ধুর আবেগ

ঘুমন্ত আমি ২৩ মার্চ ২০১৪, রবিবার, ০১:৫৭:৩৩অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

আমরা একদল তরুন চেয়ে আছি আকাশের দিকে মুখ করে ।এক বুক হতাশা নিয়ে। তরুনরা কখনই হতাশ হয় না। তারা ভুল করে, আবার সঠিক পথে ফিরে আসে!কিন্তু যখন হতাশ হই তাহলে বুঝতে হবে কিছু একটা বড় ভুল হয়ে গেছে!তারুন্যে হতাশা মানে সপ্নহীন একটা পৃথিবী।যেখানে জীবন আছে কিন্তু গতি নাই! তরুনরা আজ হতাশ বলেই আমরা দেখি খেলার মাঠে বিজাতীয় পতাকা নিয়ে আমাদের ভাইদের উল্লাস,আমরা দেখি রাজনিতীর প্রতি আগ্রহহীন একদল তরুন।আমরা দেখি ভালোবাসা নামক খেলায় দেহ নিয়ে উল্লাস।”আমরা এটাও বিলিভ করি চাঁদে কারো ছবি দেখা সম্ভব! আবেগ তারুন্যের আবেগ ফিরে আসা জরুরী ।যতই বলি পৃথীবি চলে যুক্তিতে আসলে তা চলে আবেগে!

৫২৭জন ৫২৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ