থাকা না-থাকা

নিরব সাগর ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ০২:০৬:৪৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

যে ভুলে যাবে,

 সে ভুল বুঝে ভুলে যাবে।

 তার কাছে মনে রাখার মত কিছু নেই।

যে মনে রাখবে,

সে এমনিতেই মনে রাখবে।

তার কাছে প্রাপ্তি বলতে কোন কিছু নেই।

যে দূরে থাকবে,

সে শত বাঁধনেও দূরে থাকবে।

তার কাছে বন্ধন বলে বাধা কিছু নেই।

যে কাছে থাকবে,

সে শত কষ্টেও কাছে থাকবে।

তার কাছে অতৃপ্তি  বলতে কিছু নেই।

যে চলে যাবে,

সে চোখের জলে ভেসে চলে যাবে।

তার জন্য পদ্মা-মেঘনা

যমুনার জলের দরকার নেই ।

যে থেকে যাবে,

সে প্রভুভক্ত কুকুরের মত থেকে যাবে।

তার জন্য গাড়ি বাড়ি, চাকরির মতো বিলাসিতা প্রয়োজন নেই।

থেকে যাওয়াতে কোন কিছু নেই।

না থাকাতেই অনেক কিছু থেকে যায়

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ