দুজন দুজনার

কামরুল ইসলাম ২৪ আগস্ট ২০২০, সোমবার, ০১:৫৬:৩৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

দু’জন দু’জনার ~~~

~~~ কামরুল ইসলাম

~~~~~~~~~~~~~~~

 

আমি তোমায় স্বপ্ন দিয়েছি

তুমি দিয়েছো প্রণয়

মনেতে মন প্রাণেতে প্রাণ

হয়েছে বিনিময় ।

 

আমি তোমায় বাগান দিয়েছি

তুমি ফুটিয়েছো ফুল

উছলিয়া উঠে প্রাণ

সুভাসে আকুল ।

 

আমি তোমাকে নদী দিয়েছি

তুমি দিয়েছো স্রোত ধারা

অনুকুল জোয়ারে অনুরাগে

আমরা দু’জন আত্মহারা ।

 

আমি তোমাকে পাখি দিয়েছি

তুমি দিয়েছ গলায় সুর

গানে গানে জাগে প্রাণ

আহা কি সুমধুর ।

 

আমি তোমায় সঁপেছি প্রাণ

তুমি ও যে তাই

দু’জনার বুকে এত সুখ

আর কি বলো চাই ।

৯৮৬জন ৮৩১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ