ত্যাগ

রিমি রুম্মান ৭ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১২:২৯:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

অনেক বছর আগে এপ্রিলের এই দিনে আমার চিরচেনা ঘর, জন্ম শহর সব ছেড়ে স্বামী’র ঘরে যাই অন্য সব নারীদের মতো। ভোরে ঘুম ভেঙ্গে দেখি, অচেনা ঘর, অচেনা মানুষজন। জন্মাবধি যারা আমার মনের ভাষা, চোখের ভাষা বুঝে নিতো, তাদের খুঁজে বেড়ায় আমার অবুঝ দু’টি চোখ নতুন ঘরের আনাচে-কানাচে। ভেতরটা গুমরে উঠে। আমার খেলার সাথী, স্কুলের সামনের কানু দা’র আচার, আমার সাঁতার শেখা লেক, ছাদে টবে যত্নে লাগানো ফুলের গাছ, বারান্দায় খাঁচায় অল্প অল্প কথা শেখা টিয়া, চেনা মানুষজন সব এক দস্তখতে দূরের হয়ে গেলো ! এই নিয়ম বড় বেশি নির্মম, নির্দয় মনে হলো …
যে মা আমার রাত জেগে পড়ার সময়টাতে নির্ঘুম পাশে বসে ঝিমিয়েছে দিনের পর দিন,
অসুখের সময়টাতে বিরামহীন সেবা’র পাশাপাশি রাতভর প্রার্থনায় দু’চোখের জল ঝরিয়েছে,
যে বাবা ঘুম থেকে জাগিয়েছে, কোলে নিয়ে হেঁটে হেঁটে ” রি-মি… মা… মা… উঠ্‌”___ বলে,
যে বাবা অভিমানে না খেয়ে ঘুমিয়ে থাকা আমায় সকলের অগোচরে মাঝরাতে ডেকে তুলে খাইয়েছে…

সব… স-ব ছেড়ে থাকা হুহু করা সময়টাতে কেবলই মনে হতো __

” আমি কি রকমভাবে বেঁচে আছি
তুই এসে দেখে যা, নিখিলেশ ! ”

## একজন নারীর এই ত্যাগ কিসের সাথে তুলনা দেয়া যায়, আমার জানা নেই।
ঘরে থাকা আপনার মা, বোন, স্ত্রী, কন্যা’কে ভালোবাসুন… সন্মান করুন।

৪৮১জন ৪৮১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ