deyal শেঁওলা পরা স্যাঁতসেতে একটা দেয়াল তোমার আমার মাঝ খানে আজ দীর্ঘদিন জীর্ণ, ভংগুর, দূর্বল, অথচ সমস্ত শক্তি দিয়ে দাড়িয়ে থাকে আমি চাইলেও তা ডিঙ্গিয়ে আসতে পারিনা কারন আমাদের সম্পর্কের দূর্বলতার সুযোগে একটা একটা মৃত্যু দিয়ে গড়ে উঠেছে সে দেয়াল তোমার আমার সম্পর্কের মৃত্যুবার্ষিকী তে দেয়াল সেজেছিল ফুলে ফুলে শেঁওলা পরিষ্কার করা হল, স্যাঁতসেতে আর নাই খসে যাওয়া প্লাস্টার আবার নতুন করে লাগানো হলো দেয়ালে এ চড়ানো হল নতুন রঙ দেখতে দেখতে চোখ বুজে আসে নিজের অস্তিত্ব কল্পনাতে ও আসেনা নিজের কাছে প্রশ্ন করে জানতে পারলাম আমি আজ ও তোমায় ভুলতে পারিনি কোথাও যেন আমরা মিশে আছি চার পাশটা ধূসর হয়ে উড়ে যাই প্রবোল বাতাস মনকে দোলা দেই চোখের সামনে হটাৎ দেয়াল ভেঙ্গে পরে তোমার ছায়া কে তুমি ভেবে ছুটতে থাকি…….

৭৮৫জন ৭৮৪জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ