দেয়াল

আরজু মুক্তা ২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ০৯:২৬:৪৪অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

দূরত্বের দেয়াল বুঝতে পারো
সময়ের রকমফের বুঝতে পারো
অপেক্ষার রকমফের?

আশার সাথে প্রাপ্তি তাও বোঝ!
মন খারাপ তাও বোঝ!
বুঝতে পারো কি আমায়?

আগের আর এই আমি!
অনেকখানি বদলে গেছি
না এমনিই আছি!

ভালোবাসা আর প্রেম বোঝার জন্য
দূরে যাবার প্রয়োজন আছে?

১০৯০জন ৯৩৪জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ