অপাপবিদ্ধ সি-গাল পাখীটির মৃত্যু হলো আজ । যদিও ওর জন্যে কোনো শোকসভা কিংবা কোনো আন্দোলন-মিছিল কিছুই হয়নি । খুণ হলো আজ পাখীটির জীবন । তার হত্যাকারী সাজা পাবেনা কখনো ।
ব্যস্ততর পথে হেঁটে যেতে যেতে চেয়ে দেখলাম দু’দিকে দুটো ডানা ছড়িয়ে পড়ে আছে । আগামী ভোরে ময়লার গাড়ী এসে তুলে নেবে । তারপর সব ট্রাশ ।
কিছুদূর সামনে এগিয়ে চোখে পড়লো একটি চার্চ এবং একটি ফুনারেল হোম । পাশাপাশি সহবস্থান । চার্চের বোর্ডে লেখা সিনথিয়া এবং আইরিশ-এর বিয়ের অনুষ্ঠান , তার পাশেই ফুনারেল হোমের বোর্ডে লেখা মিসেস রোজ এন্ডারসন । দু’দিকেই দুটো লিমুজিন । একদল মানুষের শরীরে কালো , অন্যদিকে শুভ্র সাদা পোষাক আর হরেক রং-এর ছড়াছড়ি ।
ঠিক এর উপরেই আকাশ জুড়ে অজস্র সি-গালসহ নাম-না জানা পাখীর দল ।
হ্যামিল্টন , কানাডা
১০ আগষ্ট , ২০১৪ ইং ।
৩৪টি মন্তব্য
সাইদ মিলটন
মৃত সীগালের ডানায় লেপ্টে থাকা অজস্র স্বপ্নের মিহিকুচি, নোনা জলের ঘ্রাণ … আর নতুন জীবনের শুরুর প্রতি হাসিমাখা শুভকামনা। এইসব নিয়ে একান্তে চলে যাওয়া কারও, যাজকের নির্বিকার মুখ … পবিত্র জলের ফোটা। প্রতিটি উৎসব পরিবর্তিত শোকসভা। ভাল্লাগছে 🙂
নীলাঞ্জনা নীলা
মন্তব্যটা মন ছুঁয়ে নিলো…
নুসরাত মৌরিন
জীবনের সকরুন আনন্দ বেদনার কাব্য পাশাপাশি – ভাল লাগলো।
একা আকাশটাই হয়ত সাক্ষী হয়ে থাকে, ওই পাপহীন সি-গালের প্রস্থানের কিংবা কারো নতুন জীবনের আবাহনের…।
নীলাঞ্জনা নীলা
লেখাটি সত্যি ঘটনা নিয়ে কিন্তু…
সীমান্ত উন্মাদ
পাখির অপ মৃত্যু আমাকে খুব কাঁদায় ভীষন ভাবে
নীলাঞ্জনা নীলা
সেদিন আমিও কেঁদেছিলাম…
খসড়া
ত্রাহ্যস্পর্শ শব্দটির মানে বুঝতে পারছি না প্লিজ। লেখা ছবি বর্ননা চমৎকার।
নীলাঞ্জনা নীলা
ত্রাহ্য মানে হচ্ছে তিন…আর ত্রাহ্যস্পর্শ হলো পবিত্র স্পর্শ…
খসড়া
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
🙏🙏
ব্লগার সজীব
এইত জীবন – গান মনে পরে গেলো নীলাদি। লিংক টা দিচ্ছি গানের। মন খারাপ হয়ে যায় এমন ভাবনায়।
নীলাঞ্জনা নীলা
লিঙ্ক কোথায়…এখুনি চাই…
জিসান শা ইকরাম
আপনার দেখার দৃষ্টি এবং অনুভব অত্যন্ত তীক্ষ্ণ
কষ্ট এবং আনন্দকে পাশাপাশি এনে এভাবে লেখা অত্যন্ত কঠিন।
ভালো লেগেছে লেখা।
নীলাঞ্জনা নীলা
জিসান শা ইকরাম আপনাকে ধন্যবাদ…ঈদ মোবারক…
বনলতা সেন
সাদা আর কালো
দু’টোই সমান ভালো।
নীলাঞ্জনা নীলা
বাহ…রবি বুড়োর লাইন আছে এমন…”তোমার আঁধার , তোমার আলো…দুই-ই আমার লাগলো ভালো…”
রিমি রুম্মান
ভাল লেগেছে… ত্রাহ্যস্পর্শ শব্দটি নতুন শুনলাম। মানে জানতে পারলে ভাল লাগতো … শুভকামনা
নীলাঞ্জনা নীলা
ত্রাহ্য মানে হচ্ছে তিন…আর ত্রাহ্যস্পর্শ হলো পবিত্র স্পর্শ…ঈদ মোবারক…
ছাইরাছ হেলাল
ভিন্ন রকম লেখা , আমি এই লেখা এমন লেখা আরও পড়তে চাই ।
রেল লাইন চলে সমান্তরাল —এ জন্যই হয়ত বলা হয়।
নীলাঞ্জনা নীলা
লেখাটি সত্য ঘটনা নিয়ে…নিজের চোখে দেখা…আমি যে এমন দৃশ্য আর দেখতে চাইনা…হুম রেললাইন বহে সমান্তরাল…
মিথুন
এটিই জীবন। মন খারাপ করা অনুভুতি। ভাবায় আমাদের।
নীলাঞ্জনা নীলা
সেদিনটা যে কেমন কেটেছিলো আমার…
প্রজন্ম ৭১
লেখা পড়ে স্তব্দ হয়ে গেলাম নীলাদি
নীলাঞ্জনা নীলা
দৃশ্যটা চোখের সামনে ভেবে দেখো , পৃথিবীটা অনেক দূরের আর অপরিচিত মনে হবে…
লীলাবতী
২ নং মন্তব্যের জবাবে জানলাম এটি সত্যি ঘটনা। জীবন থমকে যাবার মত ঘটনা। তারপরেও এটিই জীবনের অংশ। খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন নীলাদি।
নীলাঞ্জনা নীলা
অশেষ ধন্যবাদ দিদি…
স্বপ্ন
বিয়ে, শোক এর ড্রেস, গাড়ি এমন ভাবে দেখালেন যে কেপে উঠলাম আমি। এরপরে মৃত সি গাল। নীলাপু মন বেশ খারাপ হয়ে গেলো।
নীলাঞ্জনা নীলা
মন খারাপ করোনা ভাইয়া…এটাই যে জীবন…
শুন্য শুন্যালয়
দেখবার দৃষ্টি আর চিন্তার গভীরতা। চমৎকার লেখা আপু। মন খারাপ করিয়ে দেয়া। এইসব নিয়েই দিনরাত্রি।
নীলাঞ্জনা নীলা
আমাদের সকলের দিন-রাত্রি…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তারপর সব ট্রাশ ।
নীলাঞ্জনা নীলা
সেটাই…
মিসু
ফেইসবুকে আগেই পড়েছি। একই সাথে এমন ঘটনা দেখা বিরল এবং কষ্টকর।
নীলাঞ্জনা নীলা
সুমী এখানে পাশাপাশি চার্চ আর ফুনারেল হোম থাকে…তবে আমি এমন দৃশ্য আর দেখতে চাইনা…