আমরা একদল তরুন চেয়ে আছি আকাশের দিকে মুখ করে ।এক বুক হতাশা নিয়ে। তরুনরা কখনই হতাশ হয় না। তারা ভুল করে, আবার সঠিক পথে ফিরে আসে!কিন্তু যখন হতাশ হই তাহলে বুঝতে হবে কিছু একটা বড় ভুল হয়ে গেছে!তারুন্যে হতাশা মানে সপ্নহীন একটা পৃথিবী।যেখানে জীবন আছে কিন্তু গতি নাই! তরুনরা আজ হতাশ বলেই আমরা দেখি খেলার মাঠে বিজাতীয় পতাকা নিয়ে আমাদের ভাইদের উল্লাস,আমরা দেখি রাজনিতীর প্রতি আগ্রহহীন একদল তরুন।আমরা দেখি ভালোবাসা নামক খেলায় দেহ নিয়ে উল্লাস।”আমরা এটাও বিলিভ করি চাঁদে কারো ছবি দেখা সম্ভব! আবেগ তারুন্যের আবেগ ফিরে আসা জরুরী ।যতই বলি পৃথীবি চলে যুক্তিতে আসলে তা চলে আবেগে!
১২টি মন্তব্য
মিসু
তরুনদের হতাশ হলে চলে ? নুতন পথ দেখাবে তরুনরাই । -{@
ঘুমন্ত আমি
তারুন্যে বেচে থাক তার সবগুলো রং নিয়ে!হতাশা দ্রুত কাটুক। ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
স্বপ্ন দেখি তারুণ্যের ।
ঘুমন্ত আমি
তারুন্যের স্বপ্ন বেচে থাকুক। ভালো থাকবেন।
নীহারিকা
আবেগ থাকবেই কিন্তু তার সাথে যুক্তি দিয়ে ভেবে দেখতে হবে।
আবিদ রোজীনা
তারুন্য সঠিক পথ খুঁজে পাক ।
জিসান শা ইকরাম
আমরা তাকিয়ে আছি তরুনদের দিকে ।
আমাদের দিন তো শেষ ।
ঘুমন্ত আমি
একটা পদক্ষেপ একটা দেশকে কিংবা পুরো বিশ্ব কে পরিবর্তন করার জন্য যথেষ্ট। সে টা যেই করুক বয়স কোন বেপার না। আমরা নেতৃত মেনে নিতে প্রস্তুত কিন্তু যোগ্যদের কাছ থেকে।
শুন্য শুন্যালয়
আবেগ থাকা ভালো, তবে যুক্তির বাইরে গেলে সমস্যাটাই বেশি… তরুনরা তবু সব ভুল থেকে বেরিয়ে আসবেই এটা আশা রাখি… ধুর আবেগ !!!
ঘুমন্ত আমি
সব ভুল থেকে বেরিয়ে এসে নতুন দিগন্তের সুচনা করবে এটাই আশা করি।ভালো থাকবেন।
লীলাবতী
আপনার দেখার চোখটি ভালো ভাইয়া ।
ঘুমন্ত আমি
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য! ভালো থাকবেন আপু।