১.
ভোর বেলাতে সূর্য যখন
ছড়ায় প্রথম আলো,
হৃদয় মাঝে ডেকে উঠে-
জ্বালো আগুন জ্বালো।
২.
তোমার মনের হার্ডড্রাইভে
করছি ডাটা এন্ট্রি,
বন্দী আমি জেলখানাতে
তুমি তাতে সেন্ট্রি !
৩.
রবি ঠাকুর, লালন ফকির
সবার গানই ফেল,
গান ও প্রানের উর্দ্ধে তুমি
নিজেই মটার শেল।
৪.
মনের মাঝে আগুন ছিল
অশ্রু দিল নিভিয়ে,
বাকি ছিল হৃদয়টুকুন
সেটাও খেলে চিবিয়ে।। ;(
৫.
চোখের তারায় ঝিকিমিকি
ঠোঁটে গর্ব, হাসি….
কি সুখ পেলে আমায় মেরে?
ওগো সর্বনাশী।।
৬.
মারো আমায় আশ মিটিয়ে
যেটা খুশি কর্গে,
আমার শোধ তুলব আমি
পরকালে স্বর্গে।।
প্রথম প্রকাশ: উন্মাদ, ২০০৩।দ্বীতিয় প্রকাশ আলপিন এবং ভিমরুল। \|/
১২টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য, কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কিনা বলে। শুভকামনা সবার জন্য।কথা হবে, দেখা হবে আগামি কোন রম্যে।সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই সব সময়। -:-
প্রিন্স মাহমুদ
ভাল লেগেছে খুব । চালিয়ে যান
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
বাহ! রম্য কাব্য ভালো হইছে ।
বনলতা সেন
আপনি তো বেশ মজার ছড়া লেখেন ।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর মামা।
শীলা শিপা
ছবি আর ছন্দে ব্যপক পার্থক্য বিরাজমান 🙂
শুন্য শুন্যালয়
এহেন আগুন থেকে স্বর্গে গিয়েও দুরে থাকুন …
লীলাবতী
ভাইয়া , বাসায় জানে ? 😛
তওসীফ সাদাত
😀 😀 বেশ মজার !!
আদিব আদ্নান
দারুন ,
পালালেন কোথায় ?
খসড়া
:c : p