আজ তোদের কথা
অনেক বেশিই মনে পড়ে,
ভেসে গেছে সকল আবেগ
বাস্তবতার নীরব ঝড়ে।
ক্যাম্পাস মুখরিত ছিল
আমাদের কোলাহলে,
নির্বাক ছবি সজল নয়নে
স্মৃতির কথা বলে।
ব্যস্ততায় ছিলি তোরা
অবসরেও সঙ্গী,
তোদের ছেড়ে এখন আমি
বাস্তবতার জালে বন্দী।
ভাল থাকিস তোরা সবাই
দুঃখ থেকে দূরে,
শত ব্যস্ততার কোলাহলেও যেন
সুখের বৃষ্টি ঝরে।