দ্বীপ

দিলরুবা মুন ১৩ নভেম্বর ২০১৩, বুধবার, ০৭:২৯:০৪অপরাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

নুহাশপল্লীতে, ভূত-বিলাসের পাশে ছোট্ট এক দ্বীপ,
মাঝরাতে আকাশ ভাঙ্গা জোছনায় ভাসছে যেন…
নারকেল গাছগুলো শিশিরের টুপটাপ ছন্দময় নাচের সাথে যেন এক প্রাকৃতিক সঙ্গীত পরিবেশনায় মগ্ন…
পাশেই বিল, পাগলা শেয়ালদের করুণ আর্তনাদ যেন বুক চিরে এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে যায়…
বহুদূর থেকে “হিমু পরিবহণ”এর সকল হিমুদের জলসার আওয়াজ পাওয়া যায়, বড়ো করুণ সে সুর……
শীতল কুয়াশারা বাতাসে ভর দিয়ে ছুঁয়ে যায়, যেন কিছু বলতে চায়…
এমন সুন্দর পরিবেশ হয়তো নীরবতা পছন্দ করে,
কিন্তু রুপার খুব গাইতে ইচ্ছে হল, সে গুন গুনিয়ে গেয়ে ওঠে………
“নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে”

হিমুদের আবেগ থাকতে নেই, তবু আজ হিমুর চোখে জল,
হিমুরা কখনো কারো হাত ধরে না, তবে আজ রুপার হাত আঁকড়ে থাকে হিমু…
পাশাপাশি বসে থাকা হিমু-রূপা ভাবে, এটা হয়তো হিমু-রূপাদের স্রষ্টার সবচে প্রিয় জায়গা…
সমস্ত ইন্দ্রিয় দিয়ে একজন হিমু অনুভব করে এই জোছনা স্নান, সাথে নিয়ে একজন রূপা…
যাদের মাঝে পার্থিব কোন সম্পর্ক নেই, কিন্তু এই মুহূর্তে দু’জন দু’জনার অনেক আপন………
এমন একটি শ্রেষ্ঠ স্মৃতি উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হিমু,
ধন্যবাদ, এমন অসাধারণ বিস্ময়ের জন্য…

হিমুরা কখনো কারো হাত ধরে না, তাই হাত বাড়াবো না,
যেখানেই থাকো, অনেক অনেক ভালো থেকো…………………

১০৮৩জন ১০৮৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ