তোর বুঝি আর দুঃখ নেই?
মনের কোণে বিষাদ নেই?
তিক্ততারও লেষ বুঝি নেই?
অনামিকার স্মৃতিটুকু ? তাও বুঝি নেই?
আপন থেকে পর হলি তাই-
জানতে বড় ইচ্ছে হয়;
সেইতো তুই চলেই গেলি-
কোন দোষেতে দুঃখ দিলি?
কোন সুখে বল এই বুকেতে –
দীর্ঘশ্বাসের অনল হলি?
কোন মোহেতে আপন হাতে
নিভিয়ে দিলি দীপাবলী?
তোর বুঝি আর দুঃখ নেই?
রঙ চটা সেই বিকেলও নেই?
ভালোবাসার দীপ নিভিয়ে-
আজ বুঝি তুই অনেক সুখী?
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
তুই এর কাছে রাখা আবেগ পুর্ন প্রশ্নগুলো অত্যন্ত ভালো লেগেছে ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ জিসান ভাইয়া। কিন্তু তুই এর উত্তর পাওয়া যাবেনা কোনদিনও।
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
এমন কিছু আপন থেকে পর হওয়াই ভাল ।
আর বেশি বশি ‘পর’ হোক ।
নীলকন্ঠ জয়
মেনে নিতে পারলে মনে হয় সবই ভালো। শুভেচ্ছা হেলাল ভাই আপনাকে।
স্বপ্ন নীলা
ভাল লেগেছে। মিষ্টি একটি অভিমানী কবিতা,,,,,,,,,,,,, (-3
নীলকন্ঠ জয়
ধন্যবাদ নীলা দি। (-3
খসড়া
আপন থেকে পর হলি তাই-
জানতে বড় ইচ্ছে হয়;
সেইতো তুই চলেই গেলি-
কোন দোষেতে দুঃখ দিলি?
কোন সুখে বল এই বুকেতে –
দীর্ঘশ্বাসের অনল হলি?
কোন মোহেতে আপন হাতে
নিভিয়ে দিলি দীপাবলী?
——- ——- —– চমৎকার।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ খসড়া আপনাকে।
শুভেচ্ছা।
ব্লগার সজীব
দুঃখ কেন থাকবেনা ? 🙂 খুব ভালো লেগেছে (y) (y)
নীলকন্ঠ জয়
হুম ধন্যবাদ সজীব আপনাকে।
ভালো থাকুন।
সীমান্ত উন্মাদ
চমৎকার লাগলো কাব্য। শুভকামনা নিরন্তর।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ উন্মাদ আপনাকে।
শুভেচ্ছা।
বনলতা সেন
এ দেখছি বিশাল বিষাদের ‘নেই’ এর বিপুল সমাহার ।
এখন ‘আছে’ এর টাও দিয়ে দিন ।
ভালো লেখা বরাবরের মতি ।
নীলকন্ঠ জয়
যা কিছু দুঃখ ব্যাথা “আছে” তা নিতান্তই আমার নিজের। তাই “আছে” লিখতে গেলে নিজের কথাই লিখা লাগবে। বনলতা দির কথা রাখতে তবুও লিখবো ।
ধন্যবাদ। ভালো থাকুন।
শুন্য শুন্যালয়
সোনেলায় তার আইডি থাকলে উত্তর পাবেন আশা করি …কিডিং নীলকন্ঠ …অনেক ভালো লেগেছে (y)
নীলকন্ঠ জয়
আইডি থাকলে আমাকে দেখে ক্লোজ করে ভাগতো অথবা আমাকেই ভাগানোর ব্যবস্থা করে ফেলতো মনে হয়।
ধন্যবাদ শুন্য আপনাকে। শুভেচ্ছা।
রকিব লিখন
অফুরান ভালাগালা কবিতায় স্পষ্ট প্রতীয়মাণ।। -{@
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ রকিব ভাই।
শুভেচ্ছা। -{@