দু’জন দু’জনার ~~~
~~~ কামরুল ইসলাম
~~~~~~~~~~~~~~~
আমি তোমায় স্বপ্ন দিয়েছি
তুমি দিয়েছো প্রণয়
মনেতে মন প্রাণেতে প্রাণ
হয়েছে বিনিময় ।
আমি তোমায় বাগান দিয়েছি
তুমি ফুটিয়েছো ফুল
উছলিয়া উঠে প্রাণ
সুভাসে আকুল ।
আমি তোমাকে নদী দিয়েছি
তুমি দিয়েছো স্রোত ধারা
অনুকুল জোয়ারে অনুরাগে
আমরা দু’জন আত্মহারা ।
আমি তোমাকে পাখি দিয়েছি
তুমি দিয়েছ গলায় সুর
গানে গানে জাগে প্রাণ
আহা কি সুমধুর ।
আমি তোমায় সঁপেছি প্রাণ
তুমি ও যে তাই
দু’জনার বুকে এত সুখ
আর কি বলো চাই ।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
সুন্দর বিষয় নিয়ে লিখা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
দুজনার বুকে সুখ থাকলে আর কিছু লাগেনা। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
শামীম চৌধুরী
সুখটাই বড়। যদি দুজনে সেটা পেয়ে যায় তবে আজীবন বুকের মাঝে বুক লাগানোর আনন্দটাও আরেকটা সুখ।
কবিতার ছন্দে আপনার সুখে থাকার গল্পটাও জেনে নিলাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
ভাল থাকবেন
আলমগীর সরকার লিটন
বাহ অনুভূতির প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
শুভ কাম
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
শুভ কামনা
আলমগীর সরকার লিটন
আপনাকেউ
রোকসানা খন্দকার রুকু।
দুজনার বুকে এত সুখ থাকলে আর কিইবা চাওয়ার থাকতে পারে।
নিশ্চিন্তে কাটিয়ে দিন।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
খাদিজাতুল কুবরা
সুখের গল্প পড়ে ভালো লাগলো। সবসময় ভালো থাকুন শুভকামনা রইল
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
আরজু মুক্তা
সুখের অবগাহন চলছে। ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
রেজওয়ানা কবির
দুজন দুজনের এতেই সুখ।ভালো লিখেছেন।শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা