দিনবদল

তৌহিদুল ইসলাম সরকার ১৯ মে ২০১৫, মঙ্গলবার, ০১:০৯:১৪অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

শুরু হলো এই ব্লগে পথচলা- আজ থেকেই….

দিনে দিনে দেশটা আমার

যাচ্ছে হয়ে কেমন,

দেখেছি যা নেইতো কিছুই

আগের মতো তেমন,

সহজ-সরল মানুষ যে নেই

সহজ-সরল আর,

বদলে যাওয়া মানুষরা সব

স্বার্থ খুঁজে তাঁর !

চায় না ভাল কেউ যে কারো

একটু দিয়ে ছাড়,

চায় যে শুধু আপন মনে

ভালোটা যার যার !

দেশের ক্ষতি দশের ক্ষতি

ভাবনাতে নেই কারো,

চাইছে যত পেলেও তত

লাগবে নাকি আরো !

এমন করে দেশটা আমার

কেমনে থাকে ভালো,

হায় বিধাতা ! আর কতদূর

দিনবদলের আলো !

৩৩১জন ৩৩১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন