ধর্ষিতার চিৎকার যেন হায়
তীব্র কোন আরজ ।
আর্তনাদে বলছে সে তো
এরা কোন জারজ।
কেমন করে নিতে পারে
নারীর সম্ভ্রম ।
নয়তো এটা পাশ্চাত্য দেশ
ব্রিটিশ কিংবা রোম ।
অসহায়ের উপরে যারা
দেখান ক্ষমতা ।
সত্যিকারের কাপুরুষ তারা
নেই যে পুরুষতা ।
যারা দেখান নারীর উপর
নিজের ক্ষমতা।
পশু হচ্ছে এদের তবে
প্রকৃত জন্মদাতা।
মানুষের ঘরে জন্ম নিলেই
হয়না সবাই মানুষ।
মানুষ হতে প্রথমে লাগে
বিবেক বুদ্ধি হুঁশ।
স্বাধীন দেশে আজ পরাধীন
নারীর অধিকার।
করতে হবে আন্দোলন তবে
আবার স্বাধীকার।
রুখতে হবে অন্যায় আজি
হতে হবে সোচ্চার।
ফাঁসির দড়িতে ঝুলাতে হবে
সকল বর্বরতার।
সমাজটাকে সুন্দর করতে
আসবেনা ঈসা মুসা।
সবাই মিলে জ্বালাতে হবে
জুলমাত ভেদি ঊষা।
১১টি মন্তব্য
ফয়জুল মহী
ধিক্কার ও ঘৃণা এইসব মানুষরূপী হায়নাদের। চলমান বাস্তবতা যথার্থ ও নিখুঁত প্রকাশ ।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় মহী
নিরব সাগর
আপনার ফেসবুক আইডিটা কি পেতে পারি,কিছু মনে না করলে।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ প্রতিবাদী লেখার জন্য। আপনারা পুরুষরা সোচ্চার হলে এ জাহেলিয়াতের অবসান হতে পারে।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়।
রোকসানা খন্দকার রুকু
নয়তো এটা পাশ্চাত্য দেশ
ব্রিটিশ কিংবা রোম ।****
এসব দেশে বোধহয় এমনটা হয়না।
শুভ কামনা।
নিরব সাগর
অনেক সুন্দর প্রশ্ন করেছেন, এসব দেশে এমনটা হয় না তা নয় এসব দেশে আমার জানা মতে সহজলভ্য বিষয়।তারপরের কথা হচ্ছে তাদের দেশের মত আমার এ দেশ নয় এইটা বুঝাতে চেয়েছি মাত্র।
সুপর্ণা ফাল্গুনী
পাশ্চাত্য দেশের সংস্কৃতির সাথে আমাদের মিলে না আর ওদের দেশে নারীরা স্বাধীন , পুরুষতান্ত্রিক সমাজ নয়, ওদের বিচার ব্যবস্থা নারীদের অনুকূলে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো অহর্নিশি
নিরব সাগর
আমি তাদের দেশের মত নয় সেটাই বুঝাতে চেয়েছি প্রিয় আপু।
হালিম নজরুল
বেশ প্রতিবাদী লেখা।
নিরব সাগর
ধন্যবাদ