●
সত্য এখন মিথ্যা রে ভাই
মিথ্যা এখন সত্য
সত্য এখন বলতে গেলে
তেড়ে আসে দৈত্য।।
●
দৈত্যরা সব মিথ্যাবাদী
আমরা সবাই জানি
হুজুর হুজুর করে আবার
আমরা তাদের মানি।।
●
দৈত্যরা সব লুটের রাজা
বাজাচ্ছে তারা তুড়ি
আমজনতা বলতে গেলে
বের করতে চায় ভুড়ি।।
●
এত কিছু দেখে রে ভাই
চুপ থাকে না মুখ
যদিও কাঁপে ভয়ে আমার
দুরুদুরু বুক।
●
তাই তো একটু সাহস নিয়ে
লিখলাম এই ছড়া
আমিও কিন্তু মনে মনে
ভয়ে দিশেহারা।
৫টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
একটা গানের কথা মনে পড়ে গেলো, ‘চুরী করা মহাপূণ্য যদি পেতে হয়, এ জগতে বোকারাই সত্যবাদী হয়।’
ভালো লিখেছেন।
মৌনতা রিতু
ভাল লিখেছেন। বাস্তব সত্যগুলো সহজ সরল ভাবে ফুটে উঠেছে।
শুভকামনা রইল।
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার, শিরোনামে বাংলা অক্ষর এবং শব্দের সাথে অন্য কোন ধরনের কারেক্টার এবং লেখার শেষে কোন ধরনের কালো বর্ডার না দেয়ার অনুরোধ করছি। এতে আমাদের সমস্যা হয়।
শুভ ব্লগিং।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তাই তো একটু সাহস নিয়ে
লিখলাম এই ছড়া
আমিও কিন্তু মনে মনে
ভয়ে দিশেহারা।
ভয় পেলে এ দেশ মাতার কি হবেগো। 🙂
নিহারীকা জান্নাত
হাহাহা দারুন মজা পেলাম দৈত্যরা জানতে পারলে কিন্ত খবর আছে আপনার 🙂