নুহাশপল্লীতে, ভূত-বিলাসের পাশে ছোট্ট এক দ্বীপ,
মাঝরাতে আকাশ ভাঙ্গা জোছনায় ভাসছে যেন…
নারকেল গাছগুলো শিশিরের টুপটাপ ছন্দময় নাচের সাথে যেন এক প্রাকৃতিক সঙ্গীত পরিবেশনায় মগ্ন…
পাশেই বিল, পাগলা শেয়ালদের করুণ আর্তনাদ যেন বুক চিরে এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে যায়…
বহুদূর থেকে “হিমু পরিবহণ”এর সকল হিমুদের জলসার আওয়াজ পাওয়া যায়, বড়ো করুণ সে সুর……
শীতল কুয়াশারা বাতাসে ভর দিয়ে ছুঁয়ে যায়, যেন কিছু বলতে চায়…
এমন সুন্দর পরিবেশ হয়তো নীরবতা পছন্দ করে,
কিন্তু রুপার খুব গাইতে ইচ্ছে হল, সে গুন গুনিয়ে গেয়ে ওঠে………
“নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে”
হিমুদের আবেগ থাকতে নেই, তবু আজ হিমুর চোখে জল,
হিমুরা কখনো কারো হাত ধরে না, তবে আজ রুপার হাত আঁকড়ে থাকে হিমু…
পাশাপাশি বসে থাকা হিমু-রূপা ভাবে, এটা হয়তো হিমু-রূপাদের স্রষ্টার সবচে প্রিয় জায়গা…
সমস্ত ইন্দ্রিয় দিয়ে একজন হিমু অনুভব করে এই জোছনা স্নান, সাথে নিয়ে একজন রূপা…
যাদের মাঝে পার্থিব কোন সম্পর্ক নেই, কিন্তু এই মুহূর্তে দু’জন দু’জনার অনেক আপন………
এমন একটি শ্রেষ্ঠ স্মৃতি উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হিমু,
ধন্যবাদ, এমন অসাধারণ বিস্ময়ের জন্য…
হিমুরা কখনো কারো হাত ধরে না, তাই হাত বাড়াবো না,
যেখানেই থাকো, অনেক অনেক ভালো থেকো…………………
১৯টি মন্তব্য
নীলকন্ঠ জয়
“হিমুরা কখনো কারো হাত ধরে না, তাই হাত বাড়াবো না,
যেখানেই থাকো, অনেক অনেক ভালো থেকো……
শেষটা অনেক সুন্দর। (y)
দিলরুবা মুন
হিমু বলেছে এই লিখাটা তার বুকে অনেক লেগেছে… :p
মা মাটি দেশ
(y) নুহাশ পল্লী নিয়ে লেখা খুব ভাল হয়েছে। -{@
দিলরুবা মুন
ধন্যবাদ…
লীলাবতী
শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ (3 , লেখা ভালো লেগেছে ।
দিলরুবা মুন
অনেক মিস করছি সপ্নপুরী টা… 🙁
খসড়া
হিমুদের আবেগ থাকতে নেই।
দিলরুবা মুন
তবু মাঝে মাঝে আবেগ ভর করে, মানুষ বলেই হয়ত…
ছাইরাছ হেলাল
আমিও বলি যেখানেই থাকুন যত দূরেই থাকুন ভাল হাকুন
এই কামনাই করি ।
দিলরুবা মুন
🙁
জিসান শা ইকরাম
হিমুদের আবেগ থাকতে নেই ——- ভালো লিখেছেন খুব।
দিলরুবা মুন
:T খাওয়ান এই উপলক্ষে :p
মর্তুজা হাসান সৈকত
আবেগময় লিখনি।
দিলরুবা মুন
কিন্তু পুরোটা অনুভূতি প্রকাশ করতে পারিনি… 🙁 (-3
শুন্য শুন্যালয়
যেখানেই থাকো, অনেক অনেক ভালো থেকো ……
ভালো লেগেছে প্রকাশ …
দিলরুবা মুন
আপনাদের ভালো লাগছে জেনে ভালো লাগলো
তওসীফ সাদাত
ভাল্লাগসে !!! কিন্তু হিমুর চোখে জল, মানতে পারলাম না। হিমুর কোন আবেগ নেই। যে কারণেই আসুক, অন্তত আবেগে যেন জল না আসে।
দিলরুবা মুন
স্রষ্টার প্রতি ভালোবাসায় জল এসেছে… যে পরিবেশে সে ছিল… সেখানে থাকলে তার স্রষ্টার চোখেও জল আটকে রাখতে পারতেন না…
প্রিন্স মাহমুদ
ভালো লাগল