প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে প্রাধান্য দেওয়া, শ্রদ্ধা নিয়ে মনোযোগের সাথে কাজ করা, যেখানে জয় পরাজয়ের কোন প্রশ্ন থাকে না, যেন এক অনিন্দ্য সাফল্যের সিঁড়ি ধরে হাঁটছি।
ওহে মায়াময়ী রজনীর কান্না, আপনাকে নিমন্ত্রণ করি, আসুন! অভূতপূর্ব সব গ্রাহ্য সত্যের কাছে, বেষ্টিত হওয়া নিরাকার ব্রহ্মে, বিঁধে থাকা প্রকৃতির পরমানন্দে, পুষ্পারতি হওয়া দ্যুতি’র দৃপ্ততায়। আরও পদার্পণ করি নতুনত্বে, ক্ষুদ্রত্ব বিষয়ে অভিভূত হতে থাকি নিজেকে বিস্তৃত করার প্রথম ধাপে। আসুন! আমরা আরও কাছাকাছি যায়, যেখানে দুঃখ, বেদনা কিংবা কষ্টরা নিষ্পেষিত হতে থাকে, ধূলিসাৎ হতে থাকে অহেতুক সব জঞ্জাল আর অনর্থক সব বঞ্চনা।
নিমন্ত্রিত অতিথি, আসুন! জলপ্রপাতের মত স্নিগ্ধ অনুভূতির কাছাকাছি, যেখানে পাশাপাশি বয়ে যায় দুর্বোধ্য কন্ঠস্বর ও লৌহ প্রজ্বলনের মতো দুর্দমনীয় সব প্রতাপ। আমরা আরও বিশ্বাস করি, আমাদের প্রকাশিত সব নিরস্ত্র সত্যের অতুল্যে রয়েছে অমৃতের স্বাদ ও স্বর্গতুল্য সুখ।
১৭টি মন্তব্য
নুরহোসেন
ওহে মায়াময়ী রজনীর কান্না, আপনাকে নিমন্ত্রণ করি, আসুন! অভূতপূর্ব সব গ্রাহ্য সত্যের কাছে, বেষ্টিত হওয়া নিরাকার ব্রহ্মে, বিঁধে থাকা প্রকৃতির পরমানন্দে, পুষ্পারতি হওয়া দ্যুতি’র দৃপ্ততায়।
-অসাধারণ।
সাফায়েতুল ইসলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সত্যি সব সময় অমৃত সমান হওয়া উচিত, তবে তেমন হয়না বলা যায়। তারপরেও আমরা আশাবাদ ব্যক্ত করি।
সোনেলায় স্বাগতম আপনাকে।
নিয়মিত লিখুন, অন্যদের লেখা পড়ুন।
শুভকামনা।
সাফায়েতুল ইসলাম
আপনার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা হয়ে উঠুক আমার লেখার সহযোগী ও অনুপ্রেরণা। আপনাকে সাধুবাদ জানাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগল পড়ে
সুন্দর লেখা
শুভকামনা রইল
সাফায়েতুল ইসলাম
আপনাকে ধন্যবাদ। আপনার প্রতিও অসংখ্য শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
নান্দনিক কথামালায় সাজানো অনন্য সৃজন,
খুব ভালো লাগলো।
সাফায়েতুল ইসলাম
আপনার মন্তব্য ভীষণ সৃজনশীল, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
রোকসানা খন্দকার রুকু
সোনেলায় স্বাগতম আপনাকে। কবিতা ভালো লাগলো।
শুভ কামনা রইলো ভাইয়া।🌹🌹
সাফায়েতুল ইসলাম
এতো সুন্দর শুভ বার্তায় কবিতাটিকে আরও বেশী অভিরুপ মাদর্যপূর্ণ করেছে। আশা করছি অন্যান্য কবিতা গুলোর সাথে পাবো।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলায় আপনাকে স্বাগতম ভাইয়া। আপনার চাওয়া পাওয়া গুলো অসাধারন এমনটা হলে খুব সুন্দর হতো আমাদের চারপাশ টা। কিন্তু এটা পুরোপুরি অসম্ভব তবুও আমরা স্বপ্ন দেখি, আশা নিয়ে বেঁচে থাকি।
নিয়মিত লিখুন আর আমাদের সাথেই থাকুন।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাফায়েতুল ইসলাম
এই ধরণের চাওয়া-পাওয়া অসম্ভবের কিছু নয়, নিজের আদর্শে অটুট থাকলে সব কিছুই পাওয়া যায়। পৃথিবীর সমস্ত সুন্দর্য ঘিরে রাখুক আপনাকে। এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরজু মুক্তা
কবিতাটা এক নিঃশ্বাসে পড়লাম। সুন্দর, সাবলীল ও সুখপাঠ্য। সত্য স্বর্গ সম। সবসময় যদিও প্রকাশ হয়না।
সাফায়েতুল ইসলাম
কবিতার মতোই সুখকর আপনার অভিব্যক্তি, অন্য সব কবিতা গুলো পড়ার জন্য নিমন্ত্রণ রইলো।
তৌহিদ
সোনেলায় স্বাগতম ভাই। আশাকরি নিয়মিত পাব আপনাকে।
সাফায়েতুল ইসলাম
আপনাকে সাথে পেয়ে নিজেকে কৃতার্থ মনে করছি, আশা করছি আপনার নিয়মিত মন্তব্য চোখে পড়বে।
তৌহিদ
আপনিও সকলের লেখায় নিজেকে প্রকাশ করবেন এটাই কাম্য।