মা বাংলা ভাষাতেই মমতা প্রকাশ করে–আদর করে তার সন্তানদের বাংলা নামেই ডাকে–স্বজনরা মিষ্টির হাড়িতে দই মিষ্টি নিয়ে আত্নীয়দের বাড়িতে যেয়ে মিষ্টি একটি হাসিতে কুশল বিনিময় করে–যেন ঐ মিষ্টির হাড়িতেও বাংলা ভাষা বসে মিট মিট করে হাসে আর বসে বসে দই মিষ্টি খায়, এই ভাষাতেই স্বজনদের মধ্যে বন্ধন দৃঢ় হতে দৃঢ়তর হয়। বাংলা ভাষা মগজের কোষে কোষে প্রবেশ করে আমাদের ভাল আর মন্দের দিকটা দেখিয়ে দেয়—–
সমান্তরাল রাস্তা দিয়ে যখন রেলগাড়ি চলে তখন এই বাংলা ভাষাতেই ঝনঝন শব্দ করে এগিয়ে চলে—আর হুমম যদি একটু এদিক ওদিক হওয়া যায় তাহলেই কিন্তু রেলগাড়ির নীচে পড়ে আলুর দম—–কবি/লেখকরা প্রাণের কথাগুলো প্রকৃতির রঙে সাজিয়ে নিজস্ব ঢংয়ে লিখে ফেলে কত গল্প,কত কবিতা আর প্রবন্ধ—কিশোর /কিশোরীর, ভাই/বোনের দুষ্টমীতেও বাংলা ভাষার মমতা ঝরে পড়ে–প্রেমিক আর প্রেমিকার চোখে ভালবাসা ঢেউ তোলে বাংলা ভাষা। জারি,সারি ভাটিয়ালী, ভাওয়াইয়া, আধুনিক, দেশাত্ববোধক, নজরুল আর রবী ঠাকুরের গানে ঝংকার দিয়ে উঠে বাংলা ভাষার টান—-
বাংলা ভাষাতে কথা বললে মনের সব জানালা খুলে যায়, বাতাস আসা যাওয়া করে জানালা ভেদ করে –আর বাংলা ভাষায় দুরন্ত ছন্দে বাতাস রসিকতা করে ধানের শীষকে নাড়িয়ে দিয়ে যায়, পাখি বাংলা ভাষাতেই গান করে হিজল তমালের ডালে, ফুলেরা মিষ্টি হেসে বাংলা ভাষাতেই বলে আজকের আমার সব সৌন্দর্য্য এই বাংলাদেশের সব মানুষের জন্য—আমি ফুলের কানে কানে বলি ওগো ফুল ! বল বিশ্বের সব মানুষের জন্য !! ফুল হাসে আর হাসে—মায়ের হাসিতে, শিশুর কথায় বাংলা ভাষা যেন ঝর্ণার গানের মত ঝরে পরে—আমার ভাষা আমার সম্পদ—বাংলা ভাষায় আমার শান্তি—–
আসছে !! ধীরে ধীরে ফেব্রুয়ারী — আস তুমি আস !!! কিন্তু তুমি কি জান তোমায় আমরা প্রাণে ধারন করি বারটি মাস–তুমি মিশে আছো বাংলার মানুষের মনে—তোমায় এখন সম্মান জানায় সারা বিশ্বের মানুষ !! ওগো আমার প্রাণের ভাষা — তোমার সাথেই তো আমার যত প্রেম– ভালবাসি অন্তর থেকে —
অনুরোধঃ যারা বিদেশে আছেন –দয়া করে ঘরে অন্তত বাংলা ভাষাতেই কথা বলুন, যারা ইংরেজী মাধ্যমে শিশুদের পড়াচ্ছেন তারা শিশুদেরকে বই মেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন—বাংলায় গল্পের বই পড়তে উৎসাহিত করুন–যারা কিশোর তাদেরকে বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের গল্প শোনান-পড়ার অবসরে তাদেরকে উক্ত গল্পের বই পড়তে উৎসাহিত করুন—–দেখবেন বাংলা সাহিত্য পড়তে পড়তে তারা মাদক নামক ভয়ংকর নেশাকে ভুলে যাবে—তাদের অন্তরে স্থান করে নিবে মানবতা–তাদের মনের ভেতর প্রতিধ্বনিত হতে থাকবে “মানুষ মানুষের জন্য—”
৩২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবি আর সাহিত্যিকের ভাষায় জেগে থাকুক আমার বর্ণমালা।
স্বপ্ন নীলা
আমার বর্ণমালা ঘুরে বেড়াক প্রজন্ম হতে প্রজন্ম
শুভকামনা রইল
খসড়া
মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা।
স্বপ্ন নীলা
এই গান মনের গভীরে উথলিয়া উঠে–ঢেউ খেলে বার বার
শুভকামনা রইল
আবু জাকারিয়া
আপনারা লেখাটা পরে তৃপ্তি পেলাম। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছে যে আমরা হিন্দি ভাষার জালে পেঁচিয়ে পরছি। যেখানে যাই যেখানে একটু বসি, টেলিভিশনের হিন্দি ভাষা কানে চলে আসে। কিছুই বুঝিনা হিন্দি ভাষার আর বুঝতেও চাইনা। তবে যখন বিদেশি ভাষা আমার দেশের মাটিতে অহরহ শুনতে হয় তখন বেশ কষ্ট লাগে মনে। তারচেয়েও বেশি কষ্ট লাগে যখন শুনি ছেলেমেয়েরা রসিকতা করে মাঝে মাঝে হিন্দি ভাষায় কথা বলে।
স্বপ্ন নীলা
হিন্দি ভাষা বুঝি না, কেউ হিন্দি ভাষায় কথা বললে খুউব কষ্ট লাগে– এখন আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ও নারীদের কিছু অংশ হিন্দি ভাষার প্রতি ঝুকছে——-
শিশু ও যুব সমাজ বাংলায় তাদের অনুভূতি ব্যক্ত করুক
শুভকামনা রইল
জিসান শা ইকরাম
ভালো লেগেছে।
খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
অনুরোধঃ এর জন্য আলাদা ভাবে শ্রদ্ধা নিন।
শুভ কামনা।
স্বপ্ন নীলা
আপনার উৎসাহ আমাদেরকে লেখার অনুপ্রেরণা দেয় – যে মহান মানুষ ক্ষুদ্র একজন মানুষকে শ্রদ্ধা দেয় সেই মহান মানুষের শ্রদ্ধা না নিয়ে যাই কোথায়, তার শ্রদ্ধা ফিরিয়ে দেয়ার সাহস আমার নেই–
আপনার জন্য হাজারো শ্রদ্ধা রইল
ভাল থাকবেন সময় সময়
নুসরাত মৌরিন
দারুন লিখেছেন আপু।
ফেব্রুয়ারী মাসটার জন্য একটা অন্য রকম ভালবাসা কাজ করে,এই একটা মাস জুড়ে কত কত উৎসব।প্রানের জোয়ার যেন ফেব্রুয়ারী।ভালবাসায় ভরপুর ফেব্রুয়ারী,ফাগুনে লাল-বেগুনী ফেব্রুয়ারী…। 🙂
স্বপ্ন নীলা
ফেব্রুয়ারী মাসটার জন্য অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে– আর তা সারা বছর জুড়ে আমাদের মন জুড়ে থাকে
শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
সঠিক সময়ে সঠিক লেখা সবাই লিখতে পারে না। কেউ কেউ পারে ।
আপনি তেমন ই একজন।এ লেখাটির বিশেষ ধন্যবাদ।
স্বপ্ন নীলা
এত সুন্দর করে উৎসাহ দেন হেলাল ভাই—
আপনি আসলেও একজন মহৎ মনের মানুষ
ভাল থাকবেন সব সময়
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আগামীকালকেই এ বিষয়ে আমি একটি লেখা পোষ্ট করব।সহমত, ভিনদেশী ভাষার বদলে আমরা স্বদেশী বাংলা ভাষাকে যেন বেশী প্রধান্য দেই -{@
স্বপ্ন নীলা
করুন লেখা পোস্ট করুন— সবাই পড়ুক, জানুক, বাংলা ভাষাকে মন হতে শ্রদ্ধা করুক
ভাল থাকুন সব সময়——–
ফাতেমা জোহরা
আমার মতে বাংলার চেয়ে এতো শ্রুতিমধুর ভাষা আর দ্বিতীয়টি নেই। আমি সত্যিই গর্বিত এমন একটি ভাষায় কথা বলতে পেরে। লেখা চমৎকার লেগেছে আপু -{@
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ আপু
শুভকামনা রইল সব সময়ের জন্য
শিশির কনা
# অনুরোধঃ যারা বিদেশে আছেন –দয়া করে ঘরে অন্তত বাংলা ভাষাতেই কথা বলুন, যারা ইংরেজী মাধ্যমে শিশুদের পড়াচ্ছেন তারা শিশুদেরকে বই মেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন—বাংলায় গল্পের বই পড়তে উৎসাহিত করুন–যারা কিশোর তাদেরকে বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের গল্প শোনান-পড়ার অবসরে তাদেরকে উক্ত গল্পের বই পড়তে উৎসাহিত করুন— # — (y) অসাধারন লিখেছেন আপু।
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল অনেক বেশি
শুন্য শুন্যালয়
চমৎকার লেখা আপু। বাংলার মতো সুমিস্ট ভাষা সত্যিই আর হয়না।
অনুরোধের জন্য একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
স্বপ্ন নীলা
আপু !! আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকবেন আপু সব সময়
প্রহেলিকা
খুব সুন্দর করে লিখেছেন যে গভীর থেকে উঠে আসা।
***বাংলা ভাষাতে কথা বললে মনের সব জানালা খুলে যায়, বাতাস আসা যাওয়া করে জানালা ভেদ করে –আর বাংলা ভাষায় দুরন্ত ছন্দে বাতাস রসিকতা করে ধানের শীষকে নাড়িয়ে দিয়ে যায়, পাখি বাংলা ভাষাতেই গান করে হিজল তমালের ডালে, ফুলেরা মিষ্টি হেসে বাংলা ভাষাতেই বলে আজকের আমার সব সৌন্দর্য্য এই বাংলাদেশের সব মানুষের জন্য—আমি ফুলের কানে কানে বলি ওগো ফুল ! বল বিশ্বের সব মানুষের জন্য !! ফুল হাসে আর হাসে—মায়ের হাসিতে, শিশুর কথায় বাংলা ভাষা যেন ঝর্ণার গানের মত ঝরে পরে—আমার ভাষা আমার সম্পদ—বাংলা ভাষায় আমার শান্তি—–***
আমি সবার প্রানের কথা একাই বলে দিয়েছেন। বেশ তৃপ্তি পেলাম শ্রদ্ধেয়া। নিজ সংস্কৃতি ও নিজ মায়ের ভাষার প্রতি সম্মান রক্ষার্থে সবাইকে সচেতন হওয়া উচিত, উচিত বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাটুকু জ্ঞাপন করা। আপনার আহবান পৌঁছে যাক পরতে পরতে।
স্বপ্ন নীলা
আপনার লেখাতেও দেশের প্রতি টান পাই—ভিন্নধর্মী লেখা–মন টানেে
আমার লেখাটা পড়ার জন্য এবং পছন্দ করার জন্য অন্তর থেকে ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়
বনলতা সেন
দেরি করে এসেছি,বকা দিয়েন না আবার।
এ ভাষার কাছে আমাদের আজন্ম ঋণ। এ সময়ে এ লেখাটি খুব দরকার ছিল।
স্বপ্ন নীলা
আমার আপুকে বকা দিব !! তাহলেযে সোনেলা আমাকে বেরই করে দিবে — হা হা হা
ভাল থাকুন আপু— অনেক ভাল
নওশিন মিশু
চমৎকার লেখা আপু। আমি সত্যিই অহংকারী এমন একটি ভাষায় কথা বলতে পেরে। আর কৃতজ্ঞ তাদের প্রতি যারা আমাকে এই অহংকারে অহংকারী করেছেন …. -{@
স্বপ্ন নীলা
মন্তব্যটা এত সুন্দর হয়েছে যে বার বার পড়তেই ইচ্ছে করছে। এই ভাষার মত আর কোন ভাষাই নাই—
আন্তরিক ধন্যবাদ
স্মৃতির নদীগুলো এলোমেলো...
বাংলার সাথে ইঙ্গরেজীরও দরকার আছে, তবে বাচ্চারা যেন চিন্তাগুলো বাংলাতেই করে। ভালোবাসা এমনি এমনি চলে আসবে। না আসলে বুঝতে হবে শিক্ষায় কোথাও সমস্যা হইছে। ভাষার জন্য মমতা থাকুক ১২ মাস জুড়েই, ফেব্রুয়ারীতেই যেন আটকে না থাকে। ফেব্রুয়ারীও কিন্তু বাংলা শব্দ নয়।
শুভ্র ইচ্ছা জানবেন।
স্বপ্ন নীলা
আপনার মন্তব্যের সাথে ১০০ ভাগ সহমত।
ভাল থাকুন সব সময়
খেয়ালী মেয়ে
বর্ণমালায় আবার রচিত হোক মুক্তির গান (3
স্বপ্ন নীলা
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা নিরন্তর
ব্লগার সজীব
‘বাংলা ভাষাতে কথা বললে মনের সব জানালা খুলে যায়, বাতাস আসা যাওয়া করে জানালা ভেদ করে’-খুবই ভালো লাগলো এটি।এমন পোষ্টের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
স্বপ্ন নীলা
পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা নিরন্তর