ধ্রুপদী বাঁশিওয়ালা

ছাইরাছ হেলাল ১১ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১০:২৩:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮৯ মন্তব্য

চাই শিল্পসম্মত নিরাপদ ভালোবাসা, ধমকা-ধ্মকি, রাম চিমট ও নখর বিহীন উষ্ণ ভালোবাসা। ছলার কলা বিহীন এক চিমটি সাদামাটা ভালোবাসা, অমৃতের অমরত্ব চাই না অসম্ভব সমুদ্র মন্থনে।
রক্ত-কুয়াশার বোধ এড়িয়ে।

তীর্থের কাক, চাতক অপেক্ষা হয়ে থাকুক নিপাতনে সন্ধি। সহস্রাব্দের কাল ঘেঁষে নির্বাসনে থাকি, বিশ্বাসের চোরাবালিতে ফেলে রেখে কোথায় হারালে, কোন সে দূরে? এঁকে দেয়া এয়োতির তিলক মুছে ফেলে পাহাড়ের দেশে কেন পাঠালে আমায় ছায়াপথে একাকীর ভিড়ে। ওগো রাগী আহ্লাদী তন্বী ধ্রুপদী বাঁশিওয়ালা ঘুর পথের চোরা কোন গলিপথে সামান্য সময়ের জন্য হলেও ফিরিয়ে নিতে পারতে,
এখানে যে নিথর তপ্ত বৈশাখী শূন্যতার অবিরাম কোলাহল।

চিত্রাঙ্গদা, তোমাকেই বলছি।

৪৭১জন ৪৭১জন
0 Shares

৮৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ