ধিক্কার তোদের অভিশাপ তোদের
কুলাঙ্গারের দল-
এই বাংলার জল হাওয়ার সাথে
কিসের এত ছল?
বোনের সম্ভ্রম,ভাইয়ের রক্ত
মায়ের চোখের জল-
শকুনীর চোখে দেখিস তোরা
কোনসে সুখে বল?
বাহান্নতে রক্ত দিলাম
মাতৃভাষার তরে,
একাত্তুরে বেঈমান তুই
মারলি ভাইকে ধরে?
ভেবে দেখেছিস তুই নরকীট-
যুগ যুগান্ততরের ঝুট?
নইলে কি আর বোনের সম্ভ্রম,
মায়ের ইজ্জত করতি কিরে লুট?
ধিক্কার তোদের অভিশাপ তোদের
নরপিশাচের দল;
তোদের রক্তে খেলবো হলি-
মোরা মুক্তিসেনার দল।
ঘুমন্ত জাতি আজ জেগেছে-
আর কতকাল বল?
মুছবে এবার মায়ের অশ্রু,
বোনের চোখের জল।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
যদিও আমি টেকি না তবুও একবার চেষ্টা ক্রে দেখতে পারেন ,তাহলে লেখার লাইনের মাঝে স্পেস
আসবে না ।
লেখাটি পেস্ট ক্রার আগে ডান পাশে উপরে ‘এইচটিএমএল’ এ ক্লিক করে নিন , এরপর এইচটিএমএল এর পাশে দৃশ্যমানে ক্লিক করুন ।
অবশ্যই আমরা সবার চোখের জল মোছাতে পারব এ আশা রাখি ।
সুন্দর ছন্দ ।
নীলকন্ঠ জয়
হেলাল ভাই, আমি আসলে ব্লগের অনেক কিছুই বুঝি না। যাক টেকিদের হয়ে জানিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অবিলম্বে দেশদ্রোহীদের ফাঁসি চাই।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
সব গাদ্দার একজোট হয়েছে –
ধিক্কার তোদের অভিশাপ তোদের
কুলাঙ্গারের দল-
ভালো লেগেছে —
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ জিসান ভাই আপনাকে।
অবিলম্বে দেশদ্রোহীদের ফাঁসি চাই।
শুভ কামনা।
খসড়া
ওদেরতো দেশ নাই, পায়ের নিচে মাটি নাই, ওরা উদ্বাস্তু তাই এমন। নিজের পরিচয় দেবার বোধটাও নাই। নিজের স্মাধীনতার ইতিহাসকে অস্বিকার করা যে নিজের লজ্জা এটাও বোঝে না।
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন খসড়া সাহেব। সহমত। অনেক ধন্যবাদ আপনাকে।
অবিলম্বে দেশদ্রোহীদের ফাঁসি চাই।
শুভ কামনা।
আদিব আদ্নান
এই দেশ আমার আমাদের ,
সবার মধ্যে এই বোধ সত্যি জেগে না ওঠা পর্যন্ত আমরা শুধু পিছিয়েই যাব ।
কোন কিছুই কার্যকর হবে না ।
রায়ের বাস্তবায়ন চাই ।
নীলকন্ঠ জয়
নরপশুরা কি এই দেশকে কখনো সত্যিকারেই “বাংলাদেশ” ভাবতে পেরেছিল? ঠিক বলেছেন আদিব ভাই সকলের মাঝে জেগে উঠুক দেশপ্রেম।
অবিলম্বে দেশদ্রোহীদের ফাঁসি চাই।
শুভ কামনা।
বনলতা সেন
আমাদের চাওয়া পাওয়ায় বিশেষ কিছু আসে যায় , তেমন কখনও কখনও
কেন যেন মনে হয় না ।
নীলকন্ঠ জয়
কিছু চাওয়া একার হয়ে থাকে না, কিছু পাওয়াও একার হয় না। আমাদের সকলের চাওয়া পাওয়ার পূর্ণতা পাবে অবশ্যই। তাই দাবি জানাতে দ্বিধা কিসে? সবার দাবিতো এক (কিছু কুলাঙ্গার ছাড়া)।
অবিলম্বে দেশদ্রোহীদের ফাঁসি চাই।
শুভ কামনা।