মাঝে মাঝে কিছু ভালো মুহূর্ত এসে ধরা দেয় আমার কাছে
যার জন্য আমি অপেক্ষায় থাকি,
ঠিক যেন সকালের সূর্যের মত,সূর্য যেমন পৃথিবীকে তার সোনালী আলো দিয়ে রাঙ্গিয়ে দেয়।
তেমন করে আমার মনের চিলেকোঠায় কিছু ভালো মুহূর্ত আলোকিত করে,
কি যে ভালো লাগে তখন মনে হয় যেন বেঁচে আছি এই মুহূর্ত পাবার জন্য।।
কিন্তু এই ভালো সময়গুলো আমাদের মাঝ থেকে কেন এত দ্রুত হারিয়ে যাই ???
কেন সেই মুহূর্ত গুলো বেশীক্ষন থাকে না ??
টাইমমেশিন যদি পেতাম না আমি একবার
ঐ ভালো সময়গুলো আটকে রাখতাম যেতে দিতাম না??
কিন্তু আফসুস যে জীবনে টাইমমেশিন ও পাবো না
আর সময়গুলো ধরে রাখতে পারবো না,
শুধু আমার না এই পৃথিবীর কারো ক্ষমতা নেই সময় ধরে রাখবার।
ঐ যে একটা প্রবাদ আছে না…………
” সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না ”
তাঁরা তাঁদের মত বহমান……
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের জন্ম হয় শুধু কষ্ট পাবার জন্য
সুখ নামের শব্দ টা তাঁদের কাছে বড় অচেনা।
আর এই অচেনা সুখ মাঝে মাঝে পরিচিত হতে আসে
কিন্তু ভালো করে পরিচিত হয় না,
একটু সময় তার উপস্থিতি দিয়ে একটু হাসি-ঠাট্টা করে চলে যাই,
আমি ঐ সব মানুষের দলে,সুখ শব্দ টা আমার কাছে অচেনা,
ভালো কিছু মুহূর্ত মাঝে মাঝে আমার মনের জানালায় উকি দিয়ে
আবার হারিয়ে যাই অচিন দেশে…
তাই ভালো সময় তোকে এই গান টা উৎসর্গ করলাম…
” মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ”
তোকে তো চিরদিনের জন্য পেতে ইচ্ছে করে,
তুই হবি বৃত্ত আমি তোর সেই বৃত্তের মাঝে হবো বন্দি……………
কিন্তু পেলাম তোকে আর বন্দি ও হতে পারলাম না তোর মাঝে।
নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে )
১৮টি মন্তব্য
আদিব আদ্নান
‘সময়’ নিয়ে চমৎকার উপলব্ধি আপনার ।
আপনার বন্দিত্ব দেখার অপেক্ষায় রইলাম ।
নিশিথের নিশাচর
আমি এখন একাকীত্বের বেড়াজালে বন্দি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
শিশির কনা
টাইম মেশিন পেলে ভালোই হতো ।
অপূর্ণ ইচ্ছে গুলো বাস্তব হয়ে যেতো ।
বৃত্ত বন্ধী হওয়া ভালো না
মুক্ত থাকা ভালো , পাখির মত —
নিশিথের নিশাচর
টাইম মেশিন পাবো না বলেই জীবনের সব কিছুই অপূর্ণ থেকে গেলো।
না এখন আর কারো বৃত্তে বন্দি নয়। নিজের কাছে নিজে বন্দি।
আর সবার কাছে মুক্ত। কোন পিছুটান নেই।
ধন্যবাদ ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
চিরদিনের চেয়ে মাঝে মাঝে দেখা পাওয়াই বেশি আনন্দদায়ক ।
নিশিথের নিশাচর
এখন তো আর কোন দেখা পাই না।
চিরদিন না হয় বাদ দিলাম।
মাঝে মাঝে ও না।
খসড়া
মাঝে মাঝে তব দেখা পাই চিরকাল কেন পাই না।
নিশিথের নিশাচর
কোন দেখাই পাই না।
আগে মাঝে মাঝে ছিলো এখন কোন দেখা নেই।
বনলতা সেন
এমন আকুতি থাকলে কিছু একটা হবেই ।
ভাব প্রকাশ সুন্দর হয়েছে ।
নিশিথের নিশাচর
কিছু একটা হবে ???
যাক আপনার কথা শুনিয়া খুবই আনন্দিত হইলাম।
আকুতি করতে করতে এখন আমার গলা দিয়ে কোন শব্দ বের হয় না।
ধন্যবাদ আপনাকে। সুন্দর বলার জন্য। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
একাকীত্ব কেটে যাক কবির
অবশ্য একাকীত্বের মাঝ দিয়ে যাওয়াও যে কবিতা আসছে , তা মনে হয় মিস করবো আমরা 🙂
তারপরেও চলে যাক একাকীত্ব ।
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভ্রাতা । শুভ কামনা করার জন্য।
একাকীত্ব কাটার আর কোন রাস্তা নেয়।
এখন অভ্যাস হয়ে গেছে।
ব্লগার সজীব
বন্দী হয়েই থাকুন না -{@
নিশিথের নিশাচর
বন্দি হয়ে আছি তবে চার দেয়ালের মাঝে।
আমার মাঝে আমি বন্দি।
আমার মন
সময় গেলে যা থাকে তা হয়ে যায় অর্থপূর্ণ।
ভাল লাগল অনুভূতি।
নিশিথের নিশাচর
আমার কাছে বেঁচে থাকা টাই অর্থহীন মনে হয়।
ধন্যবাদ । ভালো থাকবেন।
আফ্রি আয়েশা
চমৎকার একটা বৃত্ত বন্দি জীবন হোক আপনার … সুন্দর ভাবনার প্রকাশ । শুভ কামনা 🙂
Md.faishal sharia
I like it…….