দৈত্যরা

রকিব লিখন ২১ জানুয়ারি ২০১৭, শনিবার, ১২:০৬:০৪পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য


সত্য এখন মিথ্যা রে ভাই
মিথ্যা এখন সত্য
সত্য এখন বলতে গেলে
তেড়ে আসে দৈত্য।।

দৈত্যরা সব মিথ্যাবাদী
আমরা সবাই জানি
হুজুর হুজুর করে আবার
আমরা তাদের মানি।।

দৈত্যরা সব লুটের রাজা
বাজাচ্ছে তারা তুড়ি
আমজনতা বলতে গেলে
বের করতে চায় ভুড়ি।।

এত কিছু দেখে রে ভাই
চুপ থাকে না মুখ
যদিও কাঁপে ভয়ে আমার
দুরুদুরু বুক।

তাই তো একটু সাহস নিয়ে
লিখলাম এই ছড়া
আমিও কিন্তু মনে মনে
ভয়ে দিশেহারা।

৭০৫জন ৭০৪জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ