শেঁওলা পরা স্যাঁতসেতে একটা দেয়াল তোমার আমার মাঝ খানে আজ দীর্ঘদিন জীর্ণ, ভংগুর, দূর্বল, অথচ সমস্ত শক্তি দিয়ে দাড়িয়ে থাকে আমি চাইলেও তা ডিঙ্গিয়ে আসতে পারিনা কারন আমাদের সম্পর্কের দূর্বলতার সুযোগে একটা একটা মৃত্যু দিয়ে গড়ে উঠেছে সে দেয়াল তোমার আমার সম্পর্কের মৃত্যুবার্ষিকী তে দেয়াল সেজেছিল ফুলে ফুলে শেঁওলা পরিষ্কার করা হল, স্যাঁতসেতে আর নাই খসে যাওয়া প্লাস্টার আবার নতুন করে লাগানো হলো দেয়ালে এ চড়ানো হল নতুন রঙ দেখতে দেখতে চোখ বুজে আসে নিজের অস্তিত্ব কল্পনাতে ও আসেনা নিজের কাছে প্রশ্ন করে জানতে পারলাম আমি আজ ও তোমায় ভুলতে পারিনি কোথাও যেন আমরা মিশে আছি চার পাশটা ধূসর হয়ে উড়ে যাই প্রবোল বাতাস মনকে দোলা দেই চোখের সামনে হটাৎ দেয়াল ভেঙ্গে পরে তোমার ছায়া কে তুমি ভেবে ছুটতে থাকি…….
১৭টি মন্তব্য
প্রলয় সাহা
কিছু ভুল আছে। ভালো ভাবে নজর দিলে ঠিক হয়ে যাবে আশা করি। লেখা চলুক। ভালো থাকবেন।
Sajid Sohel
ভাইজান বানানে আর ভুল আছে কিনা দেখেন
প্রলয় সাহা
কোথাও জেন আমরা মিশে আছি/ কোথাও যেন আমরা মিশে আছি
সাজিদ সোহেল
ধন্যবাদ ভাইজান ঠিক করছি। 🙂
আবু খায়ের আনিছ
এত ভালোবাসা রাখেন কোথায়?
Sajid Sohel
ভালোবাসায় ভালোবাসা রাখি ভাইজান 🙂
আবু খায়ের আনিছ
রাখুন, শুভ কামনা আপনার জন্য।
সাজিদ সোহেল
ধন্যবাদ ভাইজান
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়।
দেয়াল ভেঙ্গে গিয়েছে যখন তখন আর চিন্তা কি?
নিয়মিত লিখুন
অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
সাজিদ সোহেল
ধন্যবাদ ভাইজান চেষ্টা করছি
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে আমাদের পড়ার সুযোগ দেয়ার জন্য
লিখুন নিয়মিত ও পড়ুন আমাদের।
আমরা পাশেই আছি পাঠক।
মন দিয়ে লিখুন আর ও।
সাজিদ সোহেল
জি দোয়া চাই, লিখবো পড়বো 🙂
অরুনি মায়া
সোনেলা পরিবারে আপনাকে স্বাগত জানাচ্ছি | ভেঙে ফেলুন দেয়াল, উন্মুক্ত করে দিন লুকিয়ে রাখা প্রতিভা | মিশে যান আমাদের সাথে -{@
সাজিদ সোহেল
ধন্যবাদ
নীতেশ বড়ুয়া
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট!
ভেঙ্গেই যখন গিয়েছে তখন কিছুতেই গড়ার মতো করে চলুন সবার সাথে, আমাদের সাথে সোনেলাতে। 😀 স্বাগতম ভাই।
সাজিদ সোহেল
ধন্যবাদ ভাইজান 🙂
নীতেশ বড়ুয়া
-{@ 🙂