এখন এই শহরে বর্ষা আসেনা, কাঁদা জলে কৃষাণী ইশারায় হাসে না। এখন শহরে যুদ্ধ যুদ্ধ গন্ধ করে, কুকুরকে ছুঁড়ে দেয়া বাসি রুটি হয়ে গেছে বুলেট, লোডেড পিস্তল মুখরিত স্বরে তাড়া করে সুবোধ’কে
সুবোধ পালিয়ে গেলে দাঁতালো কুকুরগুলো আবারো
নেমে পড়ে রাস্তায়, বাসি রুটি বুলেট হয়ে যায়
বুলেট – লাল রক্তে সাঁতরায়।
এখন এখানে প্রেম-পত্র পার্কে পার্কে জমা হয়
গাছে গাছে পাখিদের তাড়িয়ে পাখির মতো ওদের
অভিনয়।
এখন শহরে বৃষ্টি নেমে এলে বিষন্ন লাগে,
মনে হয় চেপে ধরি আকাশের গলা, শালা
দূর হ! লাথি মেরে তাড়িয়ে দিতে ইচ্ছে হয়।
ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেখানে ঝলসানো রুটি
সেখানে বৃষ্টি!!
সুবোধ পালিয়ে গেলো, শহরের ফুলগুলো
ডুব দিলো কলঙ্ক জলে, একদল বলে –
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
আমি হাসি, সুবোধ হাসে;
শহরময় ছড়িয়ে পড়ে আমাদের অট্টহাসি।
৪টি মন্তব্য
নিতাই বাবু
দারুণ একটা কবিতা। পাঠে মুগ্ধ হলাম! লেখকের জন্য শুভকামনা থাকলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ নিতাই দা।
হালিমা আক্তার
কি অসাধারণ কবিতা। অল্প কথায় ঘুণে ধরা সমাজের নির্মম চিত্র। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।