ম্রিয়মান রাত শেষে;
আবার আসবে শিশির সিক্ত ভোর।
নাঙা পায়ে স্বচ্ছ শিশির যুক্ত দুর্বাঘাস মাড়িয়ে,
হেঁটে যাবো দূর বহুদূর…
মন ভেজাবো নীলাকাশের নীলে,
শরীর ভেজাবো সমুদ্রের সফেন জলে।
হাওয়ায় উড়বো, হাওয়ায় ভাসবো
জলীয়বাষ্প হয়ে পৌঁছে যাবো অসীমে।
মুক্ত হবো, মুক্তি পাবো নিঃশর্তে।
এমন মাহেন্দ্রক্ষণের-
অপেক্ষায় কাটবে বলো আর কতোকাল?
আর কতোকাল থাকবো বসে-
ধূসর দিগন্তের পথে চেয়ে?
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর ছাড়া আর কেউ জানে না সেই মাহেন্দ্রক্ষণ কখন আসবে। আমরাও অপেক্ষায় আছি সেই ক্ষণ , সময়ের। খুব ভালো হয়েছে কবিতা। নিরন্তর শুভকামনা
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
সাবিনা ইয়াসমিন
মন ভেজাবো নীলাকাশের নীলে,
শরীর ভেজাবো সমুদ্রের সফেন জলে।
হাওয়ায় উড়বো, হাওয়ায় ভাসবো
জলীয়বাষ্প হয়ে পৌঁছে যাবো অসীমে।
মুক্ত হবো, মুক্তি পাবো নিঃশর্তে।….
মন ছুঁয়ে গেলো… নিকট অতীতে যা ছিলো সুখ-স্বপ্ন আজ সেসব কিছুকেই অলীক মনে হয়। মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে কবে উড়বো? মুক্তির পথ কবে হবে উন্মুক্ত? জানা নেই.. জানি না।
কবিতায় ভালোবাসা ❤❤
সুরাইয়া পারভীন
এতো সুন্দর মন্তব্যের জবাব দিতে অপারগ হলেও রাশি রাশি ভালোবাসা দিতেই পারি অনায়াসে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন মিষ্টি আপু (১)❤❤❤
পার্থ সারথি পোদ্দার
অসাধারণ এক আবেদন সৃষ্টি করল কবিতাটি।কবিতার পংক্তিমালায় অসীমে মিলিয়ে যাওয়ার কথা সুন্দর করে বলেছেন।প্রিয়তে নিলাম।ধন্যবাদ,ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা প্রকাশ করছি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আলাদিনের চেরাগ-বাতি পাইলেন-নি কুন!!
লেখা আজকাল সেরাম হচ্ছে!
অপেক্ষা জীবন, অপেক্ষার জীবন।
সুরাইয়া পারভীন
পেয়েছিই তো
তয় আলাদিনের চেরাগ নয়
কবিরাজ মহারাজের সান্নিধ্য
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য নিবেদন দিদি।
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলে। শুভকামনা আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা আপু, মুগ্ধ হলাম।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“ম্রিয়মান রাত শেষে;
আবার আসবে শিশির সিক্ত ভোর।
নাঙা পায়ে স্বচ্ছ শিশির যুক্ত দুর্বাঘাস মাড়িয়ে,
হেঁটে যাবো দূর বহুদূর…”
আবেদন ময়ী কবিতা আপু
পৌঁছাব একদিন স্বপ্ন চুর।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
ভাল দিনের প্রতীক্ষায় আমরাও।
তবে কবিতার দিন বোধ হয় ভাল যাচ্ছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
অপেক্ষার অবসান হোক,
সুন্দর ভোর আসুক।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
সবাই অপেক্ষায় সুন্দর ভোরের
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜