটা নতুন দল আসুক যারা এই দেশের জন্য কাজ করবে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই দুই দলের বৃত্ত থেকে বের হয়ে আসুক এটাই আশা করি।
জিসান শা ইকরাম
দাদু ভাইকে দেখে ভালো লাগলো।
পোষ্টের সাথে সহমত পোষন করছি।