আতাহার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে । প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিটের উপর ।
নাজিফাহর জন্য আতাহারের অপেক্ষার রেকর্ড চারঘন্টা তেরো মিনিট ।
কখনো এবারের মতো অস্থির লাগেনি । তার কলেজ ছুটি একটায় । দুইটা চল্লিশ বেজে গেছে ।
এখনো সে বাসায় আসেনি । বিপদে পরল না তো ? নাকি জ্যামে ? কে জানে !
ঐ তো সে আসছে । সাহস করে একবার কথা বললেই হয় ।
কিন্তু প্রচণ্ড পানির তৃষ্ণা হচ্ছে । তাছাড়া এই মেয়ে এমন ভঙ্গিতে
কথা বলার সময় তাকায় বুক ধড়ফড় করে । যাই হোক ।
কথা বলা যাক । এই মেয়ে যে পরিমান গম্ভীর সাবধানে কথা বলতে হবে ।
নাজিফাহ , তোমার নাম কি ?
– এটা কোন ধরনের কথা ?
এটা সৌজন্যমূলক কথা
– আমাকে কেন বলছেন ?
তোমার নাম জানতে চাইছি । এটা তো দোষের কিছুনা ।
– নাম ধরে ডেকে নাম জানা কিন্তু দোষ ।
দোষ হলে দোষ । পানি খাওয়াতে পারবে ?
– পানি নেই আমার কাছে । বাসায় গিয়ে খান
তোমার ব্যাগে কিন্তু পানি আছে । ১০০% সিউর ।
– তারপরেও দেয়া যাবেনা ।
এক ঘণ্টা তেতাল্লিশ মিনিট ধরে তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছি।
একটু পানিও দিবেনা ? তোমাদের প্রিন্সিপাল আপাও তো এতো কঠিন না ।
– আপনি কি ইচ্ছা করেই আমার সাথে এইরকম করেন না এমনিতেই এইরকম ?
ইচ্ছা করে করিনা , তুমি আশেপাশে থাকলে শর্টসার্কিট হয় । এতো দেরি কেন বল তো ?
– আপনাকে বলবো কেন ?
– আচ্ছা বলতে হবেনা । ব্যাগে সবসময় ছাতা রাখবে । রোদেতো চামড়া পুড়ে যাবে ।
– অনেক হয়েছে । এবার বাসায় যান । সারাদিন বাসার সামনে ঘুরাঘুরি করেন , দেখতে ভালো লাগেনা ।
– কি করবো বল ! একেলা বেদনা সয়না
– একদম চুপ । বাসায় যান
আতাহারের বুক ধড়ফড়ানি কমে আসছে । এখন আফসোস লাগছে ।
আজো ভালোবাসি বলা হল না ।কোনদিন কি হবে ?
মোরাল –
তোমার সাথেই থাকুক যতই
স্বার্থ নিয়ে দ্বন্দ্ব
হৃদয় ঘরে অন্য কারো
আসা যাওয়া বন্ধ
@ প্রিন্স মাহমুদ ।
১৪টি মন্তব্য
মিথুন
এতো ভালো লাগলো লেখাটা..কোনটা বেশী লাগলো চিন্তিত, গল্পটা নাকি শেষের চার লাইন??? ;?
প্রিন্স মাহমুদ
আমার ধারনা শেষের চার লাইন । কারণ এটাকে ঠিক গল্প বলা যায়না
জিসান শা ইকরাম
অবশেষে নাজিফার দেখা মিললো , এটি একটি বিশাল ব্যাপার 🙂
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহা । ভালো বলেছেন জিসান ভাই ।
আদিব আদ্নান
ধড়ফড়ানি থেকে বুকটা এবারের মত রক্ষা পেল ।
অন্যদের আসা বা যাওয়া বন্ধ করা সহজ নয় ।
ভাল হয়েছে লেখা ।
প্রিন্স মাহমুদ
আসা যাওয়া বন্ধ করা গেলে ভালো হতো ।
খসড়া
যাক তাইলে নাজিফাহ কথার উত্তর দিসে , থাপ্পড় দেয় নাই। :p
প্রিন্স মাহমুদ
বন্ধু , আপনি কি ভেবেছিলেন ??? ধুর মিয়া ।
নীলকন্ঠ জয়
নাজিফাহ সাড়া দিলো তবে? শুভেচ্ছা প্রিন্স ভাই।
অনেক অনেক ভালো লাগা।
প্রিন্স মাহমুদ
সারা দেয়ার কি আছে ? নিজেই সারা দেয়ালাম আর কি । হাহাহাহাহা
প্রজন্ম ৭১
‘ তোমার সাথেই থাকুক যতই
স্বার্থ নিয়ে দ্বন্দ্ব
হৃদয় ঘরে অন্য কারো
আসা যাওয়া বন্ধ ‘ – এমনটাই হওয়া উচিৎ । ভালো লেখা।
প্রিন্স মাহমুদ
ঠিক বলেছেন
আফ্রি আয়েশা
চমৎকার 🙂
প্রিন্স মাহমুদ
আমি সুখে শোকাহত :p