করোনায় মানব জীবনের কঠিন এই ক্ষণে
কিছু মানুষ জীবনকে আরো কঠিন করার দৃঢ় প্রত্যয়ে
জান বাজি রেখে চাপিয়ে দিচ্ছে সব অন্যের উপর।
তারপর সেই অন্যজন জীবনের ঝুকি নিয়ে দ্বারে দ্বারে ছুটছে নিরন্তর
মুক্ত হতে হবে ওদের বন্ধন থেকে যেকোন উপায়ে কারণ,
বেঁচে থাকার শেষ উপায় যে এটিই তার কাছে।
বাড়ির শহরে করোনার রেড সিগন্যাল জ্বলে উঠতে পারে যখন-তখন
তাই তো ছোটা দ্বিগুণ গতিতে দিবা নিশি।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
করোনা আমাদের পিছু নিয়ে তাড়িয়ে বেড়াচ্ছে,
প্রাণ পণে পালাতে চাচ্ছি,
অনুভুতি প্রকাশ করাই যেতে পারে।
কামাল উদ্দিন
আমি কি লিখেছি আমিও বুঝি নাই, আপনি বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ। তবে কবিতা লেখার জন্য বুঝাটা জরুরী না, এটা আমি ভালোই বুঝতে পেরেছি। এখন থেকে আমিও হলাম কাকবাসী 😀
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখেছেন ভাইয়া।
শুভ কামনা রইল।
কামাল উদ্দিন
এটা আমার বর্তমান জীবনের বাস্তবতা নিয়ে লেখা আপু
সুপর্ণা ফাল্গুনী
কামাল ভাইয়ের অসম্ভবকে সম্ভব করার আরেকটি নমুনা পেলাম। করোনার রেড সিগন্যাল যেকোন সময় যে কারো দুয়ারে জ্বলে উঠতে পারে। সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
আশংকা সত্যি করে অলরেডি নতুন রেড সিগন্যালে আমার বাড়ির শহর আবারো লকডাউনে যাচ্ছে।
নিতাই বাবু
বাস্তবতা নিয়ে লিখেছেন, শ্রদ্ধেয় দাদা। সত্যি বলতে কী, বর্তমান সময়ে এই প্রাণঘাতী নভেল করোনাভাইরাস থেকে নিজেকে এবং নিজের সহধর্মিণীকে ভাড়াটিয়া বাড়ির সকল ভাড়াটিয়াদের বাঁচাতে খুবই সচেতন হয়ে পড়েছি, দাদা। তবুও মনের ভেতর থেকে ভয় দূর করতে পারছি না। একটু শরীর ব্যথা হলেই, মনের ভেতরে করোনা’র সুর বাজতে থাকে। তখনই একটা নাপা এক্সট্রা ট্যাবলেট গিলে ফেলি। এ হলো আমার বর্তমান সময়ের অবস্থা, দাদা।
আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী!
কামাল উদ্দিন
আমাদের সবার একই অবস্থা দাদা, কতো ট্যেবলেট যে এই কয়দিনে গিললাম, এমন কি সরাসরি করোনার ঔষধও ইতিমধ্যেই গিলে নিয়েছি 😀
নিতাই বাবু
করোনা’র ঔষধ কি বেরিয়েছে, দাদা। তা কোথায় পাবো?
কামাল উদ্দিন
সবই ভুয়া দাদা, তবু আমি খেয়েছি। করোনার ঔষধের জন্য বিশ্ব এখনো পাগল হয়ে আছে।
সুরাইয়া পারভীন
জীবন বাজি রেখে ছুটতে হবে আর কত
এই দুর্বিষহ জীবন যাপন আর কত
আর কত গুনতে হবে মৃত্যুর প্রহর
কামাল উদ্দিন
ইতিমধ্যেই টায়ার্ড হয়ে গেছি আপু, জানিনা আর কতোটা পথ ছুটতে পারবো।
শামীম চৌধুরী
কামাল ভাই আপনার কবিতার ভাবনাগুলি নিয়ে কাল আমি একটা লেখা লিখি। যে ছেলেটি জীবনে কাউকে ভয় করেনি সে এখন ভয় করে করোনাকে। মৃত্যুর জন্য নয়। সমাজিক বন্ধন থেকে দুরে ঠেলে দিবে সেটার জন্য।
ভাল লাগলো।
কামাল উদ্দিন
হুমম, করোনা আক্রান্ত রোগীকে এখন মানুষ অভিশপ্ত মনে করে। যেটা অবশ্যই কাম্য নয়।
সুপায়ন বড়ুয়া
ভ্রমন ছেড়ে কবিতায়
এলেন মোদের কামাল ভাই
ভাল লাগলো পড়তে গিয়ে
যেমন অনেক মজা পাই।
শুভ কামনা।
কামাল উদ্দিন
এই মহামারিতে ভ্রমণের নাম নেওয়াও উচিৎ না, দেখি কিছু মনের অনুভুতি লেখেই ব্লগে টিকে থাকতে পারি কিনা দাদা।
পার্থ সারথি পোদ্দার
প্রাসঙ্গিক বিষয়ের উপস্থাপনা ভালোই লেগেছে ভাই
শুভ কামনা রইল।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
প্রদীপ চক্রবর্তী
সমসাময়িক বিষয় নিয়ে যথার্থ প্রকাশ দাদা।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, ভালো থাকুন সব সময়।
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুগ্ধকর।
কামাল উদ্দিন
আমার কাছে কিন্তু মনোমুগ্ধকর মনে হয়নি ভাইজান।
সাবিনা ইয়াসমিন
তারপর সেই অন্যজন জীবনের ঝুকি নিয়ে দ্বারে দ্বারে ছুটছে নিরন্তর
মুক্ত হতে হবে ওদের বন্ধন থেকে যেকোন উপায়ে কারণ,
বেঁচে থাকার শেষ উপায় যে এটিই তার কাছে…
ঠেকেছে পিঠ দেয়ালে
ক্লান্তির ভার বয়ে অক্ষম হচ্ছে দেহ,
রেড সিগনালের আওতা পেরিয়ে
সব ভুলে কেবলই নিরন্তর ছুটে চলা,
স্থিরতা নিয়ে-স্থবিরতায় মরতে চায় না কেহ..
কবি কামাল ভাই,
ভক্তের সালাম নিন
আরও-আরো কবিতা উপহার দিন 🙂
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, দেয়ালে পিঠ ঠেকেছে, মনে শান্তি নাই।
হালিম নজরুল
কামাল ভাই,
আমি কিন্তু আপনার ভক্ত ভ্রমণকাহিনীর জন্য।
আবার আমাকে কিনে নিচ্ছেন কবিতা দিয়েও!
কামাল উদ্দিন
কিযে বলেন নজরুল ভাই, আমার বাস্তব অনুভুতিটাকেই এখানে আমি প্রকাশ করেছি মাত্র।
আরজু মুক্তা
রেড সিগন্যাল জারি হয়ে গেছে।
কামাল উদ্দিন
জ্বি আপা, আমার বাড়ির শহরে লক ডাউনের মুখোমুখি।