আমি আমার জন্য আসিনি পৃথিবীতে,
এসেছি সৃষ্টিকর্তার পাবন্দি করতে।
অথচ আমরা উন্মুখ থাকি নিজের স্তুতিতে।
সৃষ্টির উদ্দেশ্যই অপরের কল্যাণে,
পরস্পরকে ছাড়া একটি মুহূর্ত চলেনা জীবনে।
কি লাভ ডুবে থেকে আপনাতে,
প্রতিবেশী শিশুটির ভুখা মিছিল যদি না পাই শুনতে।
যদি সে ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে।
এ লজ্জা কোথায় রাখি,
অথচ উদর ফুর্তি করে ভাতঘুমে বিভোর আমার আঁখি।
শিশুটির ঘুম ভাঙেনি ভুখা মিছিলে শামিল হতে,
প্রাত নিদ্রায় ব্যাঘাত ঘটালো তার মায়ের রোনাজারিতে।
বিরক্ত মুখে চিন্তিত আমি অসময়ে
আমার বাছার ঘুম ভেঙে যাওয়াতে।
তবুও আমি আবার ব্যস্ত হয়ে পড়ি
সকালের নাশতার মেনুতে…
বস্তিতে কে মরেছে আমার কি তাতে,
আমার সন্তান থাকুক দুধে- ভাতে।
ধিক শত ধিক আমাকে,
আমরা কুণ্ঠিত নই নিজেকে মানুষ পরিচয় দিতে।
#ছবি গুগল থেকে
০৬/০৭/২০২০ইং
২০টি মন্তব্য
নিতাই বাবু
অপূর্ব লেখনশৈলী। বাস্তব উদাহরণ। আমার পরের তরে আসলেও, থাকি নিজের স্বার্থে। শুধু নিজে খাই, নিজে বাঁচি। অপরের সাথে খেলি কানামাছি। লেখককে অজস্র ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
দাদা খুব সুন্দর করে বলেছেন আসলেই তাই।
আমরা চাই নিজে খাই নিজ বাঁচি।
আপনাকে ও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছ।
ফয়জুল মহী
খুব সুন্দর অনুভূতি প্রকাশ। সুস্থতা কামনা করি।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানুষের প্রতি দরদ মায়া ভালবাসার সুন্দর প্রকাশ ঘটেছে —-বস্তিতে কে মরেছে আমার কি তাতে,
আমার সন্তান থাকুক দুধে- ভাতে।
ধিক শত ধিক আমাকে,
আমরা কুণ্ঠিত নই নিজেকে মানুষ পরিচয় দিতে।
শুভ কামনা ।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আমি মন থেকে অবুভব করি আমি আমার কর্তব্য করতে পারছিনা।
আমার লেখাটি উপলব্ধি করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
শুভেচ্ছা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
মানবতার জয় হোক। নিজেদের সুখের কথাই ভাবি আমরা , সত্যিটাই বলেছেন। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি উপলব্ধি করে পড়ার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন।
আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা রইল
প্রদীপ চক্রবর্তী
সত্য উপস্থাপন লেখনী।
আমরা যে সকলি পরের তরে।
তবে আমরা স্বার্থপরতায় ডুবে গিয়ে নিজেকে মানুষ জাহির করি!
যা অদ্ভুত।
খাদিজাতুল কুবরা
সুন্দর বিশ্লেষণ করেছেন দাদা। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখেছেন আপু।
আমরা নিজের সুখ,শান্তির চিন্তায় ব্যস্ত থাকি আশে পাশের খোঁজ নেই না।
ভালো লিখছেন, আমাদের মাঝে সুবুদ্ধির উদয় হোক।
খাদিজাতুল কুবরা
আমাদের সুবুদ্ধির উদয় হোক।
ধন্যবাদ আপু উপলব্ধি করে পড়ার জন্য।
শুভেচ্ছা অবিরাম
আরজু মুক্তা
নিজের চিন্তা করতেই শেষ। পাশের বাড়িরও খোঁজ নাই। এতো স্বার্থপর আমরা
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু আমরা নিজের আখের গুছাতে ব্যস্ত।
উপলব্ধি করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
মানুষ যদি স্বার্থপর না হয়ে
একটু উদার হতো হিংসা হানাহানি
সাম্প্রদায়িক বিষবাস্প নিয়ত সমাজটাকে
দুষিত করতো না।
ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা আপনি একদম ঠিক বলেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন শুভকামনা রইল
মনোয়ারা সুলতানা সোনিয়া
মানুষ মানুষের জন্য …
খাদিজাতুল কুবরা
একদম ঠিক আপু মানুষ মানুষের জন্য।
ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা রইল
ছাইরাছ হেলাল
আমরা একে অপরের, এ কথা আমরা ভুলেই বসে আছি।
অজানা গন্তব্যে শুধুই ছুঁটছি মোহ -মায়ায় জড়িয়ে।
খাদিজাতুল কুবরা
আসলে ভাইয়া ঠিকই বলেছেন।
অনিয়ম গুলোই নিয়ম হয়ে গেছে।
ভালো থাকবেন শুভকামনা নিরন্তর