নিতম্বে হস্ত ঠেকিয়ে অলীক বিভোরে
পাষণ্ডটা মাতাল হয়ে যায় প্রায়
এ অনিয়ম প্রতিনিয়ত হতে হতেই
আজ নিয়মের সুউচ্চ স্থানে আসীন হয়েছে।
কেউ দেখে তৃপ্তির ঢেঁকুর গিলে
আবার কেউ না দেখার ভানে মজা নেয়
প্রতিবাদহীন প্রত্যেকটা মূহুর্ত যেন
শকুনের নির্লিপ্ত থাবা আর থাবা।
আমাকে আশ্রয় দাও, কি দেবে?
প্রগাঢ় সুন্দর ও নিরাপদ স্থানে এবং
কায়ায় জড়িয়ে দাও নিরাপত্তার চাদর।
মানুষ আহঃ কিসের মানুষ?
মানুষের সংজ্ঞায় জুড়ে দিতে ইচ্ছে হয়
কামুক দৃষ্টিপাত করা আশ্বিনের কুকুরের প্রতিচ্ছবি।
মানুষ হারিয়ে ফেলেছে নিজস্ব স্বকীয়তা
মস্তিকে নিকোটিন আর এলকোহলে
দখল করেছে প্রতিটি ঘড়ির কাঁটা।
প্রতিনিধিত্ব করছি আমরাই
শ্লীলতাহানির মহোৎসবে আমরাই দর্শক
পুনশ্চ আমরাই পদোন্নতি নিয়ে হয়ে উঠি ধর্ষক।
৫টি মন্তব্য
সুরাইয়া পারভীন
মানুষের অন্তরালে না-মানুষের লোলুপ দৃষ্টি, লকলকে জিভে প্রতিনিয়ত করছে নৃশংস নোংরামি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সুন্দর লেখা
মনির হোসেন মমি
বর্তমানের ভয়ংকর রূপ কবিতায় ফুটিয়ে তুলেছেন।এ বিভৎস উৎসব যেন ক্ষান্ত চিির তরে। লিখুন আরো শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন বর্তমানের এই চরম নির্লজ্জতা, বিভৎসতা। আরো লিখুন ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরত
তৌহিদ
আপনি কিন্তু চমৎকার লেখেন। বর্তমান প্রেক্ষাপট লেখায় দারুণভাবে ফুটে উঠেছে। নিয়মিত লিখুন, অন্যদের লেখা পড়ে আপনার সুগঠিত মতামত জানান।
শুভকামনা সবসময়।
আলমগীর সরকার লিটন
জীবনের একটা অভিশাপ পাপ করতে করতে শেষ চমৎকার ভাবনার প্রকাশ কবি