দিনে দিনে দেশটা আমার
যাচ্ছে হয়ে কেমন,
দেখেছি যা নেইতো কিছুই
আগের মতো তেমন,
সহজ-সরল মানুষ যে নেই
সহজ-সরল আর,
বদলে যাওয়া মানুষরা সব
স্বার্থ খুঁজে তাঁর !
চায় না ভাল কেউ যে কারো
একটু দিয়ে ছাড়,
চায় যে শুধু আপন মনে
ভালোটা যার যার !
দেশের ক্ষতি দশের ক্ষতি
ভাবনাতে নেই কারো,
চাইছে যত পেলেও তত
লাগবে নাকি আরো !
এমন করে দেশটা আমার
কেমনে থাকে ভালো,
হায় বিধাতা ! আর কতদূর
দিনবদলের আলো !
৯টি মন্তব্য
খেয়ালী মেয়ে
বেশ ভালো লিখেছেন (y)
সোনেলাতে স্বাগতম -{@
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়।
প্রথম কবিতা ভালোই লেগেছে ।
আপনার সম্পর্কে পড়লাম আপনার প্রফাইলে
লেখার সাথে জড়িত অনেক পুর্ব থেকেই।
নিজের লেখা সবাইকে পড়ান
অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
সোনিয়া হক
আগমনি কবিতা ভালো লেগেছে।
অলিভার
আরও একজন ছন্দের যাদুকরের আগমন :c
স্বাগতম সোনেলা পরিবারে 🙂
মেহেরী তাজ
কবিতা ভালো লেগেছে।
সহজ ভাষায় সুন্দর উপস্থাপন…..
সোনেলা পরিবারের প্রাণের উঠানে স্বাগতম।
শুন্য শুন্যালয়
দিনবদল হচ্ছে, তবে সেটা আলোর দিকে নাকি অন্ধকারের দিকে আমরা সবাই প্রশ্নের সামনে।
বেশ ভালো একটা ছন্দের কবিতা দিয়ে শুরু করলেন। সোনেলায় স্বাগতম আপনাকে। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লেখা পোষ্ট করে উদাও তবুও স্বাগতম সোনেলায়।
তানজির খান
কবিতার ভাব গভীর কিন্তু প্রকাশটা আরেকটু নান্দনিক হলে আরো সমৃদ্ধ হতো। ভাল হয়েছে।
অনিকেত নন্দিনী
ব্লগে পথচলার প্রথম কবিতা ভালো লেগেছে।