ধূসর দিগন্ত

সুরাইয়া পারভীন ৮ জুন ২০২০, সোমবার, ১২:৫৩:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

ম্রিয়মান রাত শেষে;
আবার আসবে শিশির সিক্ত ভোর।
নাঙা পায়ে স্বচ্ছ শিশির যুক্ত দুর্বাঘাস মাড়িয়ে,
হেঁটে যাবো দূর বহুদূর…

মন ভেজাবো নীলাকাশের নীলে,
শরীর ভেজাবো সমুদ্রের সফেন জলে।
হাওয়ায় উড়বো, হাওয়ায় ভাসবো
জলীয়বাষ্প হয়ে পৌঁছে যাবো অসীমে।
মুক্ত হবো, মুক্তি পাবো নিঃশর্তে।

এমন মাহেন্দ্রক্ষণের-
অপেক্ষায় কাটবে বলো আর কতোকাল?
আর কতোকাল থাকবো বসে-
ধূসর দিগন্তের পথে চেয়ে?

 

৬৩২জন ৫১৫জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ