বিয়ের আগে কি ভাবে , কত স্বপ্ন , আর বিয়ের পর কি হয়ে যায় ? একই ছাদের নীচে মশারীর মধ্যে পাশাপাশি বালিশে ঘুমিয়ে থাকে জগতের সেরা দুই শত্রু :p ( সবাই না ) । তবে কেউ সহ্য করতে পারে কেউ পারেনা ।
আসুন আমরা স্বামী স্ত্রীর কবিতায় রঙ্গে ঢঙ্গে ঝগড়া শুনি
স্বামীঃ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না ঘরে এমন ঝগড়াটে বউ।।
স্ত্রীঃ নোটন নোটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে , আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?
স্বামীঃ ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ, বিয়ের আগে লক্ষী মেয়ে, কিছুই চাইতো না।
স্ত্রীঃ হাড়- কিপ্টা………।
স্বামীঃ আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, বিয়ের পরে এখন শুধু করে যে খাই খাই।।
স্ত্রীঃ ছিপখান তিন দাঁড় তিন জন মাল্লা, কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।।
স্বামীঃ ভোঁর হল দোড় খোল খুকুমনি উঠোরে, ভালো যদি না লাগে বাপের বাড়ী ছোটরে।।
স্ত্রীঃ আগডুম বাগডুম ঘোড়ারডুম সাঁজে, আগে বুঝি নাই তুমি এত বাজে।।
স্বামীঃ আয় বৃষ্টি ঝেঁপে ধান দিবো মেপে, আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।।
স্ত্রীঃ আগে কি বলতে মনে আছে ?? পূরণ করতে তোমার মনের সাধ, আকাশ থেকে আইনা দিমু চাঁদ।। এখন বাজার থেকে শাড়ি আনাও বাদ, কে জানত আগে, প্রেমে এত খাঁদ।।
স্বামীঃ তোমার মনে নাই কি বলছ?? সোনা চাইনা দানা চাইনা, কোর্মা গুস্ত খানা চাইনা, ধন দৌলত এক আনা চাইনা, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে।।
স্ত্রী – আমি কিছুই চাইনা শুধু শান্তি চাই।।
আমরা স্বামী স্ত্রীর এমন সুখ শান্তি চাই ।
ওম শান্তি ওম ………… (3
লেখাটি ফেইসবুকের একটি গ্রুপ থেকে নেয়া । নাম মনে নেই । ছবি গুলো নেট থেকে নেয়া।
৪৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত রাত্র কী মাইর শুরু হল নাকি শান্তির ছলে ।
লীলাবতী
ওম শান্তি ওম ………… 🙂
অলিভার
:D)
তবে গানে গানে না বলে কবিতায় রঙ্গে ঢঙ্গে বললে আরো বেশি ভালো হতো…
ছাইরাছ হেলাল
এখানে এই প্রথম মন্তব্যকারী ব্লগার অলিভারকে স্বাগত জানালাম ।
অলিভার
অনেক ধন্যবাদ হেলাল ভাই 🙂
সম্মানিত বোধ করছি, যদিও সবার থেকে জুনিয়র আমি \|/
ছাইরাছ হেলাল
প্রোপিকের ছবিটি কার ?
অলিভার
ওটা গুগল থেকে ধার করা :p
লীলাবতী
আচ্ছা এডিট করে দিচ্ছি ভাইয়া , আপনার পরামর্শ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।
অলিভার
🙂
কৃন্তনিকা
অনেক কিউট… (3 (3 (3
মজাও পেয়েছি… (y) (y) (y)
লীলাবতী
কৃন্তনিকা আপুউউউউউউউউউউ 🙂 কেমন আছেন ? কত্তদিন পরে আপনাকে পেলাম এখানে -{@
কৃন্তনিকা
এইতো। ভালো আছি। মাঝে মাঝেই আসি।
তা লীলাবতীর লীলা কেমন চলছে? :p
লীলাবতী
আমিও অনেক দিন পরে আসলাম । লীলা ভালো চলছেনা । ফেইসবুকের পাসোয়ার্ড হারিয়ে ফেলেছি আপু 🙁 🙁
জিসান শা ইকরাম
প্রথম ছবিটা দেখে :D) :D)
এত দিন পরে এসেই এই পোষ্ট 🙂
দারুন হইছে ।
লীলাবতী
🙂 খুশী হলাম 🙂
ব্লগার সজীব
স্যান্ডেল দিয়া মাইর হবে ? গলার কাছে কিন্তু হাত আছে 🙂 :p
লীলাবতী
গলায় হাত দিয়ে দেখুকনা , মাইর একটাও নীচে পর্বে না :D)
সাইদুর রহমান সিদ্দিক
ভালই লাগল,তবে মেয়েদের দোষখানা একটু বেশি
লীলাবতী
মেয়েদের নরম পেয়ে সবাই একটু অত্যাচার বেশী করে ।
সিনথিয়া খোন্দকার
সারছে! কি ভয় দেখাইলেন!
অনেকদিন পর লিখলেন বোধহয়, এবং যথারীতি প্রত্যাশার “Bar” টা ডিঙ্গিয়ে গেছেন অনায়াসেই। (y)
আগুন রঙের শিমুল
:D) ড্রাইছে
লীলাবতী
কভী নেহি , আপু অনেক সাহসী 🙂
লীলাবতী
আপু কি বিয়ে করেননি এখনো ? ভয় নেই আপু । না খাইলে পস্তাইবেন 🙂 প্রসংসায় লজ্জা পেলাম আপু :p
সিনথিয়া খোন্দকার
লাড্ডু চেখে দেখি নি এখনো। তবে লাইনে আছি।
যত সাহসী লোকই হোক, এই ভয়ে সবাই ই কম- বেশি কুপোকাত হয়। 🙁
প্রশংসায় লজ্জা পেলে হবে? এমন লেখা লিখলে প্রশংসা হজম করতেও পারতে হবে। 😀
মশাই
এই যদি অবস্থা হয় এই মাঝ রাতে তাহলে বিয়ের নাম আর মুখেই নিলাম না। আমার কুমার বনেই ভাল, ছবিগুলো যা দিছেন মনে চাইতেছে**********************
না নিচে আইসা আর লাভ নাই মনে কি চাইতেছে তা আর কমু না এহন…………..
বউ এর আত্মার মাগফেরাত কামনা করি। :p
লীলাবতী
না খাইলে পস্তাইবেন । দিল্লীকা লাড্ডু ইহা ভাইয়া :D)
মশাই
তবে হ্যাঁ যতই ভয় দেখান এই দিল্লিকা লাড্ডু একবার টেস্ট করুমই।
পুষ্পবতী
মশাই আপনার যে বউ হবে তাকে কিন্ত বলে দিবো?তাই সাবধানে থাকবেন। 🙂
লীলাবতী
করুন করুন অভয় দিচ্ছি 🙂
মা মাটি দেশ
-{@ (y) বতী ১০০ ভাগ মার্ক 🙂
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া -{@
পুষ্পবতী
স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হলে অবস্থা খুব খারাপ হবে। লীলাবতী আপু লিখা পড়ে মজা পেলাম। ধন্যবাদ। -{@
লীলাবতী
আপু ভয়ের কিছু নেই , এটা তো ফান -{@
মশাই
Blog e ki koilam na koilam esob niya ki sukher ghore agun diya lav hoibo pushpoboti? Apnio valo hoiya jan@ pushpoboti
বনলতা সেন
লাড্ডুর ছড়াছড়ি চলছে দেখছি । মুখে ওম শান্তি বললেই বুঝি শান্তি হয় ?
অবশ্য তুলোর চেয়ার হলে যুদ্ধ যুদ্ধ খেলা মন্দ হয় না ।
চলুক যুদ্ধ যুদ্ধ শান্তি ।
লীলাবতী
তুলোর চেয়ার নয় আপু , ষ্টিলের চেয়ার 🙂
বনলতা সেন
ষ্টীলের চেয়ার ! মরে যাবে না ?
শুন্য শুন্যালয়
উহা এমন এক লাড্ডু, একমাত্র উহাই অন্যের পরামর্শ মানেনা, হাতে নাতে মানে মুখে খেয়ে তবেই বিশ্বাস :Wink:
সবাই দেখি খুব হাসিহাসি মুখে কুংফু করতেছে, কারো হাতেই ঝাড়ু দেখলাম না, এইডা কিছু হইলো?
লীলাবতী
ঝাড়ুর ব্যবহার কেউ জানেনা তাই দেখেননি । আপনি মনে হয় অভিজ্ঞ 🙂 শেয়ার দিন শেয়ার দিন :D)
আগুন রঙের শিমুল
ফাডায়ালছেন 😀
লীলাবতী
ফাডাইহালছি , শব্দই তো হলোনা ভাইয়া 😀
মিসু
:D) :D) :D) ওম শান্তি ওম (3
লীলাবতী
ওম শান্তি ওম (3