অপাপবিদ্ধ সি-গাল পাখীটির মৃত্যু হলো আজ । যদিও ওর জন্যে কোনো শোকসভা কিংবা কোনো আন্দোলন-মিছিল কিছুই হয়নি । খুণ হলো আজ পাখীটির জীবন । তার হত্যাকারী সাজা পাবেনা কখনো ।
ব্যস্ততর পথে হেঁটে যেতে যেতে চেয়ে দেখলাম দু’দিকে দুটো ডানা ছড়িয়ে পড়ে আছে । আগামী ভোরে ময়লার গাড়ী এসে তুলে নেবে । তারপর সব ট্রাশ ।

কিছুদূর সামনে এগিয়ে চোখে পড়লো একটি চার্চ এবং একটি ফুনারেল হোম । পাশাপাশি সহবস্থান । চার্চের বোর্ডে লেখা সিনথিয়া এবং আইরিশ-এর বিয়ের অনুষ্ঠান , তার পাশেই ফুনারেল হোমের বোর্ডে লেখা মিসেস রোজ এন্ডারসন । দু’দিকেই দুটো লিমুজিন । একদল মানুষের শরীরে কালো , অন্যদিকে শুভ্র সাদা পোষাক আর হরেক রং-এর ছড়াছড়ি ।

ঠিক এর উপরেই আকাশ জুড়ে অজস্র সি-গালসহ নাম-না জানা পাখীর দল ।

হ্যামিল্টন , কানাডা
১০ আগষ্ট , ২০১৪ ইং ।

১২৯৮জন ১২৯৮জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ