নগর জীবন স্তব্ধ
তুমি আমিও নিস্তব্ধ।
মানবতা আজ লুণ্ঠিত
তুমি আমি তাই কুন্ঠিত ।
ভালবাসার দুয়ার এখানে বন্ধ
তোমার আমার নয়ন জুগল অন্ধ।
ভালবাসাটা প্রকাশ পাচ্ছে ঘৃনায়
সুর বাজেনা তোমার আমার বিনায়।
সবার কাছে তারাই শুধু ত্রাস
গড়ছে যারা নানা রুপের সন্ত্রাস।
তোমার আমার সপ্নগুলো
আজ যে পরাজিত,
জীবন নিয়ে আমরা সবাই
ভীষন রকম ভীত।
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
এই সন্ত্রাস ভালো লাগেনা
চরম ঘৃনা এই সন্ত্রাসকে।
ভালো লিখেছেন।
নীলকন্ঠ জয়
এমন বাংলাদেশ তো চাই নি আমরা। কি হচ্ছে এসব? কিচ্ছু ভালো লাগেনা।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর লেখা ..
..ভালবাসার দুয়ার এখানে বন্ধ
তোমার আমার নয়ন জুগল অন্ধ। দারুন (y)