তোর বুঝি আর দুঃখ নেই?

নীলকন্ঠ জয় ৭ অক্টোবর ২০১৩, সোমবার, ০৩:২৫:১৫অপরাহ্ন কবিতা, বিবিধ ১৮ মন্তব্য

তোর বুঝি আর দুঃখ নেই?
মনের কোণে বিষাদ নেই?
তিক্ততারও লেষ বুঝি নেই?
অনামিকার স্মৃতিটুকু ? তাও বুঝি নেই?

আপন থেকে পর হলি তাই-
জানতে বড় ইচ্ছে হয়;
সেইতো তুই চলেই গেলি-
কোন দোষেতে দুঃখ দিলি?
কোন সুখে বল এই বুকেতে –
দীর্ঘশ্বাসের অনল হলি?
কোন মোহেতে আপন হাতে
নিভিয়ে দিলি দীপাবলী?

তোর বুঝি আর দুঃখ নেই?
রঙ চটা সেই বিকেলও নেই?
ভালোবাসার দীপ নিভিয়ে-
আজ বুঝি তুই অনেক সুখী?

৫৭১জন ৫৭১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ