তোমার জন্য আমি

সীমা সারমিন ৩০ অক্টোবর ২০১৩, বুধবার, ১২:৩৬:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
আমি পাগল তাই ———
মাঝে মাঝে পাগলামি ছাড়া চলতে পারি না ।
আমি গাধা তাই ———-
তোমার আমাকে ভালবেসে
ইচ্ছা করে বা অনিচ্ছায় দেওয়া
কষ্ট গুলোকে বুঝতে পারি না ।
আমি নিকৃষ্টও তাই———-
বারবার তোমাকে কষ্ট দেই
তোমাকে বোঝার চেষ্টা করি না।
আমি বোকা তাই———–
তুমি কষ্ট না দিলেও
আমি শুধু শুধু নিজে নিজে কষ্ট পাই ।
আমি জঘন্য তাই———–
নিজের ভুলগুলো বাদ দিয়ে
বার বার তোমার ভুল গুলো ধরতে চাই ।
আমি নীচ তাই————
কারনে অকারণে বারবার
তোমার কাছ থেকে বিদায় চাই ।
আমি নির্লজ্জ তাই———–
বার বার বিদায় নেওয়া সত্ত্বেও
তোমার কাছে ফিরে আসতে চাই ।
                                       ………………সীমা সারমিন………………
৬২৩জন ৬২৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ