নগরে তুমি আমি…

সীমান্ত উন্মাদ ১৪ ডিসেম্বর ২০১৩, শনিবার, ০৮:০৮:৪৩অপরাহ্ন বিবিধ ৩ মন্তব্য

নগর জীবন স্তব্ধ
তুমি আমিও নিস্তব্ধ।
মানবতা আজ লুণ্ঠিত
তুমি আমি তাই কুন্ঠিত ।

ভালবাসার দুয়ার এখানে বন্ধ
তোমার আমার নয়ন জুগল অন্ধ।
ভালবাসাটা প্রকাশ পাচ্ছে ঘৃনায়
সুর বাজেনা তোমার আমার বিনায়।

সবার কাছে তারাই শুধু ত্রাস
গড়ছে যারা নানা রুপের সন্ত্রাস।
তোমার আমার সপ্নগুলো
আজ যে পরাজিত,
জীবন নিয়ে আমরা সবাই
ভীষন রকম ভীত।

৪৯৮জন ৪৯৮জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ