সে ভুল বুঝে ভুলে যাবে।
তার কাছে মনে রাখার মত কিছু নেই।
যে মনে রাখবে,
সে এমনিতেই মনে রাখবে।
তার কাছে প্রাপ্তি বলতে কোন কিছু নেই।
যে দূরে থাকবে,
সে শত বাঁধনেও দূরে থাকবে।
তার কাছে বন্ধন বলে বাধা কিছু নেই।
যে কাছে থাকবে,
সে শত কষ্টেও কাছে থাকবে।
তার কাছে অতৃপ্তি বলতে কিছু নেই।
যে চলে যাবে,
সে চোখের জলে ভেসে চলে যাবে।
তার জন্য পদ্মা-মেঘনা
যমুনার জলের দরকার নেই ।
যে থেকে যাবে,
সে প্রভুভক্ত কুকুরের মত থেকে যাবে।
তার জন্য গাড়ি বাড়ি, চাকরির মতো বিলাসিতা প্রয়োজন নেই।
থেকে যাওয়াতে কোন কিছু নেই।
না থাকাতেই অনেক কিছু থেকে যায়।
৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন
“থেকে যাওয়াতে কোন কিছু নেই।
না থাকাতেই অনেক কিছু থেকে যায়।” খুব ভালো লাগলো ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
নিরব সাগর
অনেক দিন পর আপনার সাথে সাক্ষাত পেয়ে ভাল লাগলো।
আরজু মুক্তা
শেষের লাইনটা খুব ভালো লাগলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ। শেষটুকু মনে দারুন।
শুভ কামনা রইলো।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়