এতকাল যাবৎ এই যে এতো হম্বি-তম্বী ,
রামায়ন ক্লীষ্ট থেকে মহাভারত শ্রেষ্ঠ!
সকালে রাম তো অবেলার রাবণ!
সবই ঐ আমার মায়ের বুকের উপর দাড়িয়ে!
ছোট্টো থেকেই ছেড়াঁ ছেড়াঁ চোখে দেখি ‘মায়ের দহনযাত্রা’!
কাচাঁরোদের রান্নাশালের অন্নপূর্ণা! তো আবার দুপুরে বিশ্বের জজ্ঞালের ‘কালী’!
আর রাতের লিঙ্গশূলে বিদ্ধ পুরুষ-পিতার ‘দ্রোপদী’!
সব বাবাই তো লুটের জন্য পণ
দিয়ে মেয়ে দিয়েছে!
লুঠের মাল!তাই শতাব্দীর পর শতাব্দী হরিলুঠ হয়!
গর্ভদ্বার থেকে বুকের পাঁজরের খোলে কি ব্যাথা!
মায়ের রেচনের সঙ্গে আজকাল ভীষণ রক্তপাত!
ফেকাঁসে শরীরে হলদে চোখে
মা মুখচেপে কাঁদে!
পুকুর ধারে ভাঙ্গাথালার বোঝা হাতে!
গভীরে কাঁপে সারা কালোমেঘের আকাশ!ঝড় ওঠে! নিষ্পাপ ভাই ভাসে!মরে!
বয়সী মা কিছুই কাউ কে
বলতে পারে না!বুক চেপে রাখে!
সঙ্গে থালা!
নেশাগ্রস্থ পিতার শ্রবণ মাত্রা তীব্র বেশ!
জন্ম থেকেই সব মেয়ে অকালের সতীন!
না হয় শশ্মানযাত্রা ভয় কপালে লেগে থাকে তার রেশ!
৮টি মন্তব্য
যাযাবর
দহনযাত্রা , অবিরাম চলছে এভাবেই । চলবে এভাবেই আর কত যুগ যুগ কে জানে !!
এই মেঘ এই রোদ্দুর
গায়ের লোম কাটা দিয়ে উঠল………. সত্য সুন্দর কথাগুলি মনে লেগে থাকবে আজীবন
খুবই সুন্দর লিখেছেন ভাই………….বাস্তব সত্য । শুভকামনা সততততততত
জিসান শা ইকরাম
কবি , অনেক সুন্দর লিখেছেন। সত্যি , এভাবেই চলছে । আমরা ভাবিনা , তাই বুঝি না।
ছাইরাছ হেলাল
কঠিন এ বাস্তবতা ।
বেশ গুছিয়ে লিখেছেন ।
শিশির কনা
অনেক সুন্দর লিখেছেন ভাই। ভালো লেগেছে খুব।
লীলাবতী
কবিতা পাঠে ভালো লাগা
জবরুল আলম সুমন
জীবন থেকে নেয়া বলেই জীবন্ত কবিতা…
সুরাইয়া পারভীন
সব বাবাই তো লুটের জন্য পণ
দিয়ে মেয়ে দিয়েছে!
লুঠের মাল!তাই শতাব্দীর পর শতাব্দী হরিলুঠ হয়!
কঠিন সত্য।
বাস্তবতার চমৎকার প্রকাশ