তোমার তো সব আছে

শিরিন হক ১৯ জুন ২০১৯, বুধবার, ০৯:৫৬:১২পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

তোমার তো সব আছে।
আমার শুধু তুমি নাই।
চার দেয়ালে বন্দী আমার ঘরে থালা বাসন  আসবাব পত্র আমার
তোমার বিশাল আকাশ চায়ের দোকান গলির মোড়ের আড্ডা
আমার একটা টিভি আছে
তোমার আছে পার্ক উর্বশীদের এলোমেলো চুল
কফি সপে মিথ্যা কথার ঝুড়ি
নারীর প্রতি তোমার ভীষণ টান।
আমার আছে সেলাই মেশিন
তোমার কত্ত কাজ
ফোন করলেই বিজি থাকো, “অফিসে অনেক কাজ”।
দিনের শেষে ক্লান্ত তুমি আমার কাছে এসে
তোমার অনেক ঘুমের নেশা,
সময় নেইতো চেয়ে দেখার
আমার বালিশ ভেজা চোখের জ্বলে।
তোমার অনেক সপ্ন আছে আকাশ  ছোঁবে  তুমি।
আধার এলে দিনের শেষে আমার সপ্ন খুঁজি।
তোমার একটা নদী আছে সাঁতার কাটো রোজ।
আমার কথা ভাবো তুমি নিয়েছো কি খোঁজ।
এখন আমার আর কিছু নেই
তোমায় দিয়েছি সব
ভালোবাসার ইচ্ছা টুকু মরেই গেছে কবে
তোমার এখন সবই আছে
আমার আছে কী?
আমার জীবন তোমর হাতে সঁপে দিয়েছি।

৭১৩জন ৫৬০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ