যে এতো কিছু বুঝতে পারে তাকে আসলে এসব প্রশ্ন করার দরকারই হয়না। যে না বুঝে তাকে প্রশ্ন করার মানে নেই। এগুলো ঠিক প্রশ্ন নয়, বোঝাপড়ার আবরণে দুরত্বের পরিমাপ।
লেখা তো লেখাই হয়। ছোটো বড়ো কোন ব্যাপার না। কথাগুলো সম্পূর্ণ প্রকাশ করাটাই লেখার মূল উদ্দেশ্য হয়। অল্প কথায় সুন্দর প্রকাশ।
২৫টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
প্রথম
নীলাঞ্জনা নীলা
অল্প কথায় কী কঠিন জিজ্ঞাসা!
চমৎকার লাগলো আপনার কবিতাটি।
আরজু মুক্তা
ধন্যবাদ
নীরা সাদীয়া
যত দূরে যাবে, দূরত্বের দেয়াল ততই বাড়তে থাকবে। অভিমান দূরত্বই বাড়ায়। আর মনে জমায় ব্যাথার পাহাড়।
আরজু মুক্তা
আমার আবার উল্টাটা মনে হয়!দূরে থাকলে বেশি বেশি মনে পড়বে!
জিসান শা ইকরাম
ছোট ছোট লেখায় ভালোই বক্তব্য নিয়ে আসেন আপনি,
এমন প্রশ্নের উত্তর হয়না।
তৌহিদ
এমনিই আমি কবিতা বুঝি কম! কি কঠিন সব প্রশ্ন করে বসলেন?
আর সত্যি এসব প্রশ্নের উত্তর জানি না।
আরজু মুক্তা
লজ্জা দিয়েননা!চেষ্টা করি আরকি?
আরজু মুক্তা
আপনার অনুপ্রেরণা!
ছোট প্রাণ,ছোট ব্যথা!
শুন্য শুন্যালয়
বাহ! এটা চমৎকার।
কঠিন প্রশ্ন যার উত্তর দেয়া কঠিনতম।
ছোট লেখা এতো ভালো হলে বড় লিখে লাভ কী!
আরজু মুক্তা
হাসাইয়েননা!তবে কবিতা কঠিন না!মনোযোগ বাড়াতে হয়!
সাবিনা ইয়াসমিন
যে এতো কিছু বুঝতে পারে তাকে আসলে এসব প্রশ্ন করার দরকারই হয়না। যে না বুঝে তাকে প্রশ্ন করার মানে নেই। এগুলো ঠিক প্রশ্ন নয়, বোঝাপড়ার আবরণে দুরত্বের পরিমাপ।
লেখা তো লেখাই হয়। ছোটো বড়ো কোন ব্যাপার না। কথাগুলো সম্পূর্ণ প্রকাশ করাটাই লেখার মূল উদ্দেশ্য হয়। অল্প কথায় সুন্দর প্রকাশ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো 🌹🌹
আরজু মুক্তা
শুভকামনা আপনার জন্য!
ইঞ্জা
চমৎকার লিখেছেন ।
আরজু মুক্তা
ধন্যবাদ!
ইঞ্জা
শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
আশার সাথে প্রাপ্তি তাও বোঝ!
মন খারাপ তাও বোঝ!
বুঝতে পারো কি আমায়?
বুঝতে পারা কি সহজ বলুন তো???
আরজু মুক্তা
একজন মানুষকে বোঝা অনেক কঠিন!কঠিনকে ভালোবেসে এগিয়ে যেতে হয়!
ভালো থাকবেন!
মোঃ মজিবর রহমান
রবিবাবু,
” সত্য বড় কঠিন, কঠিনেরে ভালবাসিলাম,
সে মোরে করেনা কখন বঞ্চনা।”
ছাইরাছ হেলাল
এত্ত সহজে অনেক কঠিন প্রশ্ন করে ফেললেন কীভাবে তাই ভাবছি।
লিখুন লিখুন।
আরজু মুক্তা
ধন্যবাদ!
বন্য
দূরত্ব আসলে গভীরতাই পরিমাপ করে। এর বেশি কিছু মনে হয় না।
আরজু মুক্তা
আমারও তাই মনে হয়
মনির হোসেন মমি
বিরহ ই প্রেমের আসল মজা তবে অন্তকাল নয় এই দেখা না দেখা।ভাল লাগল।
আরজু মুক্তা
লুকোচুরি 😁