ধিক্কার

হৃদয়ের স্পন্দন ১৮ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০২:২২:১৩পূর্বাহ্ন বিবিধ ৬ মন্তব্য

মেনে নিয়েছি আধিপত্য,
মেনে নিয়েছি যান্ত্রিক এ সভ্যতা,
মেনে নিয়েছি তোমাদের অত্যাচার,
হয়তো মেনেই যাবো আজীবন অনাচার।

তোমাদের এ নগরীতে,
সভ্যতা নাক কুচকায়
ডাকা পরে যায় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজের নিচে,
তোমাদের এ নগরীতে,
স্বাধীনতা বিক্রি হয় কালো কাচের সে দামি বাহনের মাঝে,
ফুল হাতে কিশোরী দৌড়ে যায়
হয়তো দু টাকা পাবার আশায়|
সভ্য এ নগরীর অসভ্য মা ,
অসুস্থতায় অনাহারে মরে!
ধিক্ নাগরিক ধিক্
থুতু রইলো তোমাদের এ শহরতে।

তোমাদের আলো ছায়ার এ নগরীতে
হাজার রাত পরশয্যায় তবু কুমারী হয় সে মেয়ে প্রতি রাতে,
শুধু আমার বোন,
ক্লান্ত এ নগরীর বুকে,
ফুল বিক্রি করে বস্তিতে ফেরার পথে
একদল হায়েনা তার কুমারীত্ব চুষে খায়!
আমার বোন, ওহে সভ্য জানোয়ার !!!
আমার বোন হয় পতিতা নোংরা তোদের কাছে?
ধিক্ যান্ত্রিক নগরী
একদলা থুতু রইলো তোর পরে |

৪১৬জন ৪১৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ