ভুবন মোহনি চাঁদনী
না তুমি সেরকম নও
স্বর্গের অপ্সরা ডানাকাঁটা পরি
না তুমি সেরকমও নও
ভারি হয়ে আশা গর্ভবতি মেঘ
না তার সাথেও তোমার খোলা চুলের
কোন মিল নেই
ঝন ঝন করে ভেঙ্গে যাওয়া কাঁচ
তুমি হাসলে এরকম শব্দও শুনি নি
অমৃতশুধা,রসের ধারা
তার দেখাও পাইনি তোমার ঠোঁটে
কোনদিন মনে হয়নি শুধু তোমার
সুশ্রী মুখের দিকে তাকিয়ে
কাটিয়ে দিতে পারব মহাকাল
তুমি পরিপূর্ণ মানবি
মানবীও স্বত্বা নিয়ে ফিরে এসো
আমার মত সাধারণের কাছে
স্বর্গীয় সুখ স্বর্গীয় তোমাকে
চাই না চাই না ।
৯টি মন্তব্য
আদিব আদ্নান
আসবে , তবে একটু টাইম লাগবে ।
"বাইরনিক শুভ্র"
ভাই আর কত?? মাথায় তো টাঁক পড়ে যাচ্ছে ।
জিসান শা ইকরাম
বাপরে , এমন নারী আছে নাকি ?
সুন্দর হয়েছে ।
"বাইরনিক শুভ্র"
আছে তো , কবির কবিতায় আর সদ্য যৌবন প্রাপ্ত যুবকের মনে ।
আসলে প্রতিটা যুবকই তার প্রেমিকাকে এভাবে কল্পনা করে মানবী থেকে দেবি বানিয়ে ফেলে ।
আর প্রেমিকারাও নিজেকে দেবী ভাবা শুরু করে ।
যখন দেবী প্রেমিকা দানবি বা মানবীর মত আচরণ করে তখনই বাধে ক্যাচাল(ব্যাক্তিগত অভিমত) ।
যে কোন ব্যাপারই স্বাভাবিক হলেই ভালো । এটাই বুঝাতে চেয়েছি ।
এই মেঘ এই রোদ্দুর
আছে আছে
"বাইরনিক শুভ্র"
ভাই মনে হয় দেখা পাইছেন ??
বনলতা সেন
আসবে আসবে ।
ভালো লেগেছে খুব ।
"বাইরনিক শুভ্র"
আপনার মুখে ফুল চন্দন পড়ুক ।
শিশির কনা
কল্পনায় তো ভালোই তৈরী করেছেন দেবীকে । আসবে নিশ্চয়ই ।