আমি পাগল তাই ———
মাঝে মাঝে পাগলামি ছাড়া চলতে পারি না ।
আমি গাধা তাই ———-
তোমার আমাকে ভালবেসে
ইচ্ছা করে বা অনিচ্ছায় দেওয়া
কষ্ট গুলোকে বুঝতে পারি না ।
আমি নিকৃষ্টও তাই———-
বারবার তোমাকে কষ্ট দেই
তোমাকে বোঝার চেষ্টা করি না।
আমি বোকা তাই———–
তুমি কষ্ট না দিলেও
আমি শুধু শুধু নিজে নিজে কষ্ট পাই ।
আমি জঘন্য তাই———–
নিজের ভুলগুলো বাদ দিয়ে
বার বার তোমার ভুল গুলো ধরতে চাই ।
আমি নীচ তাই————
কারনে অকারণে বারবার
তোমার কাছ থেকে বিদায় চাই ।
আমি নির্লজ্জ তাই———–
বার বার বিদায় নেওয়া সত্ত্বেও
তোমার কাছে ফিরে আসতে চাই ।
………………সীমা সারমিন………………
৬২৩জন
৬২৩জন
১০টি মন্তব্য
আদিব আদ্নান
প্রকৃত ভালোবাসার কাছে আমরা ফিরে ফিরে আসি ই ।
আমার স্বপ্ন ও মনের কথা
ঠিক ঠিক 🙂
শুন্য শুন্যালয়
কোন একজনের জন্য এমন চাওয়া থেকেই যায়…
আমার স্বপ্ন ও মনের কথা
হুম থেকেই যায় (y)
খসড়া
এমন কেউ যদি আমার থাকত।
আমার স্বপ্ন ও মনের কথা
কেউ না কেউ আসবে …… আপনার জন্য দোয়া করি 🙂
জিসান শা ইকরাম
ওরে ভালোবাসা 🙂
কবি দেখি তাঁর ‘ তোমার ‘ জন্য নিজকে উৎসর্গ করে দিলেন।
ভালো লিখেছেন , আবেগকে প্রকাশ করেছেন ভালো ভাবেই।
শুভ কামনা ।
আমার স্বপ্ন ও মনের কথা
আবেগ বড়ই কঠিন জিনিস যা মানুষের মস্তিষ্কের এক রখম রোগ সরূপ
এই রোগ থেকে পরিত্রাণ অনেক কঠিন
ধন্যবাদ ভাইয়া।
মা মাটি দেশ
ভাগ্যবান বলতে হবে উনি…..NICE \|/ \|/ \|/
আমার স্বপ্ন ও মনের কথা
সত্যি উনি ভাগ্যবান
তবে কার জন্য তা জানি না 🙁